![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক রাত জেগে জেগে কি যেন খুজি আমি...
আস্তে আস্তে রাত হয়, আর চারপাশটা কেমন যেন শান্ত হয়ে যায়। রাত যত বাড়তে থাকে মনে হয় আমি আমার গন্তব্যের খুব কাছে পৌঁছে যাচ্ছি,
অনেকটা আলেয়া অথবা সিগারেটের মত- সবটুকু বিষাদ কিংবা সৌন্দর্য যেন আছে শেষ মুহূর্তে... এই বিষাদটুকু একান্তই আমি আর আমার অপূর্ণতার সহোদর এই অন্ধকার রাত্রিকে দীর্ঘায়ত করার একলা কারিগর।
কেন চারপাশ এতটা সৌন্দযে ভরে যায়,আবার একই সঙ্গে নিরব আর বিষাদ যন্ত্রণা...... হয়তোবা সৌন্দর্য আর বিষাদের জন্ম একই মায়ের কোলে।
©somewhere in net ltd.