নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

শব্দবিহীন মোটর সাইকেল !

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২



ছবিতে বর্তমানের হাউব্রিড মোটর সাইকেল।



মোটর সাইকেল বা হোন্ডা বলতে আমাদের চোখে ভেসে ওঠে নানা মডেলের নানা গতির মোটর সাইকেল।ভো ভো শব্দ করে ক্ষিপ্র গতিতে দৌড়বে মোটর সাইকেল। এ পর্যন্ত যত মোটর সাইকেলের কথা শুনেছি সে গুলো এমনই।



অবাক করার বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মোটর সাইকেলের এই চির চেনা রূপ বদলাতে যাচ্ছে। তারা এমন এক মোটর সাইকেল তৈরি করার অর্ডার দিয়েছে যেটি চলবে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু কোনো শব্দ হবে না। একে তারা স্টিলথ মোটর সাইকেল বলছে। যুদ্ধক্ষেত্রে শত্রু কে বিনা শব্দে ঘায়েল করার জন্য এই মোটর সাইকেল ব্যবহার করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।



পেন্টাগনের ডিফেন্স এডভান্স রিসোর্স প্রজেক্ট এজেন্সি এই মোটর সাইকেল নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করার অনুমোদন পেয়ে গেছে। শব্দ বিহীন এই মোটর সাইকেল নির্মাণে তারা ভার্জিনিয়া ভিত্তিক একটি কোম্পানি লোগোস টেকনোলজিকে দায়িত্ব দেয় হয়েছে। লোগোস পার্টনার কোম্পানি বিআরডি এ কাজের দায়িত্বে সহযোগিতা করবে বলে জানিয়েছে। এর মধ্যে বিআরডি হাইব্রিড মোটর সাইকেলের অনেক গুলি নকশা তৈরি করেছে। পেন্টাগনের কাছে এর একটি তালিকা তুলে দিয়েছে। বিআরডি রেডসিফট নামের হাইব্রিড মোটর সাইকেল রয়েছে। সেটি ৪০ হর্স পাওয়ার ওজন ২৫০ পাউন্ড(প্রায় ১২৫ কেজি) । যুক্তরাষ্ট্র সেনাবাহিনী জন্য যেটি বানানো হবে সেটি আরো শক্তি শালী হবে বলে জানিয়েছে।



স্টিলথ মোটর সাইকেল বৈশিষ্ট্য হলো। এটি যখন ইলেকট্রিক মোডে চলবে, তখন এতে কোনো শব্দ হবে না। মোটরসাইকেলটি যখন ডিজেলে চলবে তখন আওয়াজ হবে। কিন্তু সেটি সামান্য। হাইব্রিড এই মোটর সাইকেল ডিজেল ও বিদ্যুৎ শক্তি দুই ব্যবহার করে চলতে পারবে। একটি সাধারণ মোটর সাইকেল ২৫ ফুট দূরত্ব অতিক্রমে ৯০ ডেসিবল শব্দ উৎপন্ন করে। কিন্তু একই দূরত্ব অতিক্রম কালে হাইব্রিড স্টিলথ মোটর সাইকেল এর চার গুণ কম শব্দ তৈরি করবে । মানে ২২.৫ ডেসিবলেরও কম শব্দ হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮

ফেরদাউস আল আমিন বলেছেন: ভাল লিখেছেন, তবে একই লেখা দুবার চলে এসেছে

২| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: আর কত কি দেখব।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩১

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন সুন্দর পোষ্ট, এক লেখা দুবার এসেছে, আগেও একজন বলেছেন, ঠিক করুন।

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৭

লোডশেডিং বলেছেন: ঠিক করা হয়েছে।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: মোটর সাইকেল বা হোন্ডা বলতে আমাদের চোখে ভেসে ওঠে নানা মডেলের নানা গতির

হোন্ডা মানেই মোটর সাইকেল না। হোন্ডা একটা জাপানিস অটোমোবাইল কোম্পানি। যেমন কাওয়াসাকি বাজাজ।

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৬

লোডশেডিং বলেছেন: ভাই বিষয়টা আমিও বুঝি কিন্তু অনেক পাঠক এটা বোঝে না। আমাদের এলাকার অনেকেই মোটর সাইকেলকে হোন্ডা বলে। এদের জন্য এটা লেখা। হোন্ডা একটি মোটর সাইকেলের মডেল। আগে বাংলাদেশে মোটর সাইকেল বলতে হোন্ডাকেই বোঝাত। আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৭

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: কি হুনাইলেন আম্রে?

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

দি সুফি বলেছেন: হোন্ডা তো জাপানী মটর কম্পানী, যারা খালি মটরসাইকেল না, গাড়িও বানায়!

কথা হইল গিয়া, দাম কম হইলে আমিও একটা শব্দহীন মটরসাইকেল কিনতাম চাই B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.