![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৮ প্রপেলার একটি দৃষ্টিনন্দন হেলিকপ্টার তৈরি করলেন জার্মান প্রকৌশলী গণ। তবে বিদ্যুৎ চালিত হেলিকপ্টারটি নাম রাখা হয়েছে ভলোকপ্টার । প্রথম দর্শনই এটি নজর কারে পাশ্চাত্যের প্রযুক্তি প্রেমিকদের। তিন জন জার্মান প্রকৌশলীর মিলিত শ্রম এই বৈদ্যুতিক হেলিকপ্টার। এরা হলেন স্টিফেন উলফ থমাস সেনকেল , আলেকজেন্ডার জোসেল। স্টিফেন উলফ একজন সফটওয়ার প্রকৌশলী। তিনি ভলোকপ্টারটির নকশা করেন। ভলোকপ্টারে ১০০ কেজি ওজনের ব্যাটারি রয়েছে। পুরো চার্জে ভলোকপ্টার দুজন যাত্রী নিয়ে ঘণ্টায় ৭০ কিমি বেগে ছুটতে পারে। ভলোকপ্টারের ওজন ৩০০ কেজি। বর্তমানে এটি ২০ মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে।
প্রথম পরীক্ষায় ২০ মিটার উঁচু পর্যন্ত উড়ায় উৎসাহিত হোন এর প্রকৌশলীরা। হালকা কার্বনের ফ্রেম দিয়ে তৈরি হয় ভলোকপ্টারে প্রপেলার। আধুনিক নেভিগেশন যুক্ত করা হয় এতে। ভলোকপ্টার নির্মাণে খরচ হয়েছে ৪ মিলিয়ন ইউরো(৫৪ লাখ ডলার)। তবে এ দাম কমে যেতে পারে । । ই ভলোর প্রধান নির্বাহী স্টিফেন উলফ বলেন, এক সময় মানুষ গাড়িতে ভ্রমণ করতে চাইবে না। তারা চাইবে কোনো এয়ারক্রাফটে চড়ে ভ্রমণ করতে। সাধারণ হেলি কপ্টারে উড়া কঠিন, কিন্তু ভলোকপ্টারে উড়া পাইলটদের জন্য সহজ এবং খরচ কম।২০১৫ সাল নাগাদ এটি বাজারে আসতে পারে বলে জানিয়েছে এর প্রকৌশলীরা।
পূর্বেকার পোস্ট
দুদিন মৃত থেকে জীবিত হলো শিশু !
ধর্ষিত মেয়ে ফ্যাস্টিটদের এজেন্ট: অরুন্ধতি !
মঙ্গলের উল্কাপিন্ত থেকে আলো ঝরছে
দুদিন মৃত থেকে জীবিত হলো শিশু !
সিগারেটে ক্ষুব্ধ সৌদি যুবক তালাক দিলো স্ত্রীকে !
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৭
লোডশেডিং বলেছেন: বাংলাদেশিরা সব পারে। এটাতো আমি জানি।
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখতে তো ভালোই তবে বেশ হালকা মনে হলো। এটা যদি বানিজ্যিক ভাবে বাজারে আসে তাহলে এটা কতখানি সফলতা অর্জন করবে তা ভেবে দেখবার বিষয়।
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৯
লোডশেডিং বলেছেন: সফল হবে । কারণ এটাতে চড়ার খরচ কম।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৩
শফিউল আলম চৌধূরী বলেছেন: অপেক্ষা ২০১৫ এর।
আপনার লেখাটি ভাল লাগল, অনুরোধ করব আমাদের টেকনোলজি ব্লগে শেয়ার করবার জন্য।
http://techblog.com.bd/
https://www.facebook.com/groups/BanglaTechBlog/
ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭
লোডশেডিং বলেছেন: লিংক গুলো ভালো। পড়ব। ধন্যবাদ। আপাতত সামহোয়ারই লিখব।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৮
খেয়া ঘাট বলেছেন: ২০১৫ সাল নাগাদ এটি বাজারে আসতে পারে বরে জানিয়েছে এর প্রকৌশলীরা।
দেখা যাক ।
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫
লোডশেডিং বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬
ঢাকাবাসী বলেছেন: ভাল জিনিস, বাজারে আহুক, কিনা ফালায়া চিটাগাং- ঢাকা করন যাইব!
২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৪
লোডশেডিং বলেছেন: আপনারতো অনেক পয়সা। এতকিছু কিনবেন।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
ঢাকাবাসী বলেছেন: আপনার ৫ নং কমেন্টের উত্তরের উত্তরে বলছি, এসব কমেন্ট শুধুই ফান, এগুলো সিরিয়াসলি নিলে কষ্ট পাব। পয়সার কোন প্রসংগ এখানে আনা হয়নি প্লিজ। ধন্যবাদ। ভাল থাকবেন।
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:০০
লোডশেডিং বলেছেন: ঢাকাবাসী ভাই আমি তো আফনার সাথে সেই ফানই করলাম। কিন্তু এখন তো দেখছি আফনে বিষয়টা সিরিয়াসলি নিয়েছেন। ৫ নং কমেন্টের জন্য সরি।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
নীল ভোমরা বলেছেন: এই ক্যারিশমা বহু আগেই এ'দেশের কারিগর-রা করে দেখিয়েছে।...... ব্যাটারী চালিত রিক্সা জার্মান প্রকৌশলীরা কখনও ভাবতেও পারবে না! হেলিকপ্টার-তো কোন ছাড়!...শুভকামনা!