নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশায় ভেজা

কুয়াশায় ভেজা

কুয়াশার এক বিন্দু পানি মন কে কতটাই না সতেজ করে তোলে..............।

কুয়াশায় ভেজা › বিস্তারিত পোস্টঃ

তুমি (২)

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

জানি না কখনও কী শেষ হবে তোমায় নিয়ে লেখা??

আদও বুঝতে পারছি না আমি কী শেষ করতে পারব।



তুমি শুধুই তুমি। এক অতুলনীয় তুমি। তোমায় ভেবে কিছু লিখতে গেলেও কেন যেন কোন কথাই খুজে পাইনা। অনেক বার লিখার চেষ্টা করি কিন্তু এক লাইন লিখি তো দুই লাইন কেটে দেই। হয়ত বলতে পার তুমি তো এমন কোন বড় লেখক না যে খুব সহজেই অনেক কথা লিখতে পারবে।



হয়তবা না। কিন্তু আমি অনেক বেশি নিশ্চিত যে কেউ তোমাকে নিয়ে লিখার সময় খুব সহজেই লিখতে পারবে না। কারণ তুমি মানুষটাই এমন যে তোমার নিয়ে লিখার মত উপযুক্ত কোন শব্দই মনে হয়না পাবে।



তবে যখন লিখতে আরম্ভ করি তখন কলম যেন থামতেই চায় না। এই মনে হচ্ছে এইটা বাদ দিলাম, আবার মনে না ওটা বাদ দিলাম। তাই অনেক ভয়ও লাগে।



মাঝে মাঝে ইচ্ছে করে কিছু ভুল করা। আমি ভাল জানি এই ভুলগুলো করলে তুমি অনেক বকা দিবে। কী করব বল? আমি তো সেটাই চাই তুমি বকা দাও। মনে হয় তোমার বকার মাঝেও অনেক ভালবাসা লুকায়িত আছে। বরং তুমি বকা না দিলেই কেমন যেন লাগে।



মাঝে মাঝে ইচ্ছে করেই কিছু দুষ্টামি করা। জানি এতে তোমার খারাপ লাগবেই। তুমি অনেক রাগ করবে। রাগ করে কিছুদিন কথাও বলে চাইবে না। আবার এক ঘন্টা বা এক দিন বা দুই দিন পর ঠিকই বলবে-আগে বল আর এমন করবে না, তাহলে কথা বলব। কারণ আমি জানি তুমিও আমাকে ছেড়ে থাকতে পারবে না।



তবে রাগ উঠানোর একমাত্র কারণ হচ্ছে তোমার রাগ মাখা মুখখানি দেখা। রাগে যেন তোমার মুখখানা একদম ই নতুন লাগে। মনে হয় যেন এ অন্য এক তুমি। অনেক ভাল লাগে সামনা সামনি দেখতে। মনে হয় রাগেমাখা এক সূর্য। এই বুঝি তার সমস্ত তাপ সবার উপরে ঢেলে দিবে।



থাক আর বলব না। কারণ সব কিছুই এখন অর্থহীন। সব কথাই যেন এখন শুধু বক বক করা ছাড়া আর কিছুই নয়। কারণ তুমি? তুমি তো এখন লেখকের কল্পনার রাজকন্যা ছাড়া আর কিছুই নও। তুমি এখন শুধুই আমার এক কল্পনা। তারপর আমি আমার কল্পনার লালপরিটাকে মনের অজান্তে অনেক ভালবাসি। এতটা ভালবাসি যে আমি নিজেও জানি না।;);)



তবে কষ্ট শুধু একটাই তুমি আমার কল্পনাতেই কেন শুধু আস। বাস্তবে আস না কেন? আমি কী কখনও তোমার দেখা পাব না। /:)/:)/:)/:)/:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.