নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্থার্ক্থা

আমি যততুক সময় অবসর থাকি ততটুক সময় নিজেকে মানুষের কাজে ব্যস্ত রাখতে চাই ।

ক্থার্ক্থা › বিস্তারিত পোস্টঃ

গল্প গণজাগরণমঞ্চ স্পোটিং ক্লাব ।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০২

আমি তখন পিজি হাসপাটালের ফুলবাগানের মালি ছিলাম ।
একদিন কাজ শেষ করে বাসায় ফিরছি হঠাৎ পেছন থেকে
একজন ভদ্রলোক আমায় ডাক দিলেন । আমি ওখানে দাড়িয়ে গেলাম । লোকটি তার হাত বাড়িয়ে দিলেন আমিও না চিনলেও ভদ্রটা বজায় রাখতে হাত বাড়িয়ে তার হাতের সাথে হাত মিলিয়ে নিলাম ।
দুজনের মধ্যে আলাপন শুরু হলো । ভাই এখানে কি ডিপারমেন্টে আছেন ? জি আমি এখানে ফুল বাগানে মালির পোস্টে আসি ।
ও আচ্ছা !
তো ভাই কতটুক লেখা পড়া করেছেন ? জি ক্লাস ফোর পযন্ত । লোকটি আস্তে বললো চলবে ! জি ভাই কিছু বললেন কি চলবে ?
না তেমন কিছু না বলছিলাম আমরা এই সাহাবাগের মোরে রাস্তা দখল করে একটি ক্লাব খুলেছি আর তার নাম দিয়েছি গণজগরণ মঞ্চ স্পোটিং ক্লাব । যোদিও এখন শুধু রাস্তা দখল করেছি তবে আস্তে আস্তে গোটা দেশটি দখল করবো । আর আমাদের এই নতুন ক্লাবটিতে বহু সংখক কর্মী দরকার । কিছু কর্মী হবে পার্টাইম জবের মত যেমন এইযে আপনি চাকুরি করছেন,তার পরেও আমাদের এখানে চাইলে জয়েন্ট করতে পারেন । ঠিক আছে তার আগে বলুনতো আপনাদের এখানে আসলে মূল কাজটি কি ? না তেমন কিছুনা এই ধরেন এখানে বসে কিছু নোট করলেন রাজাকারদের বিরুদ্ধে ওগুলো রাতে বাসায় যেয়ে ফেসবুক বা ব্লগে ছেড়ে দিলেন,আর মাঝে মধ্যে কুকুরের মত দুই একটি ডাক দিলেন তুই রাজাকার তুই রজাকার বলে ।

সরী কিছু মনে করবেন না, আমার মনে হয় আমার বাবাও যুদ্ধের সময় কি কি ঘটেছিল এবং কে কে রাজাকার ছিল, তা বলতে পারবে না তাহলে আমি কি করে বলবো, কে কে রাজাকার ছিল ?
দূর মশাই আপনি এ নিয়ে চিন্তে করেন কেন এসবতো আমি রয়েছি,তাছাড়াও এইসব বিষয়ে কখন কি করবেন সব ম্যাসেজ পাবেন । বলতে গেলে আপনি এখানে যা করবেন টা পুরোটাই নাটক ।

আর হ্যা শুনুন এখানে যারা কর্মী থাকবে তাদের জন্য টাকা ছড়ও থাকছে আর অন্যান্য সুবিদা । অন্যান্য সুবিদা মানে ? অন্যান্য সুবিদা মানে হলো এই ধরুন মদ,গাজা, হিরইন, ফেনসিডিল ছাড়াও রাতে শরীর ঘরম করার মত রাতের পরীদের ব্যবস্থাও থাকছে ।
কি বলছেন এসব ? আরে হ্যা ভাই তবে আর বলছি কি ?
আমি আবার নারীদের প্রতি দূর্বল আর সে জন্যই জীবনে অনেক কিছু হরিয়েফেলছি । আর সেই নারীর নেশাই আমার মাথাই ডুকিয়ে দিলেন ।

সেই থেকেই যে গণজাগরণমঞ্চ স্পোটিং ক্লাবে আমার যোগ দেওয়া আজ পযন্ত ওখান থেকে ফিরে আসিনি । একের পর এক
ইসুনিয়ে লড়ে যাচ্ছি অবশ্য এর জন্য মোটা অংকের মালতো পাচ্ছিই তাছাড়াও ভোগ বিলাসী নারীতো আছেই । আর লাগে কি ?
আমি জানি হয়ত এটা জীবন নয় এভাবে সারাজীবন চলবেও না । একদিন ঠিকয়ই সব থেমে যাবে সময়ের নিয়মন্ত্রনে তখন আমি কি করবো ................................।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩২

ভয়ংকর বিশু বলেছেন: কাদের মোল্লার বাচ্চারাও এভাবে গণজাগরণমঞ্চের বিরুদ্বে খেপসিলো। সাজাপ্রাপ্ত দালাল ও রাজাকারদের কেউ একজন হ্য়ত লেখকের আব্বা অথবা দাদা।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৭

ক্থার্ক্থা বলেছেন: সরি বিশু ভাইয়া আপনি এভাবে খেপলেন কেন এটা একটা গল্প এখানে কারো জীবনের সাথে মিলে যাওয়ার কথা নয় ।
প্লিজ বিশু ভাইয়া কিছু মনে করবেন না ।
আপনি যে ভাবে মন্তব্য করছেন আমিও ঠিক ওভাবে জবাব দিতে পারতাম তাতে আমি আপনর মত কুকুর হয়ে যেতাম ।
ভালো থাকুন ।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:১৭

আমি মিন্টু বলেছেন: :P

১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৮

নীল আকাশ বলেছেন: কুকুর কে জবাব দিতে যাবেন না, তাতে আপনিও একই লেভেল এ নেমে যাবেন। গণজাগরণমঞ্চের সুবিধাভগিরা কুকুর ছারা আর কিছু না।

১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩

ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ আসলে ভেবে পাচ্ছি না কি বলবো ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৯

মিন্টুর নগর সংবাদ বলেছেন: গল্প ভালো হয় নাই । আপনি কি সব যৌন সাস্থসুস্থনিয়ে লেখেন জানি ওগুলোই লেখেন তাতে
আপনার মঙ্গল হবে । না হলে মডুরা দুদিন পড়ে আমার মত আপনার পোস্টও প্রথম পৃষ্টায় আসতে
দিবে না।

১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১

ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমিও মনে হয় তাই ভেবেছি ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

ফেরদাউস আল আমিন বলেছেন: গল্পের শুরু র কি রকম যেন একটা মিল রয়েছে!!

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮

ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ ভাইয়া মীল খুঁজে পাওয়ার জন্য ।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: যান বাঁশের কেল্লায় যায়া কাঠালপাঁতা খান। ওখানে এরকম নিম্নমানের প্রোপাগান্ডামুলক লেখার বেশ কদর।

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭

ক্থার্ক্থা বলেছেন: প্রতেকটি গরুর জন্য দিনে কত কেজি ঘাস প্রয়োজন বলতে পারেন ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.