নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারে বা জানাই বলো, বেদনা আমার...

কেএসআমীন ব্লগ

কেএসআমীন

কারে বা জানাই বলো বেদনা আমার, বুঝিল না কেহ আমারে...

কেএসআমীন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের গণজাগরণের আজকেই সমাপ্তি হতে পারতো...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

টিভিতে ব্লগার ইমরানের বক্তব্য শুনছিলাম। আশা করেছিলাম আজ এই দীর্ঘ ১১ দিনের অভাবনীয় আন্দোলনের অবসান হবে। কারণ ইতিমধ্যে সরকার তাদের সব দাবী মেনে নিয়েছেন। ফাঁসি দেয়ার জন্য প্রয়োজনীয় আইন পরিবর্তনের কাজও চলছে।



সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলনের উপর। সরকারের পক্ষ থেকে সব রকমের সহায়তাও দেয়া হচ্ছে। এটাতো বিরোধীদলের আন্দোলন নয় যে, পুলিশ মরিচের গুড়া মিশ্রিত পানি ছিটিয়ে সব পন্ড করে দেবে!



তাহলে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাওয়ার অর্থ কী? এটা দেশের জন্য কী উপকারে আসবে? এখান থেকে আমরা ভবিষ্যতের জন্য একটা অত্যন্ত বাজে উদাহরণও তো তৈরী করতে পারি...? যেমন, কারণে অকারণে রাজপথ দখল!!! সভ্য দেশে যা হয়না, তা বর্জন করাই শ্রেয়।



তরুণ ভাইদের বলি, আপনাদের এ্ই দাবীর পক্ষে আমিও আছি। দু'দিন শাহবাগ গিয়ে একাত্ম হয়েছি। বেসরকারী চাকুরী করে যখন তখন যাওয়া যায় না। দেশের বেশীর ভাগ মানুষই আছে আপনাদের সাথে। তবে দেশের বেশীরভাগ মানুষ কিন্তু এই আন্দোলন দীর্ঘ সময় অব্যাহত রাখার পক্ষে নয়।



আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে আলাপ করেছি। অনেকেই বলেছেন যে দু'এক দিন এই আন্দোলন চালালেই চলতো। যেহেতু সরকার এর পক্ষে আছে পুরোপুরি। বরং অনেকে যৌক্তিক প্রশ্ন তুলছেন, এই আন্দোলন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে নাকি বিচার বিভাগের বিরুদ্ধে? খুবই স্পর্শকাতর বিষয়...



সব রাজাকারের ফাঁসি দিতে তো অনেক সময় লাগবে। এই সরকারের আমলে তো নয়ই, হয়তো কখনোই সম্ভব হবে না! কাদের মোল্লার পরেও তো অনেকে আছে একের পর এক। বিচার বিভাগের উপর আস্থা হারালে তো চলবে না। আইনি প্রক্রিয়ার মধ্যেই সবাইকে আসতে হবে। দেশের সার্বিক অবস্থাও চিন্তা করতে হবে...



একজন মুরুব্বীও এসে তরুণদের বলছেন না যে, তোমরা এবার ক্ষ্যান্ত দাও, সরকার দাবী মেনে নিয়েছে। নাকি মুরুব্বীদের কথা কেউ শুনছে না?



তরুণদেরকে সবকিছু করতে দেয়া উচিত হবে না্। মুরুব্বীদের কথাও তাদের শুনতে হবে। তা না হলে এই হতভাগা দেশটা ভয়াবহ অনিশ্চিয়তার দিকে যাবে সন্দেহ নেই! কিছু একটা হলে এর দায়-দায়িত্ব কিন্তু তখন তরুণরা নেবে না, তখন সবকিছু সরকারের উপর বর্তাবে, এটা আমাদের বুঝতে হবে।



সকল মিডিয়া আপনাদের সাথে সার্বক্ষণিক ভাবে আছে, ব্যাপক কাভারেজ দিচ্ছে। এটা একটি বিরাট প্লাস পয়েন্ট আপনাদের জন্য। বেশীদিন এই আন্দোলন চালালে এটা গুরুত্বহীন হয়ে যেতে পারে!



সুতরাং সময় থাকতেই মাতৃভূমির স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিন দয়া করে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

চ।ন্দু বলেছেন: ফাঁসিতে না ঝুলানোর আগ পর্যন্ত এ আন্দোলন চলবে এটা কি এখনও বুঝতে পারছেন না?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

কেএসআমীন বলেছেন: সেটা বুঝতে পারছি তবে এটা কি কেবল কাদের মোল্লা? সাঈদী সাকা নিজামী....... এদের ওতো ফাসি লাগবে। এতে সময় লাগবে না? ততদিন কি এই আন্দোলন চলবে?
তাইলে এই ট্রাইব্যুনালের পিছনে কোটি কোটি টাকা খরচা করবার দরকার কী ছিল? পরে তো দেখি এই সরকার বিরাট বিপদে পড়বে...

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

নিষ্‌কর্মা বলেছেন:
জনগণ ক্ষেপেছে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

এ জাফর বলেছেন: বিলকুল বুঝিতে পারিতেছি!
কিন্তু আমি নির্বিচারে কাউরে ফাঁসিতে ঝুলানোর পক্ষে নই।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: অভিভাবকহীন কিছু যুবকের আস্ফোলনে রূপ নিতে যাচ্ছে শাহবাগের এ আন্দোলন। তাদের ভাবখানা এমন যে আন্দোলনে বসে থাকলেই সরকার সব রাজাকারকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। সরকার যেহেতু আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়ে ট্রাইবুনাল আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে তাই উচিত ছিল আপাতত আন্দোলনের বিরতি ঘোষণা করা।
তা না করে আজ আন্দোলনের নামে যে নাটক করেছে তা এই আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করেছে। এটা কি কোনো মেলা না নাটকের আসর যে দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে? তাছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি করে এ মঞ্চে বক্তৃতা করার সুযোগ পায়? এরাই ত সেদিন লাকীকে আঘাত করে আহত করেছিল,তাহলে আজ কেন জনগণের মঞ্চে তারা আবার উঠতে পারল?
শাহবাগের আয়োজক হিসাবে যারা নিজেদের উপস্থাপন করছেন তাদের কাছে এসব প্রশ্নের জবাব চাই।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

কেএসআমীন বলেছেন: আপনি নিঃসংগ নন। অনেকেই আপনার সংগে আছেন। ধন্যবাদ

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: সরকার আমার ঘোড়ার ডিম মানছে । এখন পর্যন্ত জাতির উদ্দেশ্যে কোন ঘোষণা এসেছে ? একটা রায় হয়েছে ? আজাইরা । আপনার মত সুশীলগুলারে গদাম । জ্ঞান বাড়ানোর জন্য একটু পড়ালেখা করেন । আন্দোলন আর আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আপনার কোন আইডিয়াই নাই ।

শাহবাগের আন্দোলনের লাইমলাইটে যারা আছেন,জাতির সাথে প্রতারণা করলে চরম মূল্য দিতে হবে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

কেএসআমীন বলেছেন: সহমত।
আরও পড়ালেখা করতে হবে। আন্দোলন আর আন্দোলনের গুরুত্ব... এই নিয়ে ব্যাপক পড়াশাতেই এখনই মনোনিবেশ করতে চাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

কেএসআমীন বলেছেন: সরকার আর কি কি পদক্ষেপ নিলে বলবেন যে সরকার আপনার আমার সংগে আছে?

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

দূরবী৩২১ বলেছেন: আমি যুদ্ধ করছি হঠাৎ বললাম আজ শরীর খারাপ লাগছে ।
আজ আরা না আবার কাল থেকে আরম্ভ করি। ।
ব্যাপারটা হাস্যকর আর নির্বুদ্ধিতা ছারা আর কিছুই না ।

কোন যুদ্ধ ।
কোন আন্দোলন ।
কোন দাবি ।
সময় মেপে হয় না । ব্যাপারটা হাস্যকর ব্যাপারটা হাস্যকর ব্যাপারটা হাস্যকর

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

কেএসআমীন বলেছেন: আপনার কথায় মনে হচ্ছে বিরোধী দলের উচিত টানা লাগাতার হরতাল চালিয়ে যাওয়া, যে পর্যন্ত না সরকারের পতন হয়।

সব যৌক্তিক দাবী কি আদায় হয়? কোনটার জন্য কয়দিন হরতাল বা অন্য কোন রকম আন্দোলন হয়েছে?
পদ্মা সেতু হয় নাই ১০ হাজার কোটি টাকার জন্য। সরকারকে কম অপদস্ত হতে হয়নি এজন্য। অবশ্য সরকার তা গায়েও মাখেনি।
কিন্তু ১২ হাজার কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি করে আসলো সরকার রাশিয়া গিয়ে। যদি বলেন দেশের মানুষ এটা মেনে নিয়েছে, কারণ এটা নিয়ে তো তেমন কোন আন্দোলন হয়নি। আমাদের বুদ্ধিজীবীরা তেমন কিছুই বলেনি।

আপনি হয়তো মানবেন, আমি কিন্তু মানবো না...

কারণ আমার বিবেকটা একটু বেশীই স্পর্শকাতর!!! বিবেচনা বোধটা আমার একটু বেশীই ভালমন্দ বোঝে...

সবারটা সমান হবে, এমনটিও নয়...

এই সরকার আমার ভোটে নির্বাচিত। কেউ যদি কঠিন আওয়ামীলীগার সাজার চেষ্টা করে সেটা ঠিক হবে না। দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সবাই শাহবাগে আসছে। এর অর্জনগুলি বিসর্জিত হোক এটা কেউই চায় না।

আপনার মতামতের জন্য ধন্যবাদ

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: তুই রাজাকার তুই রাজাকার।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

সেচ্ছাসেবক বলেছেন: এহ আইছে ... ভাই কোন মুরুব্বী আইসা কইছে যে আন্দোলনে নাম, আন্দোলন করে দাবী আদায় কর ??? বলেন ????

মিয়া আসছেন কোথা থেইকা ফাপর নিতে??

আন্দোলনের সমাপ্তি চান ?? কেন ?? কোন দাবী টা কার্যকর হইছে ?? সরকারের আশ্বাসে আপনে আশ্বস্ত হতে পারেন আমরা না, আশ্বাসেই যদি কাজে হতো তাহলে তো কোন আন্দোলনেরই দরকার পরতো না। বাচ্চুরে ফাঁসি আর মোল্লার যাবৎজীবন ?? মিয়া আপনে কি সবাইরে অশিক্ষিত মনে করলেন নাকি ?? বাচ্চুর রায় না-ই দিত মোল্লার ফাঁসি দিত তাইলে বুঝতাম সরকারের আশ্বাসের জোড় কত।

অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাওয়ার অর্থ কী? এটা দেশের জন্য কী উপকারে আসবে? এখান থেকে আমরা ভবিষ্যতের জন্য একটা অত্যন্ত বাজে উদাহরণও তো তৈরী করতে পারি...? যেমন, কারণে অকারণে রাজপথ দখল!!! সভ্য দেশে যা হয়না, তা বর্জন করাই শ্রেয়।


এর মানে কি ? কি বাজে উদাহরন আমরা তৈরি করছি বলবেন ?? কয়টা গাড়ি ভেঙ্গেছি ??? কয়টা মানুষ মেরেছি ??? কোনটা বাজে উদাহরন হইছে বলেন ??? জামাত শিবির রাজপথ অবরোধ করলে ঐটা "কারনে" হয় আর আমরা রাজপথ আটকালে তা "অকারনে" হয়ে যায় ??? কোনটা বর্জন করতে বলছেন ??? চলন্ত গাড়িতে ঢিল ছুড়ে মারাকে তো কখনো পোষ্ট দিয়ে বর্জন করতে বলেন নাই, আর এখন বলছেন এই অহিংস আন্দোলন বর্জন করতে ??? সভ্য সমাজ কোনটা ?? "সভ্য দেশে যা হওয়া উচিত" বলতে কি আপনি জামাত শিবিরের ভাঙ্গচুর কে বুঝালেন ???

"কিছু একটা হলে" এর দায় ভার অবশ্যই সরকারকে ও জামাত-শিবিরকে নিতে হবে। কেন নিবে না, আমরা তো অরাজকতা তৈরি করছি না, আমরা তো কোন অপ্রিতিকর পরিস্থিতি তৈরি করছি না। আমরা একটা মৌলিক দাবীতে একজায়গায় জড়ো হয়ে শান্ত ভাবে প্রতিবাদ জানাচ্ছি। এখানে "কিছু একটা হবে" কেন???

আমরা আমাদের আগামী প্রজন্মকে শিক্ষিয়ে যাচ্ছি গাড়ি না ভেঙ্গে-মানুষ না মেরেও আন্দোলন করা যায়। এটা যদি কোন খারাপ কোন শিক্ষা হয় তাহলে আমরা খারাপ জাতি, আপনি অনেক ভাল জাতি থেকে এসেছেন, সেখানেই ফিরে জান, আমরা আমাদের আগামী প্রজন্মকে এই শিক্ষাই দিয়ে যাব, এতে যদি আমাদের ভবিষৎ অন্ধকার হয়ে যায় তাহলে তো আপনি আছেনই, তখন আপনি "সভ্য সমাজে যা হয়" তা শিক্ষাবেন। যা সত্য তা-ই হবে।

৯| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

কেএসআমীন বলেছেন: সবাইকে ধন্যবাদ।
মোবাইল থেকে পোস্ট

১০| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

মুগলী নন্টে বলেছেন: কেএসআমীন........................ কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.