নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা মানুষকে পথ দেখাতে পারে

সাদা চক কালো বোর্ড

বাক্তি হিসেবে খুব সাধারণ তাই লেখার মত তেমন কিছু না

সাদা চক কালো বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ সরকারের শিক্ষা খাতে সাফল্য

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

শিক্ষা খাতে আওয়ামীলীগ সরকারের সাফল্লঃ



প্রাইমারী শিক্ষাঃ



১) ২৬১৯৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কে জাতীয় করণ করেছে।

২) ১২০০০০ জন শিক্ষক বেসরকারী শিক্ষক থেকে সরকারী শিক্ষক রুপে আবির্ভূত হয়েছেন

৩) বছরে প্রায় ১২ বিলিয়ন টাকা অতিরিক্ত খরচ করছে সরকার শুধু এই শিক্ককদের বেতন কাঠামোর জন্য

৪) এই সকল শিক্ষক দের বেতন ৪৫০০ টাকা থেকে ১০৫০০ টাকায় উন্নিত হয়েছে।

৫) প্রাইমারী পাশের জন্য সার্টিফিকেটে এবং উপবৃত্তির ব্যাবস্থা

৬) শিক্ষা প্রতিষ্ঠানে খাবার সরবরাহ এবং বিনা মূল্যে দ্রুত বই সরবরাহ

৭) মেয়েদের জন্য প্রাইমারী শিক্ষক নিয়োগে বিশেষ সুবিধা

৮) প্রায় ১৫০০০০ জন নতুন শিক্ষক নিয়োগ সারাদেশ থেকে।

৯) পুরাতন স্কুলের জন্য নতুন বরাদ্ধ

১০) স্কুল গুলোতে ছেলে মেয়েদের আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে বেরে উঠার জন্য প্রতিটা স্কুলে কম্পিউটার সরবরাহ

১১) শিশু শ্রেণীতে লটারির মাধ্যমে নিয়োগ, যেহেতু সবার মেধাই সমান।



সেকেন্ডারি শিক্ষা ব্যাবস্থাঃ



১) জেএসসি পরিক্ষার জন্য সার্টিফিকেটের ব্যাবস্থা

২) কয়েক হাজার এমপিও ভুক্ত নয় এমন শিক্কক কে এমপিও ভুক্ত করা

৩) জেএসসি পরিক্ষার উপর উপবৃত্ত প্রদান

৪) আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলার জন্য কম্পিউটার ল্যাব গড়ে তোলা এবং প্রতিটা স্কুলের শিক্ষকদের উপযুক্ত ট্রেনিং এর ব্যাবস্থা করা।

৫) নতুন কারিকুলাপ সংযোজন, বিজ্ঞান শিক্ষায় গড়ে তুলার ব্যাবস্থা।

৬) পাশের হাঁর বাড়ানো

৭) সৃজন শীল শিক্ষা ব্যাবস্থা চালু

৮) ভর্তির জন্য বয়স প্রথা বন্ধ ঘোষণা।

৯) শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন



উচ্চ মাধ্যমিকঃ



১) শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন,

২) বেসরকারী শিক্ষকদের বেতন ১২০০০ থেকে ১৬০০০ টাকা নির্ধারণ

৩) সারাদেশে নতুন কলেজ স্থাপন এবং কলেজ গুলোতে কম্পিউটার ল্যাব বাধ্যতামূলক করা

৪) বিজ্ঞান শিক্ষার উপর জোর প্রদান

৫) বিদেশ শিক্ষা বোর্ড চালু

৬) রংপুরকে আলাদা বোর্ড ঘোষণা

৭) সিলেট কে আলদা বোর্ড ঘোষণা

৮) দিনাজপুর কে আলাদা বোর্ড হিসাবে কার্যকরী করা



উচ্চতর শিক্ষাঃ



১) মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করা

২) ঢাকায় টেক্সটাইল ইউনিভার্সিটি

৩) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল

৪) বরিশাল ইউনিভার্সিটি

৫) বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর

৬) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -গোপালগঞ্জ

৭) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৮) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৯) পাবনা মেডিকেল কলেজ

১০) যশোর মেডিকেল কলেজ

১১) নোয়াখালী মেডিকেল কলেজ

১২) কক্সবাজার মেডিকেল কলেজ

১৩) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ- কিশোরগঞ্জ

১৪) কুষ্টিয়া মেডিকেল কলেজ

১৫) শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ - গোপালগঞ্জ

১৬) কালিহাতি মেডিকেল কলেজ টাঙ্গাইল

১৭) সাতক্ষিরা মেডিকেল কলেজ

১৮) ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

১৯) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

২০) রংপুর মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ

২১) নারায়ণগঞ্জ মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ

২২) পাবনা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ

২৩) বরিশাল মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ

২৪) পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

২৫) বেগুমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

২৬) চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

২৭) বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ টাঙ্গাইল

২৮) আব্দুর রব সের নিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল



বেসরকারী উচ্চ শিক্ষাঃ



১) ২৭ টা নতুন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

২) ১৫ টা বেসরকারী মেডিকেল কলেজের অনুমোদন

৩) ২০ টা বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের অনুমোদন

৪) বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আইন প্রণয়ন

৫) তাদের কে নিজেদের ক্যাম্পাসে যাবার জন্য সময় নির্ধারণ করে দেয়া



প্রাইমারী এবং সেকেন্ডারি শিক্ষার জন্য পরিচালনা পরিষদ গঠনঃ



১) ২৫২ টা সরকারী কলেজ এর অধিনে

২) ১৬ টা সরকারী কমার্স কলেজ এর অধিনে

৩) ৩ টা সরকারী আলিয়া মাদ্রাসা

৪) ৯ বিভাগিয় ডেপুটি ডিরেক্টরাট অফিস

৫) ৬৪ জেলা শিক্ষা অফিস

৬) ৩১৭ সরকারী মাধ্যমিক স্কুল

৭) ২৮০৩ বেসরকারী কলেজ

৮) ১৫৪৮৯ বেসরকারী মাধ্যমিক স্কুল

৯) ৭৩৪৩ বেসরকারী মাদ্রাসা



এরপর ও যদি কেউ বলে দেশে কোন উন্নয়ন হয় নাই তবে তাকে অতি শিগ্রই পাকিস্তান পাঠানো উশাফল্ল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.