![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে যাই মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাই মনে করি, কারো কিচ্ছু আসে যায় না।
মামুরা,
অনেকেই বিড়ি খান আমি না দেইখাও সাক্ষি দিতে পারি। আর অনেকেই অনেক অনেক বার বিড়ি খাওয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ছাড়তে পারেন নি। এর ৩টা খুব কমন কারণ গুলা বললাম।
(আর বিড়ি খামু না, ঘোষনার পর)
কারণ ১- আইজ কোন ১ কারণে মন খারাপ। তাই বিড়ি খাইতেই হবে। ধরাইলাম ১টা। এই শুরু হয়া গেল আবার।
ফলাফলঃ আবার বিড়ি খোর।
কারণ ২- আইজ মন খুব ভাল। ভাল কিছু হইছে। সুখের চোটে আবার বিড়ি ধরাইলেন।
ফলাফলঃ আবার বিড়ি খোর।
কারণ ৩- আইজ কিছুই লাগতাছে না। মন ভাল ও না, খারাপ ও না। তাই কিছু ১টা লাগার জন্ন বিড়ি খাইতে হবে। বেস... শুরু হয়া গেল।
ফলাফলঃ আবার বিড়ি খোর।
দেখেন কমন পড়ে কিনা ? আমার করণ গুলা এগুলার মদ্ধেই সীলাবদ্ধ থাকে।
২| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:০৩
বৈকুন্ঠ বলেছেন: বিড়ি খাওয়া ২য় বারের মতন বাইন তালাক দিয়া ছাইরা দিছি জুন মাসের ১৫ তারিখ থেইকা। এর আগে একবার ছারান দিসিলাম ২০০৩ এ। সেইবার বছর চাইরেক আসিলাম না খায়া। তবে এইবার আমি আশাবাদি। আসলে দৃষ্টিভংগির পরিবর্তন প্রয়োজন। বিড়ির নেশা প্রাথমিকভাবে একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি, যা কিনা পরে শারিরিক নির্ভরশীলতায় পরিনত হয়। সুতরাং চাই সাইকো ট্রিটমেন্ট
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:০৫
লাবিব ইত্তিহাদুল বলেছেন: আমার ও তাই মনে হয়। মাস দুয়েক যাবত ছাড়ব ছাড়ব করতেছি। কিন্তু, উপরের ৩ কারণের কোন না কোনটা প্রতিদিন ই থাকে।
৩| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: বিড়ি নিয়া টয়লেটে যাই। কুইক রিলিজ
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:০৬
লাবিব ইত্তিহাদুল বলেছেন: হে হে, সকালে খালি পেটে বিড়ি টান দিয়া এই কাম না সারলে সারা দিন ই আমার ডর ডর লাগে। কখন যানি ডাক দেয়।
৪| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৬
মেকগাইভার বলেছেন: আমার তো তিনটাই কমন পড়লো ভাই।
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৭
লাবিব ইত্তিহাদুল বলেছেন: হে হে, পড়তেই হবে
৫| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:২১
বৈকুন্ঠ বলেছেন: ব্লগে এর আগে আরো ২ চার জনের লগে শেয়ার কর্সি। তারপরেও আবার কৈতাসি আমার প্রথমবার বিড়ি ছারার কাহিনি। একবার অনেকরাত পর্যন্ত ভদকা খায়া ভোরে কাজে গিয়া শরীর খারাপ হয়া যায় আমার। বাধ্য হৈসিলাম কাজ থেইকা বাসায় চৈলা আইতে। নিজের উপরে রাগ হৈসিল খুব। ভাবলাম নিজেরে একটা শাস্তি দিমু। তো কি শাস্তি? মদতো আর ডেইলি খাইনা। কাজেই ঐডা বাদ। বাকি থাকলো বিড়ির নেশা। শালা তুমার বিড়ি খাওন বন্ধ!!! দিলাম ছাইরা। আমার মনে হয় নিজের জন্য শাস্তি হিসাবে নেওয়ার কারনেই ধীরে ধীরে এইটার গুরুত্ব কৈমা যায় এবং আমি আবার ধূমপান শুরু করি।
এইবার ছারার কারনটা পুরা ভিন্ন। আমার একটা ছেলে আছে যার বয়স চার এবং সে তার মা'র সাথে ভিন দেশে থাকে। আমি প্রতিদিনই ফোনে কথা বলি ওর সাথে। একদিন ফোন করলাম। ওর মা ধরলো ফোন এবং বল্ল যে ছেলেটা নাকি স্কুল থেইকা ফেরার পর থেইকা বেশ কয়েকবার জিজ্ঞেস কর্সে আমি ফোন করসি কি না। ওর মা যখন জিজ্ঞাস করলো কি কারনে সে আমার ফোনের জন্য এতো ব্যাস্ত, তখন সে বল্লো যে আমার সাথে তার খুব জরুরী আলাপ আছে যা সে শুধু আমারেই কৈতে চায়। আমি ফোন করার পরে সে আমারে জিগাইলো আমি ধূমপান করি কিনা। আমি বাধ্য হৈলাম মিথ্যাকথা বলতে। ছেলে খুশি হয়া কৈল, পাপা তুমি যে সিগারেট খাওনা এইজন্য আমি খুব খুশি। কারন সিগারেট খাওয়া খুব খারাপ। সেইদিন থেইকা ধূমপানরে ঘৃনা করা শুরু কর্লাম। কিন্তু আমার বিশ্বাস ছিল যে বিড়ি ছাড়া বুঝি আমার প্রাতঃকৃত্য হৈবোনা। ঘটনার কয়েকদিন পরে ১৫ ই জুন সকালে ঘুম থেইকা উইঠা কৈলাম, যা থাকে কপালে, আইজ থেইকা নো বিড়ি। যেই কথা সেই কাজ। এখন বিড়ির প্রতি বিন্দুমাত্র টান নাই আমার।
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৪১
লাবিব ইত্তিহাদুল বলেছেন: যাক, আপনি তো আপনার ছেলে কে অনেক ভালবাসেন। এই জন্নেই পেরেছেন। কিন্তু, আমারে কে না করবে।
যাই হোক, আমিও ছাইড়া দিমু।
আপনার ছেলের ছবি শেয়ার করেন। দেখি ভাইস্তা কত বড় হইছে।
৬| ০৫ ই নভেম্বর, ২০১০ ভোর ৪:২৭
সপ্রতিভ বলেছেন: বিড়ি কাওয়া বালো না, ছাচতের কতি অয়
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৮
লাবিব ইত্তিহাদুল বলেছেন: চোকে চছমা লাগে
৭| ০৫ ই নভেম্বর, ২০১০ ভোর ৪:২৮
নষ্ট ছেলে বলেছেন: বিড়ি না খাইলে নাকি ইস্মার্ট হওয়া যায় না তাই কিছুদিন ইস্মার্ট হওয়ার চেষ্টা করছিলাম
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৯
লাবিব ইত্তিহাদুল বলেছেন: আনস্মার্ট হইয়া গেলেন নাকি আবার !!
৮| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:১৭
চতুষ্কোণ বলেছেন: তিনটাই কমন্পর্ছে
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৯
লাবিব ইত্তিহাদুল বলেছেন: পড়তেই হবে ... এটা পরিক্ষীত
৯| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:২৭
ইভা লুসি সেন বলেছেন: শালার এই বিড়িখোড় পেটের খবর জানল কেমতে?
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪১
লাবিব ইত্তিহাদুল বলেছেন: চিন্তায় ফালায় দিলেন ... তাইতো , কেমটে যানলো ...
১০| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:২৭
জিসান শা ইকরাম বলেছেন: আমি কখনো চেষ্টাই করিনি বিড়ি ছেড়ে দেবার।
ছেড়ে দেবার ইচ্ছাও নাই।
প্লাস মাইনাস কিছুই দিলাম না ।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪০
লাবিব ইত্তিহাদুল বলেছেন: ছাইড়া দেন ...
সময় গেলে সাধন হবে না
১১| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৪৭
চঞ্চল মৌনতা বলেছেন: কিরে ভাই, আপনি আমার গোপন কথা কেমনে জানলেন ? টেনসন এ ফালায়া দিলেনতো! দারান, একটা বিড়ি ধরাই! লাস্ট বিড়ি !
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪১
লাবিব ইত্তিহাদুল বলেছেন: ভাবী কইসে ...
১২| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৩
খোলা-জানালা বলেছেন: বিড়ি খাওয়াকে তিন তালাক দিয়েছি গত বছর।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪২
লাবিব ইত্তিহাদুল বলেছেন: বাইন তালাক তো আর দেন নাই, আবার সংসার করতে পারবেন
১৩| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:১৬
মহেশখালী বলেছেন: সত্য বলেছেন ভাই
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৩
লাবিব ইত্তিহাদুল বলেছেন: আমি কুন দিন মিছা কই না *
১৪| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৩৭
আধাঁর রাত বলেছেন: বিড়ি ছারছি ৯৮এ, আবার ধরছি প্রবাসে আসার ৩ বছর পর, মানে ২০০৩এ । এখনো চলছে, তবে এ মাসেই ছেরে দেবার প্লান আছে। দোয়া করবেন যাতে ছেরে দিতে পারি।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৩
লাবিব ইত্তিহাদুল বলেছেন: সাক্সেস হইলে যানায়েন
১৫| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫২
আলিম আল রাজি বলেছেন: আপনার লেখায় মজা পাই
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৪
লাবিব ইত্তিহাদুল বলেছেন: লজ্জা দিলেন
১৬| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৯
সত্যচারী বলেছেন: আগে প্রতি সপ্তাহেই বিরি ছারতাম। মাঝে মাঝে নিজের মাথাটর কসম খাইতাম, তার পরেরদিন সেই কসমটারে বিড়ির সাথে মিশায়া খাইয়া ফালাইতাম, তবে তখন যে কারনে ছারতে পারতাম না, তা হল, বন্ধু বা রুমমেটের কারনে, শালা কঠিন বরিখোর, বিরি টাইনা ধোয়া ছাড়ে আমার নাকের কাছে আইসা, এরাম লোকের সাথে থাকছি বইলাই মনে হয় বিরি ছারতে পারিনাই।
তয় এখন মনে হইতাসে ঐ দিন আমি নিজেই বিরি ছারতে চাইনাই, তাই হয়ত উপলক্ষ খুজতাম। এখন আর উপলক্ষ খুজিনা, বিরিও ছাড়তে চাইনা, আসলে জোর করে বিরি ছাড়া (বিরি কেন, যেকোন অভ্যাস) খুব কষ্টকর, মন থেকে যেদিন সায় দেবে জানি অটোমেটিক বিরি ছেরে দেবো।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৫
লাবিব ইত্তিহাদুল বলেছেন: কি জানি ভাই... তবে কাউরে ধুয়া ছাড়তে দেখলে আর সজ্জ হয় না
১৭| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৮
সায়েম মুন বলেছেন: বিড়ি খাওয়া পাপ
১৮| ০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:০১
হিম১২৩ বলেছেন: তিনটাই কমন
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৮
লাবিব ইত্তিহাদুল বলেছেন: নতুন কিছু কন
১৯| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৮:১২
শোভন এক্স বলেছেন: এই একটা জিনিস আমাকে কখনও আকর্ষন করেনি। অনেকবারই খেয়ে দেখেছি কিন্তু ভালোই লাগলোনা একবারও।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৯
লাবিব ইত্তিহাদুল বলেছেন: যান মিয়া...... আপনার লগে কথা নাই । আপনি বুঝেন নাই।
২০| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৫
আঠারো বছর বয়স বলেছেন: আপনার পোস্ট পৈড়াতো টেনশন বাইড়া গেল, খারান একটা টান দিয়া আসি
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৮
লাবিব ইত্তিহাদুল বলেছেন: আইসেন কিন্তু ...
২১| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৩
বাউন্ডুলে রুবেল বলেছেন: আমার বাপে বহুত টেরাই মারছে এই বিড়ি ছাড়বার লাইগ্যা। একবার অনেক অসুস্থ অবস্থায় প্রমিজ করছে আর খাইবনা। জেই লাউ হেই কদু। কইয়া লাভ নাই। আবার উনি চেইন স্মুকার। বিড়িখোরেরা জীবনেও সোজা হইবনা।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৬
লাবিব ইত্তিহাদুল বলেছেন: হুম, যত খাবে তত বেকা হবে।
২২| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৫
বাউন্ডুলে রুবেল বলেছেন: শোভন এক্স বলেছেন: এই একটা জিনিস আমাকে কখনও আকর্ষন করেনি। অনেকবারই খেয়ে দেখেছি কিন্তু ভালোই লাগলোনা একবারও।
কিরাম জানি তিতা তিতা লাগে। মুখ দিয়া গু এর মত গন্ধ বাইর হয় খাওনের পর। একটা টান দিলে ১০টা লজেন্স খাইলেও গন্ধ যায় না। এই জিনিসও নাহি মাইনষে খায়? ফাউল কাজ কাম।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৭
লাবিব ইত্তিহাদুল বলেছেন: আপনে তাইলে গু ও খাইয়া দেখছেন। ভাই, এত খারাপ হই নাই
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:০১
লাবিব ইত্তিহাদুল বলেছেন: কিছু বলে গেলেন না আগের ৫ মামু?