![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিহারিরা কেনো এখনো বিহারি ? বেশ কয়েক বছর আগে বিহারিদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে খবরে জানি। পাকিস্তান এদের ফেরত নেবে না বলেই বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে একটি বিতর্কিত বিষয়ের অবসান ঘটানো হয়। সে হিসেবে বিহারি হিসেবে এখন আর কারো থাকার কথা নয়। তারপরও শনিবার বিহারিদের নিয়ে হতাহতের খবর শুনলাম। বলা হচ্ছে আতশবাজির ঘটনাকে কেন্দ্র করে বিহারিদের ওপর হামলা করেছে সেখানকার স্থানীয়রা। এতে ঘটনা স্থলে নিহত হয়ে ৯, ১০, অথবা ১১ জন। শবেবরাতের আতশবাজি পটকা ফাটানো নিষিদ্ধ। এটা বিভিন্ন গণমাধ্যমে ও এলাকায় এলাকায় মাইকিং করে প্রচার করার পরও বিহারি ক্যাম্পে কেনো প্রশাসনকে বৃধ্বাঙ্গুলি দেখিয়ে আতশবাজি ফোটানো হল তার রহস্য উন্মোচন করতে হবে। এটা সর্বজন বিদিত। বিহারি ক্যাম্পে এক শ্রেণীর দুর্বৃত্ত থাকে যারা সব সময় প্রশাসনের কথায় কোনো পাত্তা দেয় না। অনেকটা ডেম কেয়ার ভাব। মিরপুর থেকে বিহারি ক্যাম্পে উঠিয়ে দেয়া হোক। একদিকে এই বিহারিরা বাংলাদেশি হবার সুযোগ পাবে আরেক দিকে বিহারি সেজে মহম্মদপুরের মত একটি গুরুত্বপূর্ণ জায়গা বিহারি স্ট্যাটাসে দখল করে রাখবে এটা হতে পারে না। অবিলম্বে মিরপুর থেকে বিহারি ক্যাম্প উচ্ছেদ করা হোক। আজ প্রাণহানির যেসব ঘটনা ঘটলো এগুলোর প্রতি প্রশাসনের নজর থাকলে এমন ঘটনা ঘটত না।
১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৩৫
লোডশেডিং বলেছেন: ভারতীয় বাঙালী পশ্চিম বঙ্গের বাঙ্গালীদের বলে। বাংলাদেশের বাঙ্গালীদের বলে না। পশ্চিম বঙ্গের বাঙ্গালীদের ঘটি বলে সম্বোধন করা হয়। আর বাংলাদেশের বাঙ্গালীকে বাঙ্গাল বলে জানি। কোনো কিছুই উঠে না। মানুষের বিবেক বোধ জাগ্রত হলে এসব উঠে যায়।
২| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৮
ঢাকাবাসী বলেছেন: একমত নই। এদের কোন সরকারী চাকরী দেয়া হয়না, ভোটার করা হয়না ।এখনো এদের কেন বিহারী বলা হচ্ছে! কয়েক মিলিয়ন বাসস্হানহীন লোককে উচ্ছেদ করাটা এতো সোজা নয়! অবশ্য এদেশে অনেক কিছুই গায়ের জোরে করা হয়!
১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৪০
লোডশেডিং বলেছেন: সরকারী চাকুরি সবাই পায় না। এদের নাগরিকত্ব নিয়ে বহুদিন বিতর্ক ছিল। তাই সরকারি চাকুরি নিয়ে এ যুক্তি খাটে না। সব বিহারি বিহারি ক্যাম্পে থাকে না। যেমন সালমান এফ রহমানরা বিহারি ক্যাম্পে থাকে না। বিএনপি আওয়ামীলীগ করেন এমন অনেক বিহারির সরকারি চাকুরির প্রয়োজন হয় না। এমন অনেক বিহারি আছেন যারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে সরকারি চাকুরি করেছেন। অবসর নিয়েছেন।
৩| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বিহারিদের এখনো নাগরিকত্ব দেয়া হয়নি বলেই জানি।
এদেশের বিহারিরা নাগরিক না হয়েও এদেশে যে সুবিধা পায়, অন্যকোন দেশে এটা কল্পনাও করা যায় না। অতচ তারা ৭১এ গণহত্যায় জরিত ছিল।
উৎপাতকারি বিহারিদের দমন করার জন্য ব্যাবস্থা নেয়া উচিত।
১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৪২
লোডশেডিং বলেছেন: সরি আপনার তথ্যটা ঠিক নয়। অধিকাংশ বিহারিদের বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র দেওয়া হয়েছে।
৪| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৩
প্রেমিক চিরন্তন বলেছেন: উনারা নিজেদের বাংলাদেশী মনে করেন না।
বাংলাদেশের সর্ব বৃহত ওয়েড গাইড
৫| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:০১
এস এম আর পি জুয়েল বলেছেন: বাংলাদেশে থেকে বাংলাদেশী আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে তারা তাগো বাপের ভিটা পাকিস্তান যায় না ক্যান ?
১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭
লোডশেডিং বলেছেন: বাপে তাদের অস্তিত্ব স্বীকার করে না। তাই তারা বাংলাদেশে থাকে।
৬| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৬
রাজীব বলেছেন: বিহার রাজ্য তো ভারতে ।
নাকি পাকিস্তানে??
১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৪৬
লোডশেডিং বলেছেন: বহুকাল আগে তার সে রাজ্য ছেড়ে পাকিস্তানে থাকবার উদ্দেশ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে এসেছে। এ কারণে তাদেরকে অনেকে আটকে পড়া পাকিস্তানী বলে।
৭| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৩
ব্ল্যাকমেটাল বলেছেন: মিরপুরের বিহারী গোষ্ঠী আমাদের ক্ষমা করো !
আমরা বাংলাদেশীরা যাদের কে বিহারী নামে চিনি তারা ১৯৭১ এর আটকে পরা পাকিস্তানি বিহারীদের উত্তসূরিরা যদি ও মনে প্রাণে পাকিস্তানি আচার-অচরন কৃষ্টি-কালচারে বিশ্বাসী কিন্ত বিহারীদের নতুন প্রজন্ম তা মোটে ও মানতে নারাজ । স্বাধীনতার ৪৩ বছর যাবৎ বিহারীরা তাদের মাতৃভুমিতে ফিরে যাওয়ার আকুন অপেক্ষায় থাকলে ও নানা প্রতিকুলতার কারনে তা আজো সম্ভব হয়নি ।আমাদের দেশে প্রায় ৬৬টি বিহারী ক্যাম্প রয়েছে যে খানে একটি ঘরের ভিতর বাবা, মা, ছেলে-পুলে নাতি-নাতকুর সহ দশ বারো জন গাদা-গাদি করে থাকে মানবেতর ও হতঃ দরিদ্র তাদের জীবন।তার পর ও তারা অত্যন্ত আপ্যায়ন প্রিয় বেনারশি শাড়ীর ব্যবসার সুবাদে প্রায় মিরপুরের বিভিন্ন বিহারি ক্যাম্প এলাকায় যেতে হয় এবং অনেকের সাথে রয়েছে খুবই বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক । বিহারীরা প্রত্যেক শবেবরাতের রাতেই আঁতশ বাজ ফুটায় কখনো ই এমন জখন্যতম ঘটনা ঘটেনি । শোনা যায় মিরপুরের একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন যাবৎ যে কোন ষড়যন্ত্রের মাধ্যমে বিহারীদের উৎছ্বেদ করে ক্যাম্প এলাকা নিজ দখলের পায়তারা করছে তাই এ ঘটনা কি তার ই বঃহিপ্রকাশ ? নিড়ীহ ঘুমন্ত নারী ও শিশু সহ যারা ই এ ঘটনায় হতাহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই তার পর ও এঘটনায় হতাহতদের প্রতি রহিল সমবেদনা । এই ন্যক্কার জনক ঘটনার কি বা কাকে ই নিন্দা জানবো । আমাদের বাংলাদেশীদের তো এমন হওয়ার কথা ছিল না !
৮| ১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
মাইরালা বলেছেন: সাত কোটি বাঙ্গালীর হে গর্বিত জননী
রেখেছ বাঙ্গালি করে মানুষ কর নি।
ভয়ংকর জাতিবিদ্বেষ থেকে দূরে থাকার চেষ্টা করুন ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৭
রিফাত হোসেন বলেছেন: ভারতীয় বাঙালী থাকলে, বিহারী বাংলাদেশী হতে পারে। বিহারী জাতি গত নামতো উঠে যাবে না,তাই না?