![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলের মোবাইল ফোন ২০০২ সাল থেকে নজরদারি করে আসছে যুক্তরাষ্ট্র। জার্মান ম্যাগাজিন ডার স্পাইজেল সূত্রে এ খবর বলা হয়।
ম্যাগাজিনটির দাবি,এনএসএ থেকে প্রাপ্ত গোপন নজরদারি সংক্রান্ত দলিল দেখেছে তারা। সে দলিল অনুসারে জার্মান চ্যান্সেলার এঞ্জেলা মেরকেলের মোবাইল ফোন ২০০২ সাল থেকে ২০১৩ পর্যন্ত নজরদারির কথা রয়েছে। উল্লেখ্য ২০০২ সালে এঞ্জেলা মেরকেল জার্মান চ্যান্সেলর ছিলেন না। চ্যান্সেলর হবার আগ থেকেই তিনি গোপন নজরদারির মধ্যে ছিলেন।
এদিকে এনএসএ এর গোপন নজরদারির বিরুদ্ধে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে সাধারণ মার্কিন নাগরিকরা বিক্ষোভ মিছিল করছে। হাজার হাজার মানুষ নজরদারির সীমা কমিয়ে আনার দাবি জানাচ্ছে। কেউ কেউ পলাতক এনএনএ কর্মী এডওয়ার্ড স্নোডেনকে নজরদারির কথা ফাঁস করার জন্য ধন্যবাদ জানাচ্ছে।
স্পাই জেলে বলা হয়, মিস মেরকেলের মোবাইলে কোন প্রকৃতির নজরদারি চালানো হয়েছে তা গোপন দলিল থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। হয় মিস মেরকেলের ফোন কথাবার্তা রেকর্ড করা হয়েছে, অথবা তিনি যাদের সাথে সব সময় যোগাযোগ করেন, তাদের তালিকা নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে। চ্যান্সেলর মেরকেলের ফোন ছাড়াও বহু জার্মান ও ফরাসি নাগরিকের ফোনে আড়ি পেতে ছিলো এনএসএ। এর সংখ্যা লক্ষাধিক। ইউরোপের সরকার গুলোকে নিশানা করেছে এনএসএ ।
প্রতিবেদনে আরো বলা হয় , নজরদারির তথ্য সংগ্রহ করার একটি বিশেষ দল রয়েছে। বার্লিনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এসব মনিটর করা হয়েছিলো। বলা হচ্ছে এসব ফোনালাপ যদি মার্কিন দূতাবাস গুলো জেনে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সাথে বিদেশি সরকার গুলোর সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বব্যাপী ৮০ টি অবস্থান থেকে গোপন নজরদারি তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র । যার মধ্যে ১৯ টি রয়েছে ইউরোপের বিভিন্ন শহরে।
পুরো বিষয়টি তদন্ত করতে জার্মানি তার শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে। গত শুক্রবার জার্মানি এবং ফ্রান্স, যুক্তরাষ্ট্রের সাথে গোয়েন্দা নজরদারি বিরোধী একটি চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্য, নজরদারির ঘটনা জানাজানি হলে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামাকে জানান। বারাক ওবামা মেরকেলের ফোনে নজরদারির ঘটনা জানতেন না বলে জানান। তিনি এসবের জন্য দু:খ প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে এ ঘটনা জার্মান যুক্তরাষ্ট্র সম্পর্কে চির ধরতে পারে।
©somewhere in net ltd.