![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারে বা জানাই বলো বেদনা আমার, বুঝিল না কেহ আমারে...
আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী-
কত অমৃতরস উথলি যায়
অনন্ত গগনে।।
পান করে রবিশশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি,
নিত্য পূর্ণ ধরা জীবন কিরণে।।
বসিয়া আছ কেন আপন মনে
স্বার্থ নিমগন কী কারণে?
চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূণ্য জীবনে।।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
আলাপচারী বলেছেন: রবি সবসময়ই প্রাসঙ্গিক।
এই গানের মায়াবী সুরটা কিভাবে পাগল করে দেয়!!!
৩| ০২ রা জুন, ২০১৩ সকাল ৯:৪৩
কেএসআমীন বলেছেন: ধন্যবাদ আলাপচারী
৪| ০২ রা জুন, ২০১৩ সকাল ৯:৪৫
কেএসআমীন বলেছেন: আলাপচারীকে মোবাইল ফোন থেকে জবাব দিলাম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
কেএসআমীন বলেছেন: প্রাসংগিক কেন?
কারণ, আমাদের তো এখন আনন্দে থাকার কথা। দেশে তো তেমন কোন সমস্যাও নেই। দেশ এখন এগিয়ে যাবার কথা কেবল। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো্ও এগিয়ে যাচ্ছে... মায়ানমার, ভারত, শ্রীলংকা সবাই...