![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কি তুমি স্বপ্ন দেখেছো
দেখোনি তো
একবার মুখ উঁচিয়েই দেখো
স্বপ্ন দেখার সেকি মজা
সে স্বপ্ন দেখে চলেছি আমি
আকাশের বুকে হেলান দিয়ে ৷
কখনো কি ভালোবেসেছো
বাসোনি তো?
একবার ভালোবেসেই দেখো
ভালোবাসায় সেকি মায়া
সে মায়ায় আমি বুঁদ হয়ে আছি
তোমার নাম তাই দিবানিশি জপি ৷
কখনো কি একা থেকেছো ?
থাকনি তো ?
একবার একা হয়েই দেখো
একাকীত্বের কি জ্বালা ?
সে জ্বালা বয়ে চলেছি আমি
বিশ্বভূমিতে অনাদিকাল ধরে ৷
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একবার একা হয়েই দেখো
একাকীত্বের কি জ্বালা ?
সে জ্বালা বয়ে চলেছি আমি
বিশ্বভূমিতে অনাদিকাল ধরে ৷ ’’--------------হুমম একা হবার জ্বালা ভীষণ ------- ভাল লিখেছেন