![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন তুমি কোথায়?
বারান্দাতে?
দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে
পথ ঘাট সব ধুয়ে মুছে গেছে
কোথাও ধুলি কনা নেই লেগে ,
অথচ !
আমার দুচোখে এত বৃষ্টি ঝরে
তবুও বুকে চাপা কষ্টগুলো
ধুয়েমুছে হয় নাকো একাকার ৷
এখন তুমি কোথায় ?
ছাদে ?
দেখো মুষলধারে বৃষ্টি শেষে
সাত রঙা রংধনু আকাশ কে
নববধূর সাজে সাজিয়েছে ,
অথচ !
বৃষ্টি শেষে আমার আকাশে
এখনো মেঘ জমে আছে
শুধু তুমি এলেনাকো বলে ৷
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: বৃষ্টি শেষে আমার আকাশে
এখনো মেঘ জমে আছে
শুধু তুমি এলেনাকো বলে
মেঘের থেকে বৃস্টিই ভাল
কবিতা সুন্দর হয়েছে।
শুভেচ্ছা রইল