![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূত্র হতে পড়তে চাইলে এ লিংকে ক্লিক করুন
আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে সব সময় বেশী উদ্বিগ্ন থাকি। ছুটে যাই চিকিত্সকের কাছে। কিন্তু নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার বা হাইপোটেনশন নিয়ে খুব একটা ভাবি না। যাদের লো ব্লাড প্রেসার তাদের একদিকে যেমন সুবিধা আছে অন্যদিকে অসুবিধাও কম নয়। উপকারিতার মধ্যে রয়েছে লো ব্লাড প্রেসারের রোগীদের স্ট্রোক, কিডনির সমস্যা, হূদরোগ সমস্যা হবার ঝুঁকি কম থাকে। তবে ব্লাড প্রেসার স্বাভাবিকের চেয়ে বেশী কমে গেলে মাথা ব্যথা, দুর্বলতা, এমনকি অজ্ঞান পর্যন্ত হবার ঘটনা ঘটতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে শকে যায় রোগী, বিপদ হবার ঝুঁকি পর্যন্ত থাকে। স্বাভাবিক রক্তচাপ বয়স-এর ভেদে তারতম্য ঘটে। একজন সুস্থ মধ্যবয়সী লোকের উচ্চ রক্তচাপ ১২০/৭০ মি: মি মারকারী থাকা উচিত। আর যাদের রক্তচাপ সিসটোলিক ৯০ এবং ডায়াসটোলিক ৬০ এর নীচে থাকে তাদের আমরা হাইপোটেনশন বা লো ব্লাড প্রেসার আছে বলে ধরে নেই। এমনকি অনেক ক্ষেত্রে রক্ত শূন্যতা, পানি শূন্যতা, টেনশন, অধিক ব্যায়ামের কারণে ব্লাড প্রেসার কমে যেতে পারে। এছাড়া লো ব্লাড প্রেসারের কারণে আকষ্মিক মাথা ঘুরে পড়ে যাবার ঘটনাও ঘটে। লো ব্লাড প্রেসার বা হাইপোটেনশনের কোন সুনির্দিষ্ট চিকিত্সা নেই। লো প্রেসারের উপসর্গ অনুযায়ী চিকিত্সার প্রয়োজন পড়ে। যদি শরীরে পানি শূন্যতা ও ইলেকট্রোলাইট কমে যাবার কারণে লো প্রেসার হয় তাহলে শুধু খাবার স্যালাইন মুখে খেলেই প্রেসার বেড়ে যায়। অনেকে এক চিমটি লবণও খেতে পারেন। এসব তাত্ক্ষণিক ব্যবস্থা বা ফার্স্ট এইড। তবে যাদের দীর্ঘ মেয়াদি লো প্রেসার আছে তাদের অবশ্যই কোন চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। মনে রাখতে হবে দীর্ঘদিন ধরে লো প্রেসার থাকা ভালো নয়। এ ধরনের অবস্থায় চিকিত্সক লো ব্লাড প্রেসারের কারণ সনাক্ত করে ব্যবস্থা নিয়ে থাকেন। এছাড়া গ্রামেগঞ্জে প্রচুর ডাব পাওয়া যায়। ডাবের পানিও লো প্রেসারের ক্ষেত্রে উপকারী। শুধু স্বাস্থ্যহীন হলেই যে লো প্রেসার হবে তাই নয়, মোটা মানুষেরও লো প্রেসার থাকতে পারে। যদি কোলেস্টেরল ও হার্ট ডিজিজের ঝুঁকি না থাকে তবে লো প্রেসারের রোগীরা একটু লবণ দিয়ে একটা সিদ্ধ ডিমও খেতে পারে। তবে খাবার স্যালাইন সবচেয়ে উপযোগী এবং তাত্ক্ষণিকভাবে ফলদায়ক।
লেখক: ডা:মোড়ল নজরুল ইসলাম |
২| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
অরণ্যের রোদন বলেছেন: হাই হলে কি করতে হবে?
লো গরীবি এবং হাই হলে ধনী।
হে হে হে .... আমি ধনী!
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩২
হেডস্যার বলেছেন:
আমার আছে এই জিনিস
আমার জন্য দরকারি পোষ্ট। ধন্যবাদ