![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ একটা মানুষ। পরাশুনা করছি। অনেক চেষ্ঠা করেছি ভালো থাকার জন্য। এখনও করে যাচ্ছি
একটা দুর্ঘটনায় ভেঙেছিল পাঁজর,
অজস্র হাড় ভাঙার শব্দ হয়েছিল নিরবে।।
প্রদীপ জ্বালাতে গিয়ে যে আগুন লাগিয়েছিলে ঘরে,
সে আগুনে আজো পুড়ছে একটি মানব দেহ।।
যার দহনে পানিশূন্য হয়ে রক্ত জমাট বেধেছে কয়ালা,
আজ আবার স্মৃতির সাথে ধাক্কা লেগে কয়লাগুলো চুর্ণবিচুর্ণ হল,
ঝড়ো হাওয়ায় মিলিয়ে যাবে শুন্যতার অসীম গভীরে।।
রাতগুলো এমনই হয়, নিরবে পোড়ায় মন,
বৃষ্টি চাই, চাই একটুখানি শ্রাবন।।।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০০
ফয়সাল সুলতান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৮
আনিসা নাসরীন বলেছেন: খুব সুন্দর