![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my country
১
যখন আমার জ্বর আসে
চাঁদ-তারা ভেংচি কাটে
সূয্যি মামা লেজ গুটিয়ে
তাপগুলো সব আমায় দিয়ে
তারাতারি যায়যে পাটে !
‘উহ্’
২
যখন আমার জ্বর আসে
ঝিঝি পোকা শুধুই কাঁদে,
মগজগুলো লাভা হয়ে
গড়িয়ে পড়ে জটিল ফাঁদে।
‘মাগো’
৩
যখন আমার জ্বর আসে
নিম পাতারা শুধুই হাসে
স্বাদগুলো সব পানশে হয়ে
পানতা বুড়ীর কাছে বসে।
‘উফ্’
৪
যখন আমার জ্বর আসে
গানগুলো সব বেসুরো ধাচে
কানে আমার শুধুই বাজে,
ফুলগুলো সব হলদে হয়ে
চোখের সামনে শুধুই নাচে।
‘ওহ্’
৫
যখন আমার জ্বর আসে
আকাশ-বাগান হয়যে খালি
দুষ্ট একটা চড়ইপাখি
চোখে আমার দেয়যে বালি।
‘ইস্'
৬
যখন আমার জ্বর আসে
বাতাসগুলো হয়যে মেঘ
মেঘগুলো সব চোখে নেমে
বৃষ্টি হয়ে গড়িয়ে গালে
ঝর্ণা হয় সব পানির বেগ।
‘আহ্’
৭
যখন আমার জ্বর আসে
তার কথা মনে পড়ে
দৃষ্টিগুলো ঝাপসা হয়ে
স্মৃতিগুলো শুধুই নড়ে।
‘হুম’
৮
যখন আমার জ্বর আসে
মা আমার পাশে বসে,
মাথায় ঢালে ঠান্ডা পানি
ঔষধ খাওয়ায় গন্ডাখানি,
দোয়া করে থেমে থেমে
কত মমতায় ভালবেসে।
‘আরাম’
(নোট: এই কয়দিন জ্বর আমার জীবনটাকে একেবারে ঝালাপালা করে ফেলেছে। তাই জ্বর নিয়ে কিছু লিখে নিজেকে কিছুটা হালকা করার চেষ্টা করলাম)
১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:১০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম জ্বরে আমি একেবারে হাপিয়ে উঠেছি। শরীরও ভীষণ দূর্বল লাগছে।
শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ
২| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:০১
ছেড়া পলিথিন বলেছেন: অনেক সুন্দর, শুভ কামনা
১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা গ্রহণ করলাম। ভাল থাকবেন নিরন্তর
৩| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:০৫
সাইদুল পবন বলেছেন: সুস্বাস্থ্য কামনা করছি। তবে অসুখ যদি এই রকম প্রতিভার প্রকাশ ঘটায় তাহলে সুস্বাস্থ্য কামনায় আমি দ্বিধান্বিত------------
ভালো থাকুন সবসময়
১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পবন ভাই,,,, জ্বর নিয়ে কিছু খেতেও ভাল লাগে না,,,,কিছু চিন্তা করতেও ভাল লাগে না,,,, যা মনে হলো তাই লিখে দিয়েছি।
সুস্বাস্থ্য কামনা করার জন্য আন্তরিক ধন্যবাদ
৪| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:২০
সাইদুল পবন বলেছেন: আপনার জ্বর হলেতো খাওয়ার রুচি চলে যায়। আমার জ্বর হলে---- আমি চলে যাই হাসপাতালে (এই খানে জ্বরাক্রান্ত-পেরেশান চেহারার ইমো হবে)।
১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম,,,,,,,,,,ভাইরে জ্বরে আমার চেহারাও ঐ ইমোর মতোই হয়েছে। শরীরে আর শক্তি নেই।
৫| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩১
ঈষাম বলেছেন: জ্বর আসলে এতো কিছু বুঝেন কিভাবে?? আমার তো খবরই থাকেনা জ্বর আসলে!
যাইহোক লাইন গুলো সুন্দর..++
১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জ্বর আসলে আমার কত কিছু ভাবনায় আসে। কিন্তু সবই এলোমেলো। সবকিছুই কেমন যেন নিরানন্দ হয়ে যায়।
পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকেন সুস্থ্য থাকেন।
৬| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩৬
হাবীব কাইউম বলেছেন: কথাগুলো সুন্দর। ছন্দের ব্যাপরটা খেয়াল করতে হবে।
১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ হাবীব ভাই। হুমম এখন থেকে ছন্দের ব্যাপারে খেয়াল করবো
ভাল থাকবেন নিরন্তর
৭| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:৫০
মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো ছড়া।
৫ম ভাল লাগা রেখে গেলাম।
আপনার জন্য শুভকামনা
১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাহবুব ভাই। আপনার জন্যও এক রাশ শুভেচ্ছা।
ভাল থাকবেন
৮| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৯:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে............ আমারও জ্বর
১৯ শে মার্চ, ২০১২ সকাল ১০:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম,,,,,,,,,আপু আপনারও জ্বর আমারও জ্বর, জ্বরে জ্বরে কাটাকাটি,,,,,,,,,,,
সুস্বাস্থ্য কামনা করছি।
৯| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১০:২২
দিগন্ত নীল বলেছেন: ইতান কিতা কইন আফামণি !আফনের জ্বর আমরা কেউ খইতাম পারি না !
ইয়া আল্লাহ্ আমরার আফামণিরে বালা কইরা দেও ।:-)
আর পোস্টে পেলাস +
১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস,,,,,,,জ্বর হলে বুঝতেন, কিছু খাওয়া যায় না,,,সবাই আমার সামনে খায়,,,আর আমি তাকিয়ে তাকিয়ে দেখি,,,,,,পেটে কত ক্ষুধা থাকে। কত ফল, কত নাস্তা সামনে থাকে, সবই কেমন স্বাদহীন লাগে।
পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১০| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:১৫
~মাইনাচ~ বলেছেন:
যখন আমার জ্বর আসে
মা আমার পাশে বসে,
মাথায় ঢালে ঠান্ডা পানি
ঔষধ খাওয়ায় গন্ডাখানি,
দোয়া করে থেমে থেমে
কত মমতায় ভালবেসে।
‘আরাম’
জ্বর আসলে মা কপালে হাতটা রাখলেই মনে হয় যেন সব জ্বর পালিয়েছে। আহ মায়ের সেই বেহেশ্তী হাত।
১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক বলেছেন,,মা যখন পাশে বসে বলে লায়লা তোর জ্বর ভাল হয়ে যাবে,,,,আর দোয়া করতে থাকে,,,তখন মনে হয় আমার আর কোন কষ্ট নেই। মার কোন তুলনা নেই।
শুভকামনা রইল,,,,
১১| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:৩১
কষ্ট - ১ বলেছেন: জ্বর আসলেতো আমার হুসই থাকেনা।
আপনার জন্য শুভকামনা।
১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমমম
আপনার জন্যও শুভকামনা রইল
১২| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এইসব কবিতা পড়ে তো জ্বর নিয়মিত থাকার দোয়া ই করতে হয়।
তবুও সুস্থতা চাই।
কিন্তু সুন্দর কবিতা নিয়মিত!
১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দূর্জয় ভাই আমার জ্বর আর আপনি বলছেন যে জ্বর থাকলেই ভাল হয়। যান, আপনার সাথে আড়ি, আড়ি এবং আড়ি।
আপনিও ভাল থাকেন, সুস্থ্য থাকেন।
অসংখ্য শুভকামনা
১৩| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:৫৪
শ।মসীর বলেছেন: জ্বরে ভালই ভুগেছেন বোঝা যায়
১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুম শমসীর ভাইয়া, জ্বর আমাকে খুব ভুগিয়েছে।
ভাল থাকবেন নিরন্তর
১৪| ১৯ শে মার্চ, ২০১২ দুপুর ১:১৮
আবু সালেহ বলেছেন: যখন আমার জ্বর আসে
মা আমার পাশে বসে,
মাথায় ঢালে ঠান্ডা পানি
ঔষধ খাওয়ায় গন্ডাখানি,
দোয়া করে থেমে থেমে
কত মমতায় ভালবেসে।
সবই রেখো দূরে ঠেলে
এই ভালোবাসাটাকে রেখো আপন করে.....
এখন সুস্থ আছেন তো???
১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুম, এখন জ্বর কমেছে। তবে জ্বর শরীরটাকে একেবারেই দুর্বল করে দিয়ে গিয়েছে।
ভাল থাকবেন আবু সালেহ ভাই।
১৫| ১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৩:২০
জিসান শা ইকরাম বলেছেন:
জ্বর এসে ৮ টি কবিতা দিয়ে গেল আপনাকে !!
ভালো লেগেছে খুব
.যখন আমার জ্বর আসে
.মা আমার পাশে বসে,
.মাথায় ঢালে ঠান্ডা পানি
.ঔষধ খাওয়ায় গন্ডাখানি,
.দোয়া করে থেমে থেমে
.কত মমতায় ভালবেসে।
.‘আরাম’
মায়ের কোমল হাতের স্পর্শ পেলাম যেন ......
শুভকামনা..........।
১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল থাকবেন জিসান ভাই।
শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ
১৬| ১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৫
সাইফুলহাসানসিপাত বলেছেন: আপু জ্বরের ঘোরে আউলা মাথায় যা লিখেছ একেবারে অসাধারনই হয়েছে বলব ।
জ্বর বেশি হলে মাথায় পানি দিও কিন্তু । ভালো থেকো ।
১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম....জ্বরের সময় আমার মা খুব কষ্ট করেছেন। সারারাত জেগে ছিলেন। আমি এতটুকু ঘুমাতে পারি নাই। এখন জ্বর কমেছে,,,,,,,,শরীরটাকে একেবারেই দুর্বল করে দিয়েছে জ্বর।
তাই জ্বরের উপর খুব রেগে আছি।
ভাল থাকবেন সাইফুল ভাই।
১৭| ১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৭
জিয়া চৌধুরী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।
১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য জিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তর
১৮| ১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৯
অবাক মানুষ বলেছেন:
শিরোনাম হওয়া উচিত জ্বরপদ্য অথবা জ্বরকাব্য। ছন্দের ব্যাপারে আরেকটু সিরিয়াস হলে ভালো হোতো।
২০ শে মার্চ, ২০১২ সকাল ৯:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি ঠিকই বলেছেন, শিরোনামের বিষয়টি আমার মাথায় আসে নাই।
এখন সবার জ্বর হচ্ছে তাই শরীরের প্রতি খেয়াল করবেন।
অনেক অনেক শুভকামনা
১৯| ১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৫
হারানো ওয়াছিম বলেছেন: কবিতা টি পড়ে মজা পেয়েছি। তবে শেষ অংশ টুকু পড়ে মায়ের কথা মনে পরে গেল......;
২০ শে মার্চ, ২০১২ সকাল ৯:২৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইরে জ্বরে আমার জান যায় যায় অবস্থা। খুবই কষ্ট আর অসস্থি।
মার তো তুলনা নাই ভাই, আপনার মার জন্য অনেক অনেক দোয়া আর ছালাম
ভাল থাকবেন
২০| ১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৩
তিক্তভাষী বলেছেন: অবাক কান্ড! জ্বরেরও দেখছি ইতিবাচক দিক আছে।
২০ শে মার্চ, ২০১২ সকাল ৯:২৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম........জ্বরের উপর রাগ করেই লিখেছি।
ভাল থাকবেন।
২১| ১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১২
সায়েম মুন বলেছেন: জ্বরগ্রস্থ কবিতা। জ্বর নিয়ে অনেক ভাল লিখেছেন লায়লা। বেশ ভাল লাগলো।
২০ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সায়েম ভাই,,,,,জ্বরে খুব কষ্ট পেয়েছি। কিছু খেতে পারি নাই, কোন কিছুই ভাল লাগে নাই। কেমন একটা অস্বস্তির মধ্যে কেটেছে। এখন জ্বর কমেছে। কিন্তু শরীরটাকে একেবারে দূর্বল করে দিয়েছে।
ভাল থাকবেন সায়েম ভাই।
২২| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:১৭
হাসান ফেরদৌস বলেছেন: জ্বর নিয়ে সুন্দর কবিতা। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দোয়া করি।
২০ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম চেষ্টা করেছি লিখতে,,,পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা করার জন্য অসংখ্য অসংখ্য হৃদয় থেকে ধন্যবাদ।
ভাল থাকেন নিরন্তর
২৩| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:৫৯
রাতুল_শাহ বলেছেন: যখন আমার জ্বর আসে
নিম পাতারা শুধুই হাসে
স্বাদগুলো সব পানশে হয়ে
পানতা বুড়ীর কাছে বসে
২০ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: রাতুল ভাই,,,আমার জ্বর আর আপনি হাসছেন। আমি কিন্তু এখন কেঁদেই দিব
এখন সবার জ্বর আসছে, ঋতু পরিবর্তন হচ্ছে, তাই সাবধানে থাকবেন রাতুল ভাই,,,,,,,,,,,,
অনেক অনেক শুভকামনা
২৪| ২০ শে মার্চ, ২০১২ সকাল ৯:৪৪
রাতুল_শাহ বলেছেন: আমার জ্বর খুব কম আসে। স্বর্দি-ঠান্ডা বেশি লাগে।
জ্বর আসলে সব মজার মজার খাবার পানশে লাগে,
সুস্থ মানুষদের হিংসা হয়।
ভাবি যে, আমি যখন সুস্থ হব, তখন তাদের মত চলতে ফিরতে পারব। খেতে পারব। সুস্থ হওয়ার স্বপ্ন দেখি।
যাহোক সাবধান করার জন্য অসংখ্য ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০১২ সকাল ১১:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জ্বরে আমারও আপনার মত মনে হয়, মনে হয় ইস ওদের জ্বর নেই,,,,,,,,,,,ওরা কতই না ভাল আছে, আর আমি বিছানায় শুয়ে আছি,,,,,,,,তখন প্রকৃতির অবার সৌন্দর্য্ ভাল লাগে না, সব কিছুতেই একটা বিরক্তি ভাব আসে। ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভাল থাকবেন নিরন্তর রাতুল ভাই।
২৫| ২১ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৯
অবাক মানুষ বলেছেন:
পরামর্শ গ্রহণ করবার ক্ষমতা সকলের থাকেনা। আপনার আছে জেনে ভালো লাগলো। সাথে এটাও মনে রাখা উচিত গ্রহণ করবার আগে নিজের বোঝাপড়াটাও জরুরী। নিরন্তর শুভ কামনা রইলো।
২২ শে মার্চ, ২০১২ রাত ৮:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি ঠিকই নিজের সাথে বোঝাপড়া করেছি এবং আপনার পরামর্শটা যখন ভালো লাগলো এবং মন আমাকে শায় দিল তখনই আমি নামটা পরিবর্তন করে দিয়েছি।
অনেক অনেক ভাল থাকবেন।
২৬| ২১ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৮
দীপান্বিতা বলেছেন: জ্বর নিয়ে এত কবিতা!......এখন শরীর কেমন আছে!...দ্রুত সুস্থ হয়ে উঠুন!
+
২২ শে মার্চ, ২০১২ রাত ৮:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমমম,,,,,,,,,,,, জ্বরে এত খারাপ লাগছিল যে আমার কিছুই ভাল লাগছিল না। কিন্তু ভাবনাগুলো সব এলোমেলো ঘুরছিল, তাই লিখে ফেললাম।
শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ।
২৭| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৮
শাহেদ খান বলেছেন: জ্বর কিন্তু আমার অনেক ভাল লাগে।
প্রচন্ড কাঁপতে থাকি। সবকিছু ছন্দময় মনে হয়। আরও সুবিধা, খুব একটা খাওয়া-দাওয়া করতে হয় না (কারণ ইচ্ছেই হয় না)।
আপু'র জ্বর ভাল না লাগলে সেরে যাক। প্রার্থনা করি, যেন আর না আসে !
কবিতায় অনেক অনেক ভাল লাগা। সবক'টাতেই আলাদা আলাদা করে ভাল লাগা।
একাধিক প্লাস দেয়া গেলে দিতাম এখানে।
২২ শে মার্চ, ২০১২ রাত ৯:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জ্বর আসলে আমার চারদিক ঝাপসা লাগে, কিছুই ভাল লাগে না, সব কিছু কেমন যেন নিরানন্দ মনে হয়। মনে হয়, কবে এই দুষ্ট জ্বরটা চলে যাবে। আমি যখন কম্পু অন করলাম তখন আমার আঙুল কাঁপছিল, পাঁচ / ছয়বার রেস্ট নিয়েছি,,,আবার কম্পুর সামনে বসেছি,,,,, লিখলাম,,,,জ্বরের উপর রাগ করেই,,,,,,,,,,,,,,,।
ভাই বোনকে এত সুন্দর করে শুভকামনা করেছে উহ্ আমি এতেই ভীষণ খুশী। আর প্লাস দিতে হবে না বোনকে, আর কোন ধন্যবাদতো না-ই,,,,,,,,,,,,,,,,।
অনেক অনেক ভাল থাকবেন,,,কাক ডাকা ভোরে, কচি রোদমাখা সকালে, হাস্যজ্বল দুপুরে, স্নিগ্ধ বিকেলে, গোধূলী বেলায়, সাঝেঁর বেলা আর হুতুম পেঁচা ডাকা রাতে ,,,,,,,,,,,,,,,,,
২৮| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৭
শিশিরের শব্দ বলেছেন: আপু,এখন সুস্থ তো?
২২ শে মার্চ, ২০১২ রাত ৮:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন জ্বর নেই, কিন্তু দূর্বলতা শরীরটাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এখন আর কোন কাজ, অফিস কিছুই ভাল লাগে না।
শরীরের দিকে খেয়াল করবেন, কারণ এখন ঋতু পরিবর্তন হচ্ছে।
অনেক অনেক ভাল থাকবেন
২৯| ২২ শে মার্চ, ২০১২ রাত ৯:০৭
ঘুমকাতুর বলেছেন: ১৬ তম ভালো লাগা
২৩ শে মার্চ, ২০১২ সকাল ৯:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন সব সময়
৩০| ২৩ শে মার্চ, ২০১২ রাত ১১:১৩
মুখচোরা বলেছেন: অসাধারন লাগলো। আরো উৎসাহ দিতে ভয় পাচ্ছি এই জন্য যে, হয়তো আপনি ইতিমধ্যেই একজন প্রতিষ্ঠিত লেখক যা আমার মতো মুর্খের এখনো জানা হয়ে ওঠেনি। যদি তা এখনো না হয়ে থাকেন অচিরেই যে, হবেন সে বিশ্বাস আমার আছে। আপনি শুধু থামবেন না।
এই পর্যন্ত মাত্র ১৮৬ জন পাঠক অথচ ১৪ জনের ভাল লেগেছে এবং ৫৮ টি মন্তব্য পেয়েছেন। আমি কিছুটা ঈর্ষন্বিতও বটে!
দ্রুত সুস্থ হয়ে উঠুন কামনা করি।
২৪ শে মার্চ, ২০১২ ভোর ৬:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভোরে কম্পু অন করেই আপনার সুন্দর মন্তব্যটি পেলাম। মনটাতে এক ঝলক মিষ্টি বাতাস এসে ভিজিয়ে দিল যেন। ভোরটা ভীষন ভাল লাগায় আলোড়িত হলো।
জ্বরের ঘোরে কি লিখেছি জানিনা, তবে কিছু একটা লিখার চেষ্টা করেছিলাম কিন্ত সে রকম কিছু হয়ত হয়ে উঠে নাই। আপনার উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা
৩১| ২৪ শে মার্চ, ২০১২ সকাল ১০:০৯
শায়মা বলেছেন: তাড়াতাড়ি ভালো হয়ে যাও আপুনি।
২৪ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শায়মা আপু, জ্বর আমাকে অনেক ভুগালো। ইস কি কষ্টরে বাবা। চারিদিকে নিরানন্দ। একেবারে হ-জ-ব-র-ল অবস্থা।
শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা
৩২| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১২:৩৮
তিথির অনুভূতি বলেছেন: জ্বর কাব্য ভাল লাগল
২৫ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম,,,,,,,,,কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন সব দিন রাত্রি।
৩৩| ২৬ শে মার্চ, ২০১২ রাত ৮:৫২
আবু সালেহ বলেছেন: জ্বর শরীরটাকে অনেক দুর্বল করে দেয়.....আমি এক রাতের জ্বরে....পরের দিন পুরা বিছানায়...................ভাগ্যিস আজ বন্ধ ছিলো.....
২৭ শে মার্চ, ২০১২ ভোর ৬:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হ্যা আবু সালেহ ভাই,,,,,,,,,জ্বরটা ভীষণ বিরক্তিকর আর কিছুই ভাল লাগে না। কিছুই খেতে ইচ্ছে করে না।
ছুটি নিয়ে রেষ্টে থাকেন।
দ্রুত সুস্থতা কামনা করছি।
৩৪| ২৬ শে মার্চ, ২০১২ রাত ৮:৫৮
নিপাট গর্দভ বলেছেন: জ্বরের ঘরে প্রলাপ বকে কবিতাও লেখে!!!
২৭ শে মার্চ, ২০১২ সকাল ৭:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জ্বরের ঘরে প্রলাপ বকা,,,আর সেই প্রলাপগুলো এক সময় কবিতা হয়ে যায়।
ভাল থাকবেন নিরন্তর
৩৫| ৩১ শে মার্চ, ২০১২ রাত ২:৪৮
সাইফুলহাসানসিপাত বলেছেন: আপু খবর কি ? সুস্থ হয়েছ ? জ্বর হওয়ার পর কিন্তু অনেকদিন খুব দুর্বল লাগে । ভালোভাবে খাওয়া দাওয়া কইরো ।
০১ লা এপ্রিল, ২০১২ সকাল ১০:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার ভীষণ ভাল লাগছে যে আমার ভাইটি আমার স্বাস্থ্যের খবর নিল। আজ অফিসে খুব ভাল ভাবেই কাজে মন দিতে পারবো।
জ্বর চলে যাবার পর শরীরটাই খুব দুর্বল হয়ে গিয়েছে।
অনেক অনেক শুভকামনা রইল।
ভাল থাকবেন নিরন্তর।
৩৬| ০৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১২
মাহী ফ্লোরা বলেছেন: হা হা হাসা ঠিক হল কিনা কে জানে! তবে জ্বর কাব্য ভাল লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম,,,,,,,,,, জ্বরে কি আর মাথা ঠিক থাকে আপু!!!!!!!! যা মনে এসেছে লিখেছি।
অনেক অনেক ভাল থাকবেন।
৩৭| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩১
হতাসের কথা বলেছেন: আপনার জ্বর আসার কারনেই কিন্তু আমারা জ্বরের স্বাধ উপভোগ করতাম
৩৮| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৩
হতাসের কথা বলেছেন: আপনার জ্বর আসার কারনেই কিন্তু আমারা জ্বরের স্বাধ উপভোগ করলাম।
০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জ্বরে যে কি খারাপ লাগেরে ভাই,,,,,,,,,,সব কিছুতেই বিরক্তি লাগে,,,,,,,,,,খাওয়া যায় না, পরিবারের লোকজন কত ফল, কত খাবার নিয়ে হাজির হয়,,,কিন্তু সবই কেমন পানসে মনে হয়।
এই গরমে ঠান্ডা জ্বর হতে পারে, তাই সাবধানে থাকবেন ভাইয়া,,,,,,,,, শরীর সুস্থ তো সব ভালো,,,মন ভালো,,,,,,,পৃথিবী সুন্দর।
ভাল থাকুন নিরন্তর
৩৯| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৯
একাকি উনমন বলেছেন: সুন্দর সুন্দর লেখার জন্য অভিনন্দন. অন্কেদিন কোনো লেখা নেই আপনার. লিখছেননা কেন?
০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অফিসের কাজে ভীষণ ব্যস্ত। তাই লেখার সময়ই পাচ্ছি না। তবে লিখবো।
ভাল থাকবেন নিরন্তর
৪০| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ২:২২
সাহাদাত উদরাজী বলেছেন: বেশিদিন জ্বর থাকা ভাল লক্ষন নয়!
জ্বর আপনাকে কবি বানিয়ে দিল!
১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন জ্বর নাই,,,,,,,, কি আর করা বলেন,,,লিখতে চাই কিন্তু মন হতে কাব্যিক কিছু আসে না।
ভাল থাকবেন।
৪১| ২৪ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪০
অরুদ্ধ সকাল বলেছেন:
জ্বর নিয়ে এত সুন্দর লেখা যায়
অবাক
২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম,,,,,,,,,,,,,,,,জ্বর আমার শরীরটাকে একেবারে দুর্বল করে দিয়েছিল। কোন কিছু খেতে পারতাম না, কিছুই ভাল লাগতো না,,,,,,,,,,,সব কিছু কেমন যেন বিষাদ লাগতো,,,,,,,তাই জ্বরকে নিয়ে কিছু একটা লিখা,,,,,,,,,
ভাল থাকবেন নিরন্তর।
৪২| ২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৯
অন্তি বলেছেন: যখন জ্বর আসে
তখন এই বৈশাখি গরমেও পৌষের শীত লাগে।
জ্বরকাব্য পড়ে পুরো মুগ্ধ।
২৫ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়
৪৩| ২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২০
তামান্না তাম্মি বলেছেন: জ্বর নিয়ে এত সুন্দর কবিতা। আর আমার জ্বর হলে সব কিছু বিরক্ত লাগে, লেখা পড়ার কথা চিন্তা করতেই মাথা ঘুরে
২৮ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমারও জ্বর আসলে ভাল লাগে না,,,,,,,,,কিছুই খেতে ইচ্ছে করে না,,,,,,,,,একারনেই জ্বরকে নিয়ে লিখলাম।
ভাল থাকেন তামান্না আপু.................
৪৪| ২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৫
রেজওয়ান তানিম বলেছেন: আপনার যে কোন লেখার চেয়ে অনেক বেশি ভাল রাগল এটা। হয়ত সারল্য ভরা বলেই
নিয়ে গেলাম সাথে করে
০১ লা মে, ২০১২ সকাল ৯:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তানিম ভাই এই পোস্টটি ভাল লাগার জন্য আপনাকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ।
অনেক অনেক শুভ কামনা রইল
৪৫| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৪
প্রিয় বলেছেন: চমৎকার জ্বর কাব্য। +
২৯ শে জুন, ২০১২ সকাল ৯:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
ভাল থাকবেন নিরন্তর
৪৬| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:১২
যাযাবর৮১ বলেছেন: আমার যদি একটু জ্বর আসে তবে আমিও একটা জ্বর কাব্য লিখে ফেলব
আপনার লিখা ভালু পাই ++++++++++++
৩১ শে জুলাই, ২০১২ সকাল ১০:২৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টু ভালু পাওয়ার জন্য আমি আনন্দিত,,,,,,,,,,,
৪৭| ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১০:১০
আনু মোল্লাহ বলেছেন: জ্বর কাব্য খুবই ভাল লাগল।
মাঝে মাঝে জ্বর আসার দরকার আছে------নইলে এ রকম জ্বর কাব্য কি করে পেতাম।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন
৪৮| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:০৯
ফালতু বালক বলেছেন: হে হে, অনেক ভালো ।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল থাকুন-----শুভকামনা
৪৯| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০
ভুল উচ্ছাস বলেছেন: আপনি খুব মজা করে কবিতা লিখতে পারেন, ভালবাসা দিবসের ঐ কবিতার পর এই কবিতা পড়ে এটাই মনে হলো।
আপু সুস্থ থাকুন, শুভ কামনা রইলো আপনার প্রতি।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম----একটু চেষ্টা করি এই আর কি
ভাল থাকবেন নিরন্তর
৫০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬
প্রিন্স ঠাকুর বলেছেন: ভারি মজা পেয়েছি...
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকুন নিরন্তর
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১২ সকাল ৮:৫৮
নিশাচর ভবঘুরে বলেছেন: জ্বর এলো বলেই সুন্দর কিছু লাইন পেলাম।
তবু আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।