নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর পুরাতন পায়খানার সন্ধান !

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭





এই সেই প্রাপ্ত ফসিল, এগুলো সেই প্রানিদের মল



আর্জেন্টিনার লা রোজা প্রদেশে প্রাচীন ডায়নোসর যুগের পায়খানার সন্ধান পেয়েছে প্রত্নতাত্তিক এক দল গবেষক। বলা হচ্ছে ২৪০ মিলিয়ন(২৪ কোটি) বছর পুরানো ওই পায়খানা এর আগে সন্ধান পাওয়া পায়খানার গুলোর চাইতে সবচেয়ে পুরানো।





মলের বিভিন্ন রং ও আকৃতি।



পায়খানাটি সে যুগের গণ পায়খানা। বহু প্রজাতির বিশেষ করে গণ্ডার জাতীয় প্রাণী এক সাথে মল ত্যাগ করতো। বিষ্ঠা গুলোর বিভিন্ন রংয়ের। কোনো কোনোটির রং সাদা -ধূসর ও বাদামী-বেগুনী। আকার মাংসের কিমার মত ও উপবৃত্তাকার। বিষ্ঠাগুলোকে বিজ্ঞানীরা বলছেন কোপরোলিটস। খণ্ড খণ্ড মল গুলোর প্রতিটি ৪০ সেমি চাওড়া। ওজন কয়েক কেজি হবে। এরকম সাতটি বড় মলের টুকরা এক সাথে পাওয়া গেছে।



যুগের রেপটাইলদের বিষ্ঠা ও গণ্ডারদের বিষ্ঠা সন্ধান কৃত স্থানে জমা হতো। পায়খানায় হতে প্রাপ্ত প্রাণীদের বিষ্ঠা ফসিল আকারে মাটির সাথে মিশে রয়েছে। এ ধরনের ফসিলের সংখ্যা হাজার। বিজ্ঞানীরা বলছেন এই বিষ্ঠা গুলোর মধ্যে থেকে সে আমলের প্রাণীদের রোগ ও নিরামিষ আহারের কথা জানা যাবে। সে ধরনের আলামত রয়েছে এসব বিষ্ঠাতে।



শিল্পীর দৃষ্টিতে সেই কাল্পনিক পায়খানা



পূর্বেকার পোস্ট



দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন পীযুষ চাওলা

গর্ভবতী বরের বিয়ে !

আলোর গতির সমান ন্যানো ক্যামেরা !

বিদ্যুৎ চালিত হেলিকপ্টার ওরফে ভলোকপ্টার আসছে আগামীতে !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ঢাকাবাসী বলেছেন: আমি ভেবেছিলুম প্রাচীন দেযালঘেরা বাথরুম এ যে দেখছি ...!!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২০

লোডশেডিং বলেছেন: মল ত্যাগ করার স্থান দেযাল ঘেরা হবে মানুষের জন্য। পশু পাখিদের জন্য নয়। মন্তব্যর জন্য ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭

ঠগী বলেছেন: পুরাতন পায়খানা। মানুষেরটা জানালে ভালো হত।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২২

লোডশেডিং বলেছেন: মানুষেরটা আপনি জানান। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.