নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্থার্ক্থা

আমি যততুক সময় অবসর থাকি ততটুক সময় নিজেকে মানুষের কাজে ব্যস্ত রাখতে চাই ।

ক্থার্ক্থা › বিস্তারিত পোস্টঃ

ভ্যাকসিন নিন আর হেপাটাইটিস বি জন্ডিস থেকে সুস্থ থাকুন ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫

প্রিয় বাংলাদেশী ও দেশের বাহিরে থাকা
ব্লগার ভাই বোনেরা কিছু দিন যাবত দেখা যাচ্ছে আমাদের দেশে হেপাটাইটিস বি জন্ডিস একটি মারাক্তক ব্যাধির রূপ ধারণ করেছে । তাই আমাদের সকলের সচেতনতা প্রয়োজন ।যদি আপনার পাশে থাকা কারো শরীরে হেপাটাইটিস বি জন্ডিস এর লক্ষন দেখা যায় তাহলে তাকে সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে ।একই সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা চালিয়ে যেতে হবে ।বর্তমান সারা বিশ্বে হেপাটাইটিস বি এতটাই মারাক্ত ব্যাধির রূপ ধারণ নিয়েছে যার ফলে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়ে থাকে ।এই ভাইরাসটি মূলত প্রথমেই লিভারকেই আক্রমন করে । বর্তমান এই রোগ আরও ভয়াভহ এমন একটি রূপ নিয়েছে যা ক্যান্সার এবং সব থেকে মারাক্ত মরণ ব্যাধি এইচ আর বি এইডস কেউ ছাড়িয়ে গেছে । তাই যত শিগ্রহ সম্ভব এই রোগের জন্য সকলকে উত্বুদ্ধ এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
এছাড়াও সকলের এই মহুর্তে ভ্যাকসিন নেয়া অতি গুরুত্বপূর্ণ । এই মহুর্তে সকলের ঐক্য শ্লোগান হওয়া প্রয়োজন যে ভ্যাকসিন নিন আর সুস্থ থাকুন ।
তাছাড়াও প্রতিটি মহল্লায় মহল্লায় স্কুল বিদ্যালয় গুলোতেও এ বিষয়ে প্রচারনা ও ভালো ভালো পদক্ষেপ নেয়াও অতিরিক্ত একটা গুরুত্বপূর্ন ব্যবস্থা গ্রহণ করা ।
বিশেষ করে আরেকটি বিষয় লক্ষনীয় অনেকেই আছেন যারা সব সময় মনে করেন জন্ডিস হলে শরীরে যত সম্ভব ঠান্ডা লাগালে বা ঠান্ডা খাবার খেতে হয় তাই কারো শরীরে ঠান্ডা শর্ধি হলে তার জন্ডিস হয় না এতা একান্তই আমাদের ভুল ভাবনা বা ভুল ধারনা শরীরে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা বা সর্দি লাগলে তা থেকেও জন্ডিস হওয়ার সম্ভবনা আরও বেশি থাকে তাই রোগকে অবহিলিত না করে দ্রুত ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করুন । অনেকের কাছ থেকেই জানা যায় এমন অবস্থায় ভ্যাকসিন নিলে
সুস্থ থাকা সম্ভব । তাই ভ্যাকসিন নিন সুস্থ থাকুন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

বিজন রয় বলেছেন: নিয়েছি।
++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ বিজন দা

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

পার্থিব লালসা বলেছেন: ব্লগার ভাই বোনেরা


শুধুই কি ব্লগার ভাই বোন বাকীরা কি করিল??????
++++++++++++

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬

ক্থার্ক্থা বলেছেন: হুম ঠিক বলেছেন ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.