![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রংধনু আকাশে দেখি। রংধনু পাহার নিয়েও সংবাদ আছে। এবার আসুন রংধনু গাছ সম্পর্কে জানি। প্রবাদ আছে এক অঙ্গে কত রং ধর হে। রংধনু গাছে একেক সময়ে একেক রং ধরে। গাছটির নাম ইউক্যালিপটাস ডেগলুপ্টা, মিনডানাও গাম অথবা রেইনবো গাম। এই গাছ গুলোর গন্ধ অন্য ইউক্যালিপটাস গাছের মত নয়। রংধনু গাছের বাকল বিভিন্ন রং এর হয়ে থাকে। সারা বছর ধরেই গাছের বাকলে নানা রং এর কষ উৎপন্ন হয়। যে কারণে গাছটি বিভিন্ন সময়ে বিভিন্ন রং দেখায়। গাছে গুড়িতে এই রং এর আধিক্য বেশি দেখায়। সারা বছরই এই গাছ সজীব থাকে।
এদের উচ্চতা ৬০ থেকে ৭৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। বছরে ৮ ফুট বেড়ে থাকে। গাছ গুলো পাশে(ব্যাস) ২৪০ সেন্টিমিটার চওড়া হয়। এ গাছ থেকে কাগজ তৈরি করা হয়। সৌন্দর্য বর্ধক হিসেবে এর চাষ করা হয়।
এই প্রজাতি গাছ গুলো ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে পাওয়া যায়।
অন্য একটি পোস্ট ভীতিকর কেক
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৭
লোডশেডিং বলেছেন: আপনার ভালো লাগায় ধন্যবাদ।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২০
শ্যামল জাহির বলেছেন: রংধনু গাছ এই প্রথম দেখলাম!
ভাল লাগা পোস্টে।
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৮
লোডশেডিং বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল। এই অজানা ভাল জিনিসটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
লোডশেডিং বলেছেন: অাপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ওহ মাই গড !