নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্থার্ক্থা

আমি যততুক সময় অবসর থাকি ততটুক সময় নিজেকে মানুষের কাজে ব্যস্ত রাখতে চাই ।

ক্থার্ক্থা › বিস্তারিত পোস্টঃ

হকারমুক্ত গুলিস্তান দেখতে চান মেয়র সাঈদ খোকন

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪



এটা আমাদের দেশেই সম্ভব রাতে এক কথা আর অন্ধকার কেঁটে গেলে দিনের আলোয় আরেক কথা । যারে দিয়ে চোখ দান তারেই কর অপমান । যেমন এইযে রাজধানীর গুলিস্তানকে হকারমুক্ত করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন । বৃহস্পতিবার নগর ভবনে হকার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ক্লিন গুলিস্তান গড়ার এমন ঘোষণা দিলেন । সাঈদ খোকন বলেছেন এখন থেকে গুলিস্তানে কোনো হকার বসবে না । কেউ কাউকে চাঁদা দিয়েও বসতে পারবে না । কেউ চাঁদা আদায় করতে পারবে ‍না । যেখানে দেশের ৮০ ভাগ মানুষ হলো অশিক্ষিত পেশায় দিন খেতে খাওয়া দিন মুজুর । আর কিছু আছে মধ্য শ্রেনীর যারা কেউ কেউ পেশায় ছোট ব্যবসা করে বেঁচে আছেন । আর ওই সব লোকেরা বেশির ভাগই গুলিস্তানে বসে হকারি করেন । একদিন ব্যবসা বন্ধ রাখলে তাদের
পেটে ভাত জুটবে না । তাই তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া মানে তাদের পেটে লাট্রি মারা এক কথা । তাছারাও এমনিতেই দেশে বেকর যুব সমাজের শেষ নাই। তার উপরে হকারেরা অবশেষে দেখা যাইবো ঘরে ঘরে ছিনতাই মারামরি কাঁটা কাঁটি হচ্ছে ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

গেম চেঞ্জার বলেছেন: নিন্দা জানাই। আগে তাদের পুনর্বাসন না করে কোনভাবেই এই ঘোষণা মানা যায় না।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

ধমনী বলেছেন: আপনার কী মত- এটা কথার কথা?

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫২

আমি মিন্টু বলেছেন: গেমচেঞ্জার ভাই বলেছেন নিন্দা জানাই। আগে তাদের পুনর্বাসন না করে কোনভাবেই এই ঘোষণা মানা যায় না।
সহমত ।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

আরজু পনি বলেছেন:

পুনর্বাসন না করে এসব সমস্যার সমাধান করা আদৌ ঠিক হবে কি না তার মানবিক দিকটি মেয়র সাহেব ভেবে দেখবেন ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:

ঢাকার মেয়র মানে বিলিওনিয়ার; এখন টাকা নিবে বিদেশে। হকারেরা উনার লোকদের চাঁদা কম দিচ্ছে হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.