নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণ কালো

কৃষ্ণ কালো › বিস্তারিত পোস্টঃ

তোর বয়সে আমি এভাবে ঘরে বসে থাকিনি...

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

একটা ছেলের কাছে সবচেয়ে অপ্রিয় বাক্য হচ্ছে, “তোর বয়সে আমি এভাবে ঘরে বসে থাকিনি। বাপ-মায়ের কাজে এসেছিলাম আর তুই না আছস পড়ালেখার কাজে ঘরের কাজ।।”

। খুবই অপ্রিয় ।
এসময় ঐ ছেলের মনে একটাই ভাবনা থাকে, “আসলেই আমি কোন কাজে এসেছি? আমি আসলেই বোঝা। আমি না থাকলে মনে হয় এ ঘরের ভালোই হয়। ” ছেলেটা তার এপর্যন্ত জীবনের প্রত্যেকটা অধ্যায়ে ফ্ল্যাশব্যাকে যায়। তার সব ব্যর্থতা খুঁজে বের করে। ঠিক ঐগুলাই যেগুলো তা পাশের বাসার ছেলেটা পারে সে পারে না। যেসবের কারণে ঐ ছেলেটার সাথে সে রেললাইনের মতো সমান্তুরালে চলতে পারেনা।

আর এই ব্যাপারটা বেশি ঘটে এই সময়, যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষের দিকে আর ছেলেটা কোথাও চান্স পায়নি্।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

ধমনী বলেছেন: নীরবে সয়ে যান। তবে আপনার সন্তানের ক্ষেত্রেও একই আচরণ করতে ভুলবেন না যেন!! :D

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.