![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রেলিয়ার মদের বোতলে হিন্দু দেবতা গণেশ ও লক্ষ্মীর ছবি লাগানোয় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দুরা। খবর দি টেলিগ্রাফের।
সম্প্রতি অস্ট্রেলিয়াতে ব্রিওয়েরি নামের একটি বিয়ার বাজারজাতকারী কোম্পানি তাদের বোতলে হিন্দু দেবদেবী ছবির যুক্ত করে। বিষয়টি সেখানে বসবাসকারী হিন্দু জনগোষ্ঠী ভালো ভাবে মেনে নিতে পারেনি। তারা একে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সামাজিক সংগঠন এর প্রতিবাদ করে প্রথমে। ইউনিভার্সাল সোসাইটি অব হিন্দুস নামের ওই সংগঠন মদের বোতল থেকে দেবদেবির ছবি সরানোর দাবি জানায়। তারা বলেন ব্যবসায়ীক লোভে দেবদেবীর পবিত্র ছবি বিয়ার বোতলে লাগানো উচিত নয়।
সংগঠনের সভাপতি রাজন জেড বলেন, ভগবান গণেশ ও ভগবতী লক্ষ্মী ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দু ধর্মাবলম্বীর কাছে গভীর শ্রদ্ধা ভক্তিতে মন্দিরে ও বাসগৃহে পূজিত হয়ে থাকেন। শ্রদ্ধা ভক্তির এমন দর্শনকে মদের বোতলে দেখানো কারো কাছে গ্রহণ যোগ্য হতে পারে না।
ইন্ডিয়ান-অস্ট্রেলিয়ান এসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস শাখা ঘটনাটিকে নোংরা এবং হিন্দু ধর্মকে সস্তা হিসেবে চিত্রিত করেছে বলে উল্লেখ করে। তারা বলেন, যদি মদের বোতল থেকে ছবি না সরানো হয়, তবে ব্রুকভেল ইউনিয়নের ব্রিওয়েরির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো।
এদিকে ব্রুকভেল ইউনিয়ন ব্রিওয়েরি বলেছে, তারা মদের বোতল থেকে দেবদেবী ছবি পরিবর্তন করার কথা বিবেচনা করবে। তারা দেবদেবীর ছবি কারো ধর্ম বিশ্বাসকে অপমান করার উদেশ্যেব্যবহার করেনি বলে উল্লেখ করে। বিয়ার পানে এশিয়ান ফ্লেবার পাওয়া যাবে, আর এশিয়ার বৃহত্তম ধর্ম হিন্দুইজম এমনটা ভেবেই দেবদবির ছবি লাগানো হয়েছে। কোম্পানির অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
লোডশেডিং বলেছেন: সহমত। আপনার সুচিন্তিত মত পোস্ট প্রতি চাই।
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মদন বলেছেন: দু:খজনক এবং অনৈতিক
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
লোডশেডিং বলেছেন: মদন বলেছে আপনিও কিছু বলেন। আপনি তো আর মদন না। আপনার নিশ্চয় একাট স্বতন্ত্র ভাবনা আছে, সত্তা আছে। নাকি নাই।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
দিশার বলেছেন: মদ তো হিন্দু ধর্মে নিষিদ্ধ কিছু না ! বরং দেব দেবতা রা নিয়মিত সুরা পান করতেন .হিন্দু বইলা বিশাল কোন দাঙ্গা হইল না , আমাদের আরবের বিশেষ কারো "ছবি" বা নাম হইলে মদের বোতলে, আজকে সারা বিশ্বে "শান্তি" প্রিয় দের তান্ডব টের পাওয়া যাইত . বাংলাদেশ য়ে অন্তত কয়েক হাজার মানুষ অকারণে মরত . যাক শিয়াল এর লেজ দিয়ে কান না চুলকাই .
১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
লোডশেডিং বলেছেন: সরি মদ হিন্দু ধর্মেও নিষিদ্ধ। অনেকে হিন্দু ধর্মের ব্যঙ্গ করে বলে দেব দেবিরা মদ খায়। এটি একটি অসত্য তথ্য। হিন্দুদের কোনো ধর্ম গ্রন্থে মদ খাওয়ার উপদেশ দেয় নাই। সত্যি কথা বলতে কি কোনো ধর্মই মদ খাওয়ার পরামর্শ দেয় না।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: সহমত দিশার। যাক শিয়াল এর লেজ দিয়ে কান না চুলকাই .
৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: দিশার নামেরে এই কীট টার সমস্য কি, হারামীটারে কি মুসলমান নামের কেউ বোংগা বোংগা দিছে নাকি?
১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
লোডশেডিং বলেছেন: ভাই কপোতাক্ষ। অন্যর মন্তব্য নিয়ে ঝগড়া করবেন না। পোস্টের ওপর আপনার সুচিন্তিত মত চাই। প্রতিবাদের ভাষায় যেন গালি না থাকে। তবে ব্লগার দিশার আপনার পরিচিত কেউ হলে গালিতে আমার কোনো আপত্তি নাই।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: দিশার নামেরে এই কীট টার সমস্য কি, হারামীটারে কি মুসলমান নামের কেউ বোংগা বোংগা দিছে নাকি?
৭| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯
দিশার বলেছেন: কপোতাক্ষ , হারপিক দিয়া দাত মাজিস .
৮| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪০
দিশার বলেছেন: সুরা পান হিন্দু ধর্মে নিষিদ্ধ কই পাইসেন? ভারতে তো কারো মুখে শুনলাম না। দেখলাম বাপ বেটা একসাথে মদ খাচ্ছে। ক্রিষ্টান দের তো উত্সাহ দেয়া আসে ওয়াইন এর বেপারে। আপনে কি পালেন সব ধর্মে নিষিদ্ধ?
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩০
লোডশেডিং বলেছেন: সব ধর্মের লোক কম বেশি চুরি বাটপারি মিথ্যা কথা বলে তাই বলে কি সব ধর্মে চুরি বাটপারি মিথ্যা বলার স্বীকৃতি আছে কি ভাই। আপনার বলা উচিত ধর্মের বাইরে গিয়ে এসব হীন কাজ লোকে করে।
৯| ২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৮
ময়ূখ বলেছেন: ভাই..বোতলে নাম লেখা আছে দেখেন - জিনজার বিয়ার...এইটা বিয়ার না...০% এলকোহল...যারা এলকোহল খায়না বাট সোশ্যাল গ্যাদারিংয়ে যায় তারা এইটা খায়..ধন্যবাদ...
২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮
লোডশেডিং বলেছেন: বিয়ার হচ্ছে শ্যাম্পেনের ছোট ভাই। কোনটা কি এটা জানি। এসবকেই মদ জাতীয় পণ্য হিসেবে ধরা হয়। নাম ভিন্ন। কাজ এক। আর আপনার কথা যদি সত্য হতো। তবে জিনজার বিয়ার বাংলাদেশে প্রকাশ্যে এনার্জি ড্রিংকের মত বিক্রি হত।
১০| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
ময়ূখ বলেছেন: ভাই...গুগল নামে একটা জিনিস আছে, ইউজ করেন...lol
২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
লোডশেডিং বলেছেন: বিয়ার এর বাংলা কি আপনি গুগুল দেখে বলেন।
১১| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
তামিম ইবনে আমান বলেছেন: লিসানি ভাইকে দেয়া আপনার রিপ্লাই টা ভালো লাগলো না। কারো কমেন্ট কপি করা মানে হলো, তার মন্তব্যে সহমত জানানো। এতদিন ব্লগিং করেও যদি এটা না জানেন তাহলে আর কিছু বলার নেই।
২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
লোডশেডিং বলেছেন: ব্লগিং এর নিয়ম কানুন তৈরি করলো কে? সহমত বললেই তো লেটা চুকে যায়। কারো মন্তব্য কপি করে নিজে কিছু না বলা অলস প্রকিৃতির কমেন্ট। সেটার সমালোচনা কি অনুচিত।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩
মদন বলেছেন: দু:খজনক এবং অনৈতিক