নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্থার্ক্থা

আমি যততুক সময় অবসর থাকি ততটুক সময় নিজেকে মানুষের কাজে ব্যস্ত রাখতে চাই ।

ক্থার্ক্থা › বিস্তারিত পোস্টঃ

আজব এক দেশ এখানে মরেও শান্তি নাই ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪


আজব এক দেশ এখানে মরেও শান্তি নাই ।
আরে হু তনুর কথাই বলছি । ছুকড়ি মরেও গেল
মেরেও গেল আমরা এমনি এক দেশে বসবাস করি যে দেশে একজন মানুষ মরে গেলে বিচার পাওয়ার পরিবর্তে বেশির ভাগ ক্ষেত্রে ঠিক তার উল্টো মা বাবা কে আত্মিয়স্বজনদের পুলিশ RAবের জিজ্ঞাসাবাদ আর প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ পযন্ত দেখা যায় দোষী হয় নির্দোষী আর নির্দোষী হয় অপরাধী অর্থাত যে মরে গেছে বা হত্যা হয়েছে সেই শেষ পযন্ত তার হত্যার জন্য অপরাধী হয়ে যায় ।তাও আবার গভীর রাতে নিয়ে যাওয়া হয় আত্মিয়স্বজনদের ।
কেন দিনের বেলায় নিলেই বা কি সমস্যা হত ?
তারাতো আর অপরাধী না যে তাদের দিনের বেলা ঝামেলায় পড়তে হবে । ওহ! আমাদের দেশের আইনের নিয়ম কানুন মার প্যাচের জন্যই দেশের মেয়েদের উপরে যৌন হয়রানি অপরাধের মত অপরাধ প্রতিদিন বেড়েই চলছে ।
এটা কমাতে হলে কোন শক্ত আইন পাশ করাতে হবে । যা দেখে এ ধরনের অপরাধ করার আগে গা শিউরে উঠবে ।তনুদের মত আর কোন মেয়েকে প্রথমে নির্মম ভাবে যৌন হয়রানি পরে হত্যা হতে হবে না ।শুনেছি সপ্তাখানেক আগে তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য মামলাটি সেখানকার জেলা গোয়েন্দা শাখায় ডিবি হস্তান্তর করা হয়েছে। আর সে জন্য ঘটনা তদন্তে তনুর মা, ভাই ও চাচাতো বোনকে বাসা থেকে মধ্য রাত্রে নাকি জিজ্ঞাসাবাদ করার জন্য RAB নিয়ে যান । পরে কি হয়েছে তা এখন পযন্ত কোন সঠিক তথ্য মিলেনি । বাংলাদেশের পুলিশ চাইলে এদেশের অপরাধীদের সম্পূর্ণ ভাবে দমন করতে মাত্র লাগবে ২৪ ঘন্টা । অথচ কতটা দিন হয়ে গেল এখন পযন্ত তনু হত্যাটির কিছুই করতে পারেন নাই আমাদের দেশের আইন জীবিরা । তারা শুধু দেশের জনগণের দেয়া টাকার খাবার খায় আসলে দেশের আইন জীবিগুলো দেশের মানুষের কোন কাজেই আসে না ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে যে, আপনার মতো কম-মগজের লোকেরা আইন ইত্যাদিকে ভয় পায় না।

তনুর পরিবারকে প্রশ্ন করা হচ্ছে অপরাধীদের ব্যাপারে ক্লু পাবার জন্য।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪

ক্থার্ক্থা বলেছেন: ঠিক কইছেন রাজনীতি তৈরির মানুষ ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬

ইমরানুল হক বেলাল বলেছেন: এটা একটি শক্তিশালী লোকের কাজ
এই জন্য আইন নিজের হাতে তুলে নিতে কষ্ট হচ্ছে।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

ক্থার্ক্থা বলেছেন: আপনার কথায় শক্তি আছে ।ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
খালি সেনাবাহিনী সেনাবাহিনী!
সেনাবাহিনীটা কি জিনিষ?
পুলিশ বা আনসারের মত সেনাবাহিনীও রাষ্ট্রের একটি বেতনভুক্ত বাহিনী। কিন্তু আমাদের দেশের নষ্ট রাজনীতিতে পাকি আদলে রাষ্ট্রীয় এই গুরুত্বপুর্ন সংস্থাটি সরকারের নিয়ন্ত্রনের অনেকটা বাইরে বিপুল ক্ষমতাধর আলাদা সত্তায় পরিনত হয়েছে।
আলোচিত হত্যাকান্ডের আলামত ধামাচাপা/ভিন্নখাতে নেয়ার ক্ষমতাধর কালোহাতের প্রচেষ্টা সুরু থেকেই লক্ষ করা যাচ্ছে। DNA আলামত লাপাত্তা করে দায়সারা ময়নাতদন্ত --এরপর দ্রুত কবরস্থ এর প্রমান।
কালোহাত এখনো দৃশ্ব্যমান। ভিকটিমের পিতা-মাতাকে জোরপুর্বক ক্যান্টনমেন্টে আটকে মুখ বন্ধ রেখেছে, তদন্ত ভিন্নখাতে নিতে কালোহাতের প্রভাবও স্পষ্ট

যারা মনে করছে প্রকৃত দোষী চিহ্নিত হলে সেনাবাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে, তাদের ধিক্কার জানাই

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

ক্থার্ক্থা বলেছেন: যারা মনে করছে প্রকৃত দোষী চিহ্নিত হলে সেনাবাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে, তাদের ধিক্কার জানাই :(

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:

প্রধান মন্ত্রী শেখ হাচিনা যদি তনু হত্যাকারির নাম জানার পরও নিজের গদি বাঁচানোর জন্য বিচার ব্যাবস্থার উদ্যোগ না নিয়া থাকেন তবে তাঁর উপর আল্লাহর লা'আন্দন নাজিল হোক কামনা করি।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

ক্থার্ক্থা বলেছেন: এভাবে বলতে নাই ভাই ।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
প্রধান মন্ত্রী শেখ হাছিনা যদি তনু হত্যাকারির নাম জানার পরও নিজের গদি বাঁচানোর জন্য বিচার ব্যাবস্থার উদ্যোগ না নিয়া থাকেন তবে তাঁর উপর আল্লাহর লা'আন্দদ (অভিশাপ) নাজিল হোক কামনা করি।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

মহা সমন্বয় বলেছেন: এ এক আজব দেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.