নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্থার্ক্থা

আমি যততুক সময় অবসর থাকি ততটুক সময় নিজেকে মানুষের কাজে ব্যস্ত রাখতে চাই ।

ক্থার্ক্থা › বিস্তারিত পোস্টঃ

গাছ বেশি লম্বা হইও না ঝড়ে ভাঙবো গাছ বেশি ছোট থাইকো না ছাগলে খাইবো ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

২০১৪ সালের ৫ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এর মতই আজও দেশে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হল ।
ভালই লাগচ্ছে চারদিকে ভোট কেন্দ্রের খবর শুনে মনে হচ্ছে ২০১৪ সালের ৫ই জানুয়ারীর মত এবারো নতুন একটি নাটক দেখালেন ক্ষমতাশীনেরা । পারেনও আপনেরা । কেউ আপনাগো বিরুদ্ধে কিছু কইলে হয় জেলে না হয় গুম করে ফেলছেন ।

তবে একটি সাধারণ কথা না বলে পারলাম না আর সেটা হলো জনগণ বুইঝা গেছে আপনাগো টেম্পার
আর বেশিদিন নাই । আপনাগোও পিঠ দেয়ালে ঠেকে গেছে ।

আরেকটি কথাও ময়মুরব্বিরা কয় গাছ বেশি লম্বা হইও না ঝড়ে ভাঙবো গাছ বেশি ছোট থাইকো না ছাগলে
খাইবো । আর আমরা ছোটবেলায় কইতাম আগে গেলে বাঘে খায় পিছে গেলে সোনা পায় ।
পৃথিবীরা কি অদভূত একটি জায়গা এখানে আমি একজনকে আঘাত করলে ঠিক সেই আঘাতের জবাব
একদিন না একদিন ঠিকই আমি পামুই ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


১ নং মন্তব্যটি আমার নয়, আমার 'নিক' ও প্রো-পিক হ্যাক করে, আমার নামে কমেন্ট করছে; আমি সামুকে জানিয়েছি। ১০/১২ টা নিক থেকে, আমার পোস্ট ব্যবহার করে সামুতে ফ্লাডিং করছে কয়েকজন, এটা তথ্য আিনে বড় ধরণের অপরাধ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩

ক্থার্ক্থা বলেছেন: সরি আসলে আমি আগে খেয়াল করি নাই । ক্ষমা করবেন । আমি ওই মন্তব্য দুটি কেটে দিচ্ছি ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:


সমস্যাটা সামুকে জানান; আমি জানিয়েছি।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.