![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সেই হার্ট যা রোগীর দেহে বসানো হয়েছে
কৃত্রিম হৃদযন্ত্রের সফল প্রতিস্থাপন করেছে ফ্রান্স। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করে ফরাসী সরকারের স্বাস্থ্য মন্ত্রী মারিসোল টোরানি। গত ১৮ ডিসেম্বর বুধবার এক পুরুষ রোগীর দেহে অস্ত্রোপচার মাধ্যমে এই কৃত্রিম হৃদযন্ত্রটি প্রতিস্থাপন করা হয়। পুরো অস্ত্রোপচারটি অত্যন্ত দক্ষতার সাথে সুচারু ভাবে সম্পন্ন হয়। রোগী এখন আইসিউতে। সেখানে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানায় ফরাসী চিকিৎসকরা। কৃত্রিম হৃদযন্ত্রের এটাই প্রথম সফল প্রতিস্থাপন বলে খবরে বলা হয়। প্যারিসের জর্জ পম্মিডু হাসপাতালে নজিরবিহীন এই ঘটনা ঘটে। তবে অস্ত্রোপচার পুরো সফল কিনা সে সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাসপাতালের প্রধান মার্সেলো কনভিটি। তিনি বলেন রোগী এখনো নিবির পর্যবেক্ষণে রয়েছেন। সার্বক্ষণিক তার অবস্থা নিরীক্ষা করছেন একাধিক চিকিৎসক।
কৃত্রিম হৃদযন্ত্রটি বানিয়েছে নেদারল্যান্ড ভিত্তিক ইউরোপিয়ান এরোনটিকস ডিফেন্স এণ্ড স্পেস কোম্পানি । বায়োলজিক্যাল উপাদান ও সেন্পর দিয়ে তৈরি করা হয়েছে এই কৃত্রিম হৃদযন্ত্র। এটি একটি সুস্থ স্বাভাবিক হৃদযন্ত্রের চাইতে তিন গুন ভারী। ঘড়িতে ব্যবহৃত ব্যাটারির মত ক্ষুদ্র লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তিতে হৃদযন্ত্রটি চলবে। এর আয়ুকাল ধরা হয়েছে ৫ বছর।
এই সেই হাসপাতাল যেখানে অপারেশন হয়
মি. কনভিটি বলেন, এটি সফল হলে আগামীতে আসল হৃদযন্ত্রের জায়গা দখল করে নেবে কৃত্রিম হৃদযন্ত্র। হৃদযন্ত্র নষ্ট হয়ে গেছে এমন বহু অসুস্থ মানুষ একজন হৃদযন্ত্রের ডোনার(দাতা) খুঁজে না পেয়ে মারা যান। এই যন্ত্র তাদের মনে আশা জাগাবে। শল্যচিকিৎসক এলিয়ান কারপেন্টার বলেন, হৃদরোগীকে একটি সুন্দর স্বাভাবিক সামাজিক জীবন দেবে নতুন এই সৃষ্টি। কৃত্রিম হৃদযন্ত্র পূর্বের চেয়ে সচল হবে বেশি এবং ক্লট জমবে কম। এই অস্ত্রোপচার করতে সবমিলিয়ে খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাউণ্ড।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ফরাসী স্বাস্থ্যমন্ত্রী (বামে)
কারমাট বায়োলজিক্যাল ফার্মের মতে কৃত্রিম হৃদযন্ত্র লাগানোর মত এক লক্ষ রোগী শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আছে। ২২ বিলিয়ন ডলারের মার্কেট রয়েছে আমেরিকা ও ইউরোপ মিলিয়ে।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
লোডশেডিং বলেছেন: মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ আনারুল ভাই।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
নীল ভোমরা বলেছেন: গুড নিউজ!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৮
লোডশেডিং বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
ছেড়া পলিথিন বলেছেন: খরচ তো অনেক বেশি.।.।।যদিও খবরটা ভাল
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
চারশবিশ বলেছেন: কয়েকটা প্রশ্ন
১। কৃত্রিম হৃদযন্ত্রে হার্ট এটাক হবে কি না
২। হার্টে ব্যাথা হবে কি না
৩। মানুষ হৃদয় দিয়ে ভালবাসে সেটা হবে কি না
দেখলাম হার্টটা অনেক মজবুত তার মানে গুলি বা ছুরি দিয়ে কেউ কিছু করতে পারবেনা হয়তো ভবিষ্যতে দেখব বুলেট প্রুফ হার্ট
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো তো।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৩
ঢাকাবাসী বলেছেন: ভাল জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৭
লোডশেডিং বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার তথ্য জানানোর জন্য ধন্যবাদ লোডশেডিং