![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
আগুনের ঠোঁটে চুমু দিয়ে আগ্নেয়গিরি জাগিয়েছিলাম
সেই থেকে তোমার হৃদয়ের তরজমা পড়তে আমার ভুল হয় না
ভুল করে সুবর্ণ লেখার হাত
নিয়মবাঁধা নিয়মটাকে উল্টে দিয়ে করে হাস-ফাঁশ
বর্ণাঢ্যকে ডেকে বলে— এই কৃষ্ণবর্ণ! ঢেউ তুলে পালাচ্ছো কোথায়?
তখন আমার ভালোবাসা মরে যায়
বৈরী বাতাসে উড়ে যায় অদ্রির সবুজ শাড়ির আঁচল
কুঁকড়ে যাওয়া ভ্রূণ ভঙ্গিমায় শীতের তীব্রতা বেড়ে যায়
হিম রক্তের উষ্ণতা বাড়াতে অকারণেই ঝগড়া করি
রিকশাওয়ালা সাথে, বচসা করি দূরত্ব মেপে ভাড়ার
চিনুর সাথে, মহল্লার চা-ওয়ালা এক; লিকারে নিম পাতার তেতো
ধুর ছাই কিচ্ছু ভাল্লাগে না—
ক্রীতদাস আমি, হ্যাঁ হ্যাঁ ক্রীতদাস; আধপেটা খাই সন্তানের জন্যে বাকীটা জমাই
এইখানে, ঠিক এই শ্যাওড়া গাছটির তলায় দাঁড়িয়ে বাবা বলেছিল
দেখিস খোকা, একদিন আমাদের সব হবে; দু’বেলা পেটপুরে খেতে পারবো।
জানো না বাবা, বাবা তুমি জানো না; ক্রীতদাসদের কিছু হয়না
ধরিত্রীর ত্রিকালে গোলার্ধের সম্ভ্রম সব কিছু কেড়ে নেয়
ফিরিয়ে দেয় না ফুটো পয়সার স্বীকৃতি
পরিচয়পত্রটাও হলো না স্ব-শিক্ষায় শিক্ষিত বলে, কৃষক আমি
পারছি না কাস্তেটাকে জ্বলন্ত চাবুকে পরিণত করতে
বাবা তুমি জানো না- দেখছো না-
বোধহীন বুদ্ধিজীবী, সামন্তবাদী আমলা, ভণ্ড রাজনীতিবিদ’রা
বংশ বিস্তার করেই যাচ্ছে মহাজনের চাতুরী, সাপের উলুধ্বনি
দাদনের ভারে জর্জরিত আমি কৃষক, ক্রীতদাস এক নিজেরই সর্বনাশ!
কান পেতে শুনতে পারছি না মায়ের আর্তনাদ, মানুষ তোরা মানুষ হ’
০৮.১০.২০১৩। ১৯.৫৪। ঢাকা
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
কুহক' বলেছেন: ধন্যবাদ শাপলা। চমৎকার থাকবেন।
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮
শাপলা নেফারতিথী বলেছেন: বাহ.. মন ছুঁয়ে গেল.
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
কুহক' বলেছেন:
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
বশর সিদ্দিকী বলেছেন: ভাল লাগল।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
কুহক' বলেছেন: শুভেচ্ছা ও সতত শুভ কামনা রইলো।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: দারুণ লিখেছেন । খুব ভালো লেগেছে ।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
কুহক' বলেছেন: ধন্যবাদ মামুন সাহেব। আমার কাছেও খুব ভালো লাগতো যদি সামাজিক দৃশ্যপট পরিবর্তনে নিজেকে মিনিমাম কাজে লাগতে পারতাম। তবু আশা করছি এই সমাজ একদিন ঠিক-ঠাক বদলে যাবে আমার আপনার হাত ধরেই।
শুভ কামনা।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫
রাবেয়া রব্বানি বলেছেন: ভালো লিখেছেন।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
কুহক' বলেছেন: হাহ হাহ হাহ হাহ:... আপনি কোত্থেকে? সেইযে শের শাহের আমলে কি যেনো নিয়ে বাকাট্রা হয়ে গেলেন তারপর আপনাকে আর দেখাই যায় না। অবশ্য বড় লেখকদের খুঁজে পাওয়াও একটু কঠিন কাজ।
শুভেচ্ছা জানবেন।
৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২০
বোকামন বলেছেন:
ক্রীতদাস আমি, হ্যাঁ হ্যাঁ ক্রীতদাস; আধপেটা খাই সন্তানের জন্যে বাকীটা জমাই
জমাটবদ্ধ ক্ষোভ ... সার্থক প্রকাশ ...
এহেন কবিতায় ভালোলাগা জানানো খুব কম হয়ে যাবে ...
কবিকে স্যালুট !
আশকরি নিশ্চয়ই আমরা/সমাজ একদিন সত্যিকারের মানুষ হতে পারবো ..।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
কুহক' বলেছেন: ম্যাংগো পিপলদের ঐ টুকুই আছে। ক্ষোভ আর না-মানুষ হয়ে আপোষ করে বেঁচে থাকা। তবু আশা করতে দোষ নেই একদিন আমরাই এই সমাজকে পরিবর্তিত করে দিবো।
শুভেচ্ছা জানবেন।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
মাহমুদ০০৭ বলেছেন: ভাই কবিতাটা পড়ে মন তা খুব খারাপ হয়ে গেল , ছবিটা দেখেও ।
এটাই যে আসল বাংলাদেশ ।
ক্ষোভের উদগিরণের সার্থক - বলিষ্ঠ প্রকাশ ।
কবিতা প্রিয়তে নিলাম ।
ভাল থাকা হোক ।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
কুহক' বলেছেন: মন খারাপ থেকেই মন ভালো করবার উপায় বের করে নিতে হবে। কিছু করবার নেই। ছবিটা গতকাল কাটাবন মোর থেকে তোলা।
খুব অসহায় লাগে নিজেকে কখনও কখনও... ইচ্ছে থাকা স্বত্বেও পারি না রেনেসাঁর মতো বিপ্লব টেনে আনতে। ক্রোধ প্রকাশ করতে তাই আর দ্বিধা করছি না্
শুভেচ্ছা ও শুভ কামনা।
৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ক্রীতদাস আমি, হ্যাঁ হ্যাঁ ক্রীতদাস; আধপেটা খাই সন্তানের জন্যে বাকীটা জমাই
এইখানে, ঠিক এই শ্যাওড়া গাছটির তলায় দাঁড়িয়ে বাবা বলেছিল
দেখিস খোকা, একদিন আমাদের সব হবে; দু’বেলা পেটপুরে খেতে পারবো।
দুর্দান্ত ++++++++ রইল।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
কুহক' বলেছেন: স্বপ্নের বিরিয়ানীতে ঘি ঢালতে কার্পণ্য করছে না কলম তবু যদি পরিবর্তন চলে আসে ঘি'র অপব্যবহার রোধকল্পে।
সতত শুভ কামনা রইলো।
৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: এফবিতে পড়ছিলাম
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
কুহক' বলেছেন: জুকারবার্গ ব্যবসাটা ভালোই জমিয়েছেন... তবু আশার কথা এই যে পৃথিবীকে যতটা সম্ভব ছোট করতে কার্পন্য করছে না।
১০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬
হৃদয় রিয়াজ বলেছেন: একখন্ড বাস্তবতাই যেন ফুটে উঠল। সত্যি মন ছুঁয়ে গেল।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
কুহক' বলেছেন: হৃদয় সাহেবের মন ছুঁয়ে দিতে পারায় নিজেকে সার্থক লাগছে।
শুভেচ্ছা জানবেন।
১১| ১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: It's awesome! !
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
কুহক' বলেছেন: ধন্যবাদ পথিক সাহেব। সতত চমৎকার থাকবেন।
১২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: বাবা তুমি জানো না- দেখছো না-
বোধহীন বুদ্ধিজীবী, সামন্তবাদী আমলা, ভণ্ড রাজনীতিবিদ’রা
বংশ বিস্তার করেই যাচ্ছে মহাজনের চাতুরী, সাপের উলুধ্বনি
ভালো লিখেছেন।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
কুহক' বলেছেন: শুভেচ্ছা জানবেন সুমন সাহেব সেই সাথে মহালয়ার মঙ্গল কামনা।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭
শাপলা নেফারতিথী বলেছেন: বাহ.. মন ছুঁয়ে গেল.