নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

সিগারেটে ক্ষুব্ধ সৌদি যুবক তালাক দিলো স্ত্রীকে !

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

স্ত্রী'র কাছে সিগারেট পাওয়ায় ক্ষুব্ধ সৌদি যুবক তালাক দিলো তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তাদের বিয়ের বয়স হয়েছিলো তিন মাস। খবর সৌদি দৈনিক ওকাজের।





স্ত্রীর পরিবার সূত্রে বলা হয় মহিলার স্বামী হঠাৎ সিগারেট খুঁজে পাওয়া ক্ষুব্ধ হোন। মহিলা ধূমপান করেন না। সিগারেট তার নয়। এসব বললেও ক্ষুব্ধ স্বামীর সিদ্ধান্ত বদল করতে পারেনি। তালাকের কারণ সিগারেট হওয়ায় সৌদি সমাজে সমালোচিত হোন ওই যুবক। পুরো সত্য না জেনে এমন সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি বলে মনে করেন তারা।



উল্লেখ্য সৌদি আরবে ছয় লক্ষর মত মহিলা ধূমপান করেন। ধূমপায়ীদের মধ্যে বেশির ভাগ টিন এজ তরুণী ও হাইস্কুল পাশ স্টুডেন্ট।



উল্লেখ্য সৌদি আরবে ধূমপান নিয়ে সেখানকার বিচার বিভাগের রুল আছে। ২০১২ তে সে রুলে সৌদি বিচারক বলেন, যদি কোনো মহিলা স্বামীর ধূমপানে কষ্ট পান তবে তিনি স্বামীর বিরুদ্ধে আাদলতে তালাক প্রস্তাব দিতে পারে। একই সুবিধা স্ত্রীর বিরুদ্ধে স্বামীও পাবে।



আরেকটি রুলে বলা হয় যদি কোনো পিতা বা মাতা ধূমপায়ী হয় তবে সন্তানের হেফাজত অধূমপায়ী বাবা বা মায়ের কাছে চলে যাবে। সম্প্রতি সিগারেটকে মদের মত বিবেচনা করছে সৌদি আদালত।





দুদিন মৃত থেকে জীবিত হলো শিশু !



কুকুরের জন্য পেনশন !

কবর প্রথা ভাঙার ঘোষণা জাপান সম্রাটের !

ধর্ষণ মন্তব্যর প্রতিবাদে মিনিস্কার্ট সমাবেশ

রংধনু গাছ

ভারতীয় বিষয়বস্তু বেশি দেখানোয় জরিমানা !

মেরে ফেলো চীনের প্রত্যেককে









মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

এম আর ইকবাল বলেছেন:
ওদেশে খুব সামান্য কারণে স্বামীরা তালাক দেয় , সে সাথে অবশ্য যথেষ্ট ক্ষতিপূরণ দেয় (দেনমোহর ইত্যাদি) ।
টাকার কুমিরতো ।
নারী তাদের কাছে পণ্যের মতো ।
ভালবাসা , সে তো দূর কল্পনা ।
ওটি কি জিনিষ তারা জানে না ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

ফরিদ আলম বলেছেন: ধন্যবাদ। সৌদি সহীহ অর্থেই নারীদের অধিকার দিতে পেরেছে। স্বামী সিগারেট খেলে স্ত্রী 'খুলাহ' করতে পারে এটা ছোট মোট ব্যাপার নয়। আর আমাদের দেশে মার খেয়ে মরে গেলেও নারীদের পক্ষে তালাক হয়ে ওঠেনা। আধুনিক নারীদের কথা বলছিনা সাধারণ মেয়েরা তালাক কথাটা চিন্তাও করেনা সারা জীবন কষ্টে থাকে, মার খায়, অত্যাচারিত নির্যাতিত হয় তারপরেও তালাক নেইনা। এর থেকে সৌদি অনেক ভালো কারণ সেখানে এসব ব্যাপারে সঠিক বিচার নারীরা পাই।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

ঢাকাবাসী বলেছেন: কি মারাত্মক! আপনার লেখার উপরের ছবিটা একটা চীনা হোটেলের, বিষয় বুঝলুমনা!

২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩

লোডশেডিং বলেছেন: এই হোটেলের ছবি আমি এই পোস্টে দেই নি। আপনা আপনি এসে গেছে। এটা মডারেশন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। আর এটা হোটেলের ছবি না। এটা একটি হাসপাতালের ছবি।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

তামিম ইবনে আমান বলেছেন: আপ্সুস। তবে বাংলাদেশের ৫০% মানুষ ঝামেলার জন্য ডিভোর্স দেয় না। টাকার চিন্তা+ সামাজিক ঝামেলা ;)

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

বেকার সব ০০৭ বলেছেন: এম আর ইকবাল বলেছেন:
ওদেশে খুব সামান্য কারণে স্বামীরা তালাক দেয় , সে সাথে অবশ্য যথেষ্ট ক্ষতিপূরণ দেয় (দেনমোহর ইত্যাদি) ।
টাকার কুমিরতো ।
নারী তাদের কাছে পণ্যের মতো ।
ভালবাসা , সে তো দূর কল্পনা ।

ওটি কি জিনিষ তারা জানে না ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৪

রামন বলেছেন:

এতকাল শুনে এসেছি পশ্চিমারা জাঙিয়া পরিবর্তনের ন্যায় জীবন সঙ্গী/ সঙ্গিনী পরিবর্তন করে এখন দেখছি সেই ধারা আরব দেশগুলোতে চলে এসেছে। এরা পশ্চিমাদের সব কিছুই অনুসরণ করলে কি হবে সভ্যতা ও মানবতা থেকে দুরেই রয়ে গেছে।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: বহুগামিতাকে প্রশ্রয় দেবার কারনে এদের পারিবারিক বন্ধন কিছুটা শিথিল।

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১১

লোডশেডিং বলেছেন: এটা বলা যায় না।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৭

েবনিটগ বলেছেন: আরেকটি রুলে বলা হয় যদি কোনো পিতা বা মাতা ধূমপায়ী হয় তবে সন্তানের হেফাজত অধূমপায়ী বাবা বা মায়ের কাছে চলে যাবে।

kothatar mane ki bujhlam na

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪

লোডশেডিং বলেছেন: কথাটা আইনী যে করণে এই প্যাচ মারা কথাটা বুঝতে পারছেন না। বিষয়টি হচ্ছে যদি ধূম পায়ী বাবা অধূমপায়ী মা হয় তবে সন্তনের হেফাজত অধূমপায়ী মা করবে। বিপরীত দিকে যদি ধূমপায়ী মা অধূমপায়ী বাবা হয় সেক্ষেত্রে অধূমপায়ী বাবা সন্তানের হেফাজত পাবে। এই পুরো বাক্যটা যদি এক বাক্যে লিখতে যান তখন ওপরের কথাটা দাড়ায়। এবার নিশ্চয় বোঝা গেছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

আনোয়ার ভাই বলেছেন: সৌদিয়ানদের কথা বলে লাভ নেই। তারা এ পৃথিবীর এক আজব চিড়িয়া।

০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩

লোডশেডিং বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.