নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

ফতোয়া বেআইনি: ভারতীয় সুপ্রিম কোর্ট

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪১

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ফতোয়াকে স্বীকৃতি দিলেও ভারতের সর্বোচ্চ আদালত ফতোয়াকে বেআইনি ঘোষণা করেছে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হয়েও ফতোয়াবাজিকে আইনি স্বীকৃতি দিল। অন্যদিকে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মতই ফতোয়াবাজিকে বিচার বর্হিভূত কাজ বলে মনে করে।



খবরে জানা যায়, কশ্মিরের মুজাফফরনগরের একটি ঘটনা, যেখানে শ্বশুরের কাছে ধর্ষিত হওয়ার পর স্বামীকে সন্তান হিসেবে মেনে নিতে ফতোয়া দেওয়া হয়েছিল। যার বিরুদ্ধে অ্যাডভোকেট বিশ্ব লোচন মদন একটি মামলা করেন সুপ্রিম কোর্টে। সে মামলা চলাকালীন সময়ে আদালত ফতোয়াকে বেআইনী ঘোষণা করেন।



সুপ্রিম কোট আরো বলে, ব্যক্তিগত ব্যাপারে ফতোয়ার মতো ধর্মভিত্তিক মত চাপিয়ে দেওয়া অনৈতিক। তাছাড়া এটি নাগরিকের মৌলিক অধিকার পরিপন্থী।' সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রমৌলি কে প্রসাদ এবঙ পিনাকি চন্দ্র ঘোষের বেঞ্চ ফতোয়ার বিরুদ্ধে আরও বলেন, মোঘল বা বৃটিশ শাসনামলে ফতোয়া কী ছিল না ছিল সেটা বড় কথা নয়, বড় কথা হলো স্বাধীন ভারতে এসব চলবে না।' সূত্র দৈনিক ইত্তেফাক



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: যেখানে শ্বশুরের কাছে ধর্ষিত হওয়ার পর স্বামীকে সন্তান হিসেবে মেনে নিতে ফতোয়া দেওয়া হয়েছিল।

.......এই ধরনের ফতোবাজদের জুতার মালা দিয়া রাস্তায় ঘোরানো উচিৎ

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩

লোডশেডিং বলেছেন: ঠিক ঠিক

২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০১

নীল আকাশ ২০১৪ বলেছেন: এই ফতোয়াবাজকে কুকুরের মল ভক্ষন করানো উচিত। ভারতের কোর্টের উচিত ছিল এই ফতোয়াবাজের বিচার আগে করা। তারপর ঐ শ্বশুরের।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪

লোডশেডিং বলেছেন: ঠিক ঠিক।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১০

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের কাজীদের এই সিদ্ধান্তের কথা প্রথম জানলাম । একই রাষ্ট্রে দুই নিয়ম , বেশ বেশ। সমাজে অবক্ষয় কেন গুরু রুপ নেয় বোঝা গেল । আগাম জামিনের সব কিছু সম্পন্ন করা থাকে এই কাজী সাব দের কল্যানে। injunction চান? মাল ছাড়ুন , হয়ে যাবে । কি বিচিত্র দেশ । ধন্যবাদ ভারতের বিচারক কে আরবিয় আইন আরবে পাঠানোর জন্য >

৪| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬

লোডশেডিং বলেছেন: বাংলাদেশের কাজীরা মৌলবাদীদের খুব ভয় পায়। কাজীদের জানের ভয় তো আছে। শপথে ভয়হীন বিচারের কথা যতই বলুক। বাস্তবতা ভিন্ন। এটা বুঝতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.