![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন*** ----------------------------- ::: সুস্থ ব্লগিং নীতিমালার সঠিক বাস্তবায়ন চাই ::: -----------------------------
বাসা বদলের ঝক্কি কম নয়; ধুলা-বালি আর মাল-পত্র-ফার্নিচার টানাটানির ঝুট ঝামেলায় বেশ কাহিলই হয়ে গেলাম। এখনও দরকারী জিনিসটা ঠিক জায়গায় নেই । এরকম সময় বাড়ীর লোকেরাই আজকের তারিখটা ভুলে গেলে অবাক হবার কিছুই নেই সেখানে আবার বন্ধু-বান্ধবদের কাছ থেকে প্রতি বছর নিয়ম মাফিক শুভেচ্ছা বার্তা !! আর কত !!!
ভেবেছিলাম আজকের দিনটা নীরবেই কেটে যাবে সপ্তাহের বাকী দিনগুলোর মত । শুধু একজন সহকর্মীকে বলেছিলাম দুপুরে একসাথে বাইরে খাব । অফিসে এসে সবগুলো ম্যাসেঞ্জারে লগইন করে একটু রহস্যময় স্ট্যাটাস ম্যাসেজ ঝুলিয়ে দিলাম কোন কোনটায়- once upon a time in a small town something happened on this 4th june" ।
Skype -তে শুভেচ্ছা বার্তা পেলাম এক অপরিচিত এ্যাড রিকোয়েস্ট থেকে । কিভাবে সম্ভব ? জানলাম প্রোফাইল থেকে পাওয়া । আমি আসলেই মাঝে মাঝে ভীষণ বেকুব । ভদ্রতা স্বরুপ ধন্যবাদ দিয়েই "ব্লক" বাটনে একটা ক্লিক। অযাচিত হুটহাট এ্যাড রিকোয়েস্ট -এর কারণে Skype বেশ অপছন্দ করলেও আজকে অপরিচিতদের কাছ থেকে শুভেচ্ছা বাণী পেতে ভালই লাগছিল (আমি খুব দুঃখিত কারণ শুধুমাত্র ধন্যবাদ জানিয়েই সবাইকে ব্লক করে দিলাম অভ্যাসবসতঃ) ।
আমার ঠিক আগের কমর্ক্ষেত্রের সহকর্মীদের শুভেচ্ছা বার্তা শুরু হলো । আমি খুব অল্প সময় এদের সাথে ছিলাম (বোধহয় মাস তিনেক); সংখ্যায় কম ছিলাম বলে হৃদ্যতা বেশী ছিল হয়তো আর তাই একটা মিষ্টি যোগাযোগ এখনো আছে (এখানে অন্তর্জালের ভূমিকা ব্যাপক নিঃসন্দেহে)।
ঠিক এই সময় ব্লগে একটু ঢুঁ মেরেই প্রথম পাতায় দেখি আমার নাম (Click This Link) । ব্লগার বন্ধুরা শুভেচ্ছা জানানো শুরু করলো আর আমি টুকটাক মন্তব্য । মজাটা শুরু কিনবা বিস্তৃত হলো এখান থেকেই বোধহয় ।
এর মাঝে আমার সেই সহকর্মী একটা বিশ্বস্ত সোর্স থেকে জেনে গেল আজকের দিনের ফজিলত-মারেফত । সে সভ্য বালিকার মত অফিসের গ্রুপ ইমেইলে শুভেচ্ছা বাণী পাঠিয়ে দিল এবং অত:পর ই-মেইল ছোঁড়াছুঁড়ি পর্ব ।
আরেক কলিগ আব্দার করে বসল তাকে খাওয়াতেই হবে তাই আমরা তিন কন্যা মিলে (চুপিসারে) হানা দিলাম FFC -তে। শিলা (সহকর্মী) আমার জন্য একটা ক্রিমে ভরপুর কেক নিয়ে আসল । খাইদাই শেষে আবার অফিস ফিরতেই সহকর্মীদের এটা-ওটা খাবারের আব্দার । সয়ং ম্যানাজার ই-মেইল দিলেন - ”খানা কই” !!! অগ্যতা হালকা-পাতলা পেট পুঁজো করাতেই হলো তাদের (মানে আমার পকেট ফাঁকা হলো আর কি...) ।
ওদিকে টুকটাক এস.এম.এস. পাচ্ছিই । ম্যাসেঞ্জারে হঠাৎ চোখে পড়া রাগ ইমনের স্ট্যাটাস ম্যাসেজ ”Happy Birthday, Ireen” - ঠোঁটের কোণে হাসির আভা এনে দিল ।
সন্ধ্যের পরে দেখলাম নাইম (Click This Link ) আমাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছে , খানিক পরেই রাত মজুর (Click This Link)। এদিকে কিন্তু অনেক ব্লগার আমার ব্লগে এসেও শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন । ফোন পেলাম মৈথুনানন্দ’দার কাছ থেকে; কথা পরিস্কার ছিলনা (উনি তো আর ”জাহি” ব্যবহার করেন না ! ) তাই অতৃপ্তিতেই পরিসমাপ্তি ।
বিকেলের পর যারা শুভেচ্ছা দিলেন তাদের কাছে প্রশ্ল রাখছি ....দিন শেষেও সেই হ্যাপী বার্থ ডে কিনবা শুভ জন্মদিন !!! হ্যাপী বার্থ ইভনিং/নাইট কিনবা শুভ জন্মসন্ধ্যা/রাত হলে কেমন হতো ?
প্রতি বছর এখন আর সেই জোশ নিয়ে জন্মদিন পালন হয় না (মেঘে মেঘে অনেক বেলা হয়ে এলো যে !!!) । তারপরও কোথায় জানি কিছু লুকানো আগ্রহ আর ইচ্ছে ছটপট করে । আর তাই নির্দিষ্ট কারো শুভেচ্ছা বার্তা বিরক্তির চরম উদ্রেক ঘটালেও (রুঢ় শোনালেও এভাবেই বলতে ইচ্ছে করছে আসলে) এমনিতে সবার (ব্লগ ও ব্লগের বাইরে) আপন ভঙ্গিমায় শুভেচ্ছা অনেক ভাললাগার সুষ্টি করেছে সারাদিন । আমার পুরোন কলিগ (উনি ব্লগ পড়েন) একটু আগে আমাকে বললেন, "ব্লগে দেখি আপনার জন্মদিন ভালই উদযাপন হলো ।"
পুরো ব্যাপারটার মোড় আসলে কেমন হুট করে ঘুরে গেল । দিনটা বোধহয় এমন নয়, খুবই সাদামাটা হওয়ার কথা ছিল; কিনবা আরো অন্যরকম হতে পারার অপারগতা আপাতত এইরকম আবেগে ধরা দিল।
অনেককেই আলাদাভাবে ধন্যবাদ দেয়া হয়নি । তাই শেষ পর্যন্ত এই পোস্ট লিখলাম যারা একটু কষ্ট করে টাইপ করে শুভেচছা বার্তা জানিয়েছেন, এমনকি যারা +/- এর পরিসংখ্যানে গিয়েছেন তাদের প্রত্যেককে ”Many many THANKS return of the day...”
(and thanks Piyu for turning the day to a special one in such a way...)
২| ০৫ ই জুন, ২০০৮ রাত ১:০৮
রাতমজুর বলেছেন:
৩| ০৫ ই জুন, ২০০৮ রাত ১:১৫
শাওন বলেছেন: শুভ জন্মদিন খিল খিল আপু ( ! )
০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:০৪
আইরিন সুলতানা বলেছেন: হিহিহিহিহিহহি
৪| ০৫ ই জুন, ২০০৮ রাত ১:১৭
এরশাদ বাদশা বলেছেন: শুভ জন্মদিন আপু! ভালো থাকবেন।
৫| ০৫ ই জুন, ২০০৮ রাত ১:১৮
হটডগ বলেছেন: আপনিই পিচ্চি নাকি?
০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:০১
আইরিন সুলতানা বলেছেন: আপনার অন্য মন্তব্যটা মুছে দিয়েছি । কেন তা বুঝতেই পারছেন আশা করি ।
আমার ২য় কিনবা ৩য় নিকের প্রয়োজন নেই । আমি জবাবদিহি দিতে বাধ্য নই, তবুও জানিয়ে রাখছি যদিও আগেও বলেছি , আমার এই নিক ছাড়া অন্য কোন নিক নেই এই ব্লগে ।
যদিও আপনি স্যরি বলেছেন তারপরও বলছি , আগে আমার জবাবের অপেক্ষা করে তারপর এরকম কমেন্ট কপি-পেস্ট করতে পারতেন ।
৬| ০৫ ই জুন, ২০০৮ রাত ১:১৯
হ্যারি সেলডন বলেছেন: শুভ জন্মদিন।
৭| ০৫ ই জুন, ২০০৮ রাত ২:০০
নিলা বলেছেন: শুভ জন্মদিন আপু। সুন্দর হোক তোমার পথ চলা। অনেক অনেক ভালো থেকো
৮| ০৫ ই জুন, ২০০৮ রাত ২:৫৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা । শুভ জন্মদিন ।
৯| ০৫ ই জুন, ২০০৮ রাত ৩:১১
বৈকুনঠ বলেছেন: সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে ...এই মাটির ঘরটা খাইলো ঘুনেরে.................
কার জনম দিন? মুবারক মামা হো, লাব নাই এই দুনিয়া ছাইরা মরতে একদিন হইব
০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:০২
আইরিন সুলতানা বলেছেন: খাঁটি কথা ...১০ কথার এক কথা ...
১০| ০৫ ই জুন, ২০০৮ রাত ৩:৩৩
""শ্রাবণী"" বলেছেন: শুভ জন্মদিন আপু। এত্ত আইসক্রীম শুভেচ্ছা রইল। অনেক ভাল থাকবেন।
১১| ০৫ ই জুন, ২০০৮ ভোর ৪:২৪
প্রিয়তমা বলেছেন: ""শুভ জন্মদিন"" জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপু... সবসময় ভালো থাকুন শুভ কামনা রইল।
১২| ০৫ ই জুন, ২০০৮ ভোর ৫:১৯
নতুন বলেছেন: Happy Birthday apu....
just a simple wish for you... wish u be happy in life..
১৩| ০৫ ই জুন, ২০০৮ ভোর ৫:৩১
আরিফ জেবতিক বলেছেন: শুভেচ্ছা নগদে দিলাম । খাওয়া বাকী থাকল ।
০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:০৩
আইরিন সুলতানা বলেছেন: উহু, শুভেচ্ছাটাই বাকী ছিল , কেক তো আগেই খাওয়ানো হয়েছিল ভাইয়া , ভুলে গেলেন !!!
১৪| ০৫ ই জুন, ২০০৮ ভোর ৬:০৯
আসিফ আহমেদ বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
১৫| ০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:৪৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: শুভ জন্মদিন আপু ।
নতুন বাসায় দাওয়াত পাচ্ছি কবে?
জানি অনেক কষ্ট হয়েছে..............।
শুভ কামনা রইলো।
০৫ ই জুন, ২০০৮ সকাল ১১:২৭
আইরিন সুলতানা বলেছেন: কষ্ট এখনো "টু বি কনটিনিউড" সাইনবোর্ড লাগিয়ে আছে....
অনেক ধন্যবাদ ।
১৬| ০৫ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৪
আমি ও আমরা বলেছেন: জন্মদিন এর বেপার টা জানতাম না। তোমার সাথে আমার বন্ধুত্ত অনেকদিনের কিন্তু জানা হয়ে উঠেনি। শুভ কামনা রইলো। সময় পেলে সামনের পোষ্টএ কিছু লিখে দেব।
১৭| ০৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:৩৩
মুহিব বলেছেন: আমাদেরও বলতে পারতেন।
১৮| ০৬ ই জুন, ২০০৮ রাত ১:৪১
একরামুল হক শামীম বলেছেন: আমি শুভেচ্ছা জানাতে ফোন কল করেছিলাম
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:১২
আইরিন সুলতানা বলেছেন: কখন !!!!!
১৯| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:১৭
কৌশিক বলেছেন: দুপুরের খাবার টা ভালই খেলাম একসাথে। অনেক ধন্যবাদ।
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৮
আইরিন সুলতানা বলেছেন:
কেমনে কি !!
আপনিও ছিলেন নাকি !!!
আদতেই নাকি ভার্চুয়্যালি ?
২০| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: শুভ জন্মদিন।
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৯
আইরিন সুলতানা বলেছেন: বিমা -- এতক্ষণে !!!!!!!!!!!! পড়ল মনে !
২১| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:০১
কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন, সময়মতো জানিয়েছিলাম।
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৮
আইরিন সুলতানা বলেছেন: যথা সময়ে বার্তা পেয়েছিলাম ।
২২| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৫
পথিক!!!!!!! বলেছেন: আমার সময় মত জানানোর উপায় ছিলনা........
দেরী তাই ........ওই গানটা মনে পড়ে গেলো...শুনাই
জন্ম দিনে কি আর দেব তোমায় উপহার
বাংলায় নেও ...
না বাকীটা আবার বলা যাবেনা.....অন্যরা ভুল বুঝতে পারে.....
তাই
বাংলায় নেও শুভেচ্ছা আর ইংরেজীতে উইশ
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:৩৩
আইরিন সুলতানা বলেছেন: বাংলায় ধন্যবাদ, ইংরেজীতে থ্যাংক্যু আর ব্লগের ভাষায় ধইন্যা পাতা
২৩| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৭
রেটিং বলেছেন: ওড়ে বাবা..আমার বয়স কমতাছে....হ্যাপী বার্থডে...আর এককুটি বছর দীর্ঘায়ু হোক
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:৩৪
আইরিন সুলতানা বলেছেন: সুম্মা আমিন ।
২৪| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:৫৩
রোবট রাজকন্যা বলেছেন:
happy birthday.
জন্মদিনের delayed শুভেচ্ছা রইলো ।
আপনার মালয়েশিয়া ভ্রমণ নিয়ে লেখাগুলো ভালো লেগেছে । দেখি মালয়েশিয়ায় একটা ঢু মারা যায় কিনা ।
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:৫৭
আইরিন সুলতানা বলেছেন: আপনার ভ্রমণ কাহিনীর অপেক্ষায় থাকলাম তাহলে .....
বি লেটেড থ্যাংকসসস
২৫| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:২৫
দূরন্ত বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
(যদিও অনেক দেরী করে ফেলেছি। তবুও ভাবলাম একেবারে না জানানোর চেয়ে দেরী করে জানানোও ভালো )
২৬| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: একটু অনিয়মিত এখন ... চোখে পরে নাই । চরি..
তবে বাসী বিরিয়ানি খেতে মজা ।
২৭| ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:২৮
রাশেদ বলেছেন: হেপি বাড্ডে।
২৮| ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪৬
মৈথুনানন্দ বলেছেন: বয়স বাড়ছে ---> এনার্জি কমছে ---> তাই ই ভরসা
২৯| ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫২
আবু সালেহ বলেছেন: আবার জানালাম...
হ্যাপি বার্থডে....
৩০| ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৬
আউলা বলেছেন: শুভ জন্মদিন আপু
৩১| ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৭
আউলা বলেছেন: ওহ স্যরি আজকে ৭ তারিখ
০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৮
আইরিন সুলতানা বলেছেন: হিহিহি...ব্যাপার নাহ...তুমি একটু আউলায় ফেলসো এই আরকি...
৩২| ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:১২
চিকনমিয়া বলেছেন: হেপি বাড্ডে আফা
আমিও একটু ভূল করচিলাম
৩৩| ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:২২
হনলুলু বলেছেন: আমিও দেরি করলাম
শুভ জন্মদিন আপু ...........
০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৮
আইরিন সুলতানা বলেছেন: চান গেলাচ টা আমি বাড্ডে গিফট চাইইইই ...এইটা কি গুচি নাকি সি.কে. ?
৩৪| ০৮ ই জুন, ২০০৮ দুপুর ১:২৫
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: শুভ জন্মদিন। সুন্দর হোক পথ চলা। ভালো থাকুন।
৩৫| ০৮ ই জুন, ২০০৮ দুপুর ২:৫০
মৈথুনানন্দ বলেছেন: এখন আমিও পারি
*****গেস কর গেস কর গেস কর*****
০৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:১০
আইরিন সুলতানা বলেছেন: কি ????????????????????? ?????????????????????????
৩৬| ০৮ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আমি আইসক্রিম খায়াম
০৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:১১
আইরিন সুলতানা বলেছেন: দোকান থেকে ইগলু কাপ কিনে খাও...সাথে চামচ নিতে ভুলোনা কিন্তু...
৩৭| ০৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৫
~টক্স~ বলেছেন: দুঃখিত লাবনী আপু দেরি করে ফেলার জন্য।ভালই কেটেছে দিনটি আপনার মনে হল।বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।সবাই দেখি আপনাকে জ়েঁকে ধরেছে এই উপলক্ষে আপনার পকেট খালি করার জন্য(যদিও জানি আপনার পকেট নাই, পড়ুন ব্যাগের পকেট)।আমি উল্টোটা মনে করি আসলে, যার জন্মদিন তারই বেশী খাতির প্রাপ্য।তাই আপনার একটা খাওয়া পাওনা থাকল ধরে রাখুন আমার কাছে। আপনার জন্য আন্তরিক শুভকামনা রইল।ভাল থাকবেন সবসময়।
০৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৯
আইরিন সুলতানা বলেছেন: সাধারনত কেউ ব্লগ লিংকের নামটা খেয়াল করে না অবশ্য...
সবাই এখনো শুভেচ্ছা জানিয়েই যাচ্ছে..........হাহাহাহা...এবারই প্রথম সবচেয়ে দীর্ঘতম জন্মদিন পালন করছি মনে হয়
ধন্যবাদ ।
৩৮| ০৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৩
নামহীন মানব বলেছেন: জন্মদিনের বাসী শুভেচ্ছা।
৩৯| ০৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
র্যাভেন বলেছেন: সবাই জন্মদিন আইলে এত খুশি হয় কেন? আমার তো জন্মদিন আইলে কানতে মন্চাই
০৯ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৫
আইরিন সুলতানা বলেছেন: আমি খুশি/বেজার কোনটাই থাকি না...তবে শেষ পর্যন্ত মজাই লাগে কেমনে কেমনে জানি .... পকেট (হ্যান্ড ব্যাগের)বেশী খালি হয়ে গেলে মন খারাপ হয়
কিন্তু গিফট পেলে খুশিইইই.........
৪০| ০৯ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৬
জয়িতা বলেছেন: আউলা বলেছেন: ওহ স্যরি আজকে ৭ তারিখ .......৯ তারিখ
০৯ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৩
আইরিন সুলতানা বলেছেন: আউলা যেদিন বলেছিল , সেদিন ৭ -ই ছিল...
একটু নতুন পোস্ট আজ রাতে না দিলেই নয়...নাইলে এই শুভেচ্ছা দেয়া-নেয়া চক্র বৃদ্ধিহারে বাড়তে থাকবে...
৪১| ১৩ ই জুন, ২০০৮ রাত ১:৩১
সুন্দরম বলেছেন:
আমাল কিন্তুক বয়স বাড়ে নাই
পরফাইলের ফটুক দেখেন একটুস পিচ্চি কিন্তুক
আমি তাকাইলে বাঘেও ডরায়
ঠাস কইরা পেলাস প্রেস কইরা দিলাম
ভালু থাইক্কেন।
৪২| ১৪ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৩
কেএসআমীন বলেছেন: জন্মদিনের বিলেটেড শুভেচ্ছা...
১৪ ই জুন, ২০০৮ বিকাল ৪:১২
আইরিন সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৪৩| ২১ শে জুন, ২০০৮ রাত ১:৪৬
সবুজ বলেছেন: সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে ..
৪৪| ২২ শে জুন, ২০০৮ ভোর ৫:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক দেরী হয়ে গেছে, তবুও জন্মদিনের শুভ্চেছা রইল।
২২ শে জুন, ২০০৮ সকাল ৯:০৩
আইরিন সুলতানা বলেছেন: এখনো চলছে !!!!!!!
আগামী বছরের জন্য এটা অগ্রিম শুভেচ্ছা ধরে নিলাম ।
৪৫| ২৪ শে জুন, ২০০৮ রাত ১২:৩৮
মোসতাকিম রাহী বলেছেন: দেরি যখন হয়ে গেলো, ধরে নিন আগামী বছরের জন্যেই: শুভেচ্ছা।
২৪ শে জুন, ২০০৮ সকাল ১০:৩১
আইরিন সুলতানা বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করা হলো আনন্দচিত্তে । সারওয়ার ভাই ভাল আছেন নিশ্চয়ই ? আশা করি উনার সাথে যোগাযোগ আছে আপনার ।
আপনিও ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০০৮ রাত ১২:৫১
আইরিন সুলতানা বলেছেন:

লেখাটা ১২:০০ টার আগেই পোস্ট করেছিলাম । কিছু এডিট করার ফাঁকে দেখি পোস্ট গায়েব- সামহোয়্যার বাগ !!! উফফফ....এগেইন আবার রি-পোস্ট করলাম ।
যারা একটু আগের পোস্টে মন্তব্য করেছিলেন কষ্ট করে তাদের জন্য সহমর্মিতা ...