নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

কদম ফুলে ভালবাসা

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২৫



আকাশে কাজল কালো মেঘের আনাগোনা। সূর্ষ্যটাও এই ভর দুপুরে কোথায় যেন হারিয়ে গেল। পুকুরটার চারপাশে এক চিলতে অন্ধকার ভর করেছে। উহ্ আর এই সময়ে বাতাসের সারা গা ভিজে একাকার হয়ে আছে। পুকুরের পানি রসিকতা করে বাতাসকে ডাকছে। ভেজা বাতাস একটুও কম যায় না, সেও পুকুরের শরীরটাকে হালকা ঢেউয়ে দুলিয়ে দিচ্ছে। অড়হর আর হিজল গাছের ফাঁক গলে পুকুর ঘাট পানে একটু একটু করে এগিয়ে আসছে দুই কন্যা, এই সময়ে যদি আকাশে চাঁদ থাকতো তাহলে চাঁদও লজ্জায় পালাত। কিবা কন্যাদের পরিচয় ! কোথায় তাদের বাস! তাদের কাংখে কলসি, কাঁদে ডোরা কাটা গামছা। তারা একে অপরের সাথে কতইনা রসিকতার কথা বলছে, মাঝে মাঝে হেসে একে অপরের গায়ে ঢলে পরছে। তাদের হাসির মিষ্টি মধুর শব্দে গোটা পুকুরটাকে প্রকম্পিত হচ্ছে। ঠিক সেই সময় বাঁশির তালছাড়া সুর ভেজা বাতাসে ভর করে দুই কইন্যার কানে মধুর বৃষ্টি নামতে থাকে। দুই কন্যা একদিক সেদিক তাকাতে থাকে। পুকুর ঘাটের পাশেই একটি কদম গাছ। একটি ডাল নীচ দিকে বেঁকে পানির সাথে যেন কথা বলছে। দেখতে ঠিক দোলনার মতই মনে হয়। হয়তো কোন সময় কোন কপত কপতী এই কদম শাখে বসে কত কথাই না বলেছে। একটা পানকৌড়ি মনের সুখে নাচতে নাচতে পানিতে ডুব দিয়ে এদিক হতে ওদিকে যাচ্ছে, আবার তাকিয়ে কন্যাদের দেখছে। দুটি টিয়া পাখি সবুজ ডানা মেলে উড়তে উড়তে কদম গাছের একটি ডালে টি টি করে কথা বলতে থাকে। কি কথা এত টিয়া পাখি! কত কথা জমিয়ে রেখেছ বলতো শুনি! এক কন্যা ঘাটে কলসি রেখে পানিতে পা ভিজায়। আরেক কন্যা কলসিটাকে ভাসিয়ে দেয় পুকুর জলে। ডাগর নয়ন তুলে সে আকাশ দেখে, টিয়া পাখি দেখে, পানকৌড়ি দেখে আরো দেখে কদম গাছ,,,যার ডালে বসে কোন এক অচেনা আগন্তক এই অসময়ে বাঁশী বাজাচ্ছে।



দুপুরবেলায় নাইতে আসে

বামুন বাড়ির রানী!

কদম তলায় বংশী বাজায়

গোসাই বাড়ির সানী!



রানী যখন সাঁতার কেটে

পুকুর মাঝে ভাসে,

সানী তখন বংশী ফেলে

পানির কাছে আসে!



সানী যখন আনমনে

ছিড়ছে কদম ফুল

পুকুর জল কালো হলো

ভেসে কইন্যার চুল!



গোটা দশেক কদম ফুল

ছিড়লো গুনে গুনে

ছুঁড়ে দিল পুকুর জলে

ঝড় বয়ে যায় মনে!



এমন করেই বংশী বাজায়

বসে কদম তলে

কখন আসবে মনের রানী

ভাসবে পুকুর জলে!



এমনি করেই ভাব হয়ে যায়

পাঁচ-ছয় দিন গেলে

কত কথা হয় যে তাদের

বসে কদম ডালে!





নারিকেল গাছের মাথায় আজ মস্ত বড় একটা চাঁদ উঠেছে। তাঁরাভরা আকাশ দূরের সীমান্তে গিয়ে মিশেছে। জোৎস্মাঝরা রাতে কদম ফুল ছাড়া যে বডড বেমানান ! কোথায় সেই কদম ফুল! কদম গাছে একটিও ফুল নেই! কোথায় গেল এত কদম ফুল! দিঘীর জলও যেন বোবা হয়ে আছে। এই জোৎস্মামাখানো রাতে বাতাসটাও বড্ড বেরসিক হয়ে আছে। রাতের প্রথম প্রহড়েই দূরের তাঁরাগুলো এক এক করে নিভে যাচ্ছে। তাঁদেরকে হয়তো কোন বাড়িতে নেমন্তন্ন করেছে। তাই হয়তো তাঁরারা এক এক করে চলে যাচ্ছে। বাকী তারাগুলো হয়তবা ঘুমিয়েই পরলো। চাঁদের দিকে কে যেন এক মুঠো অন্ধকার ছড়িয়ে দিল! দূরে সানাইয়ের সূর ভেসে আসছে। এ সুরে এত ব্যাথা ঝরছে কেন !! কার বিয়ে! ঢোলের আওয়াজ থেমে থেমে পুরো গ্রামটিকে কাঁপিয়ে দিচ্ছে। হুলোধ্বনির মিষ্টি সুর সারা গাঁয়ের উঠোনে ঝরে পরছে। এমন সময়ে কোথা হতে বাঁশীর সুর ভেসে আসছে! মনের গহীনে জমে থাকা কষ্টগুলো বাঁশীর সুর হয়ে কাল স্রোতের মত আছড়ে পরছে কোন এক কন্যার বাড়ির আঙ্গিনায়। গাঁয়ের কোন একটি বাড়ির উঠোন কদমফুলে ছেঁয়ে গেছে। বাড়ির অতিথিগণ তাই নিয়ে হুলস্থল বাঁধিয়ে দিয়েছে। কেউ কেউ বলছে,’আরে কে দিল এত কদম ফুল! একটু পরেই যে শুভ লগ্ন, তোমরা সবাই তারাতারি কর” । কদম ফুল বুকে জড়িয়ে ধরে গাঁয়ের কোন এক কন্যা। তার মনের আকাশে যে নীল কষ্টের মেঘ জমেছে! মেঘগুলো বৃষ্টি হয়ে কন্যার ডাগর দুটি নয়নকে ভিজিয়ে দিচ্ছে- ভিজিয়ে দিচ্ছে বাঁশীওয়ালার চোখ আর বাঁশীকে।





উৎসর্গঃ আমার খুবই প্রিয় দিদি- মুঞ্জুদিকে ( দিদি ! তুমি যেখানেই থাক, ভাল থাক, আমি তোমাকে ঠিক আগের মতই ভালবাসি)



মন্তব্য ১২৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮

মেহেরুন বলেছেন: valo laglo

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভাল থেক

২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১১

সায়েম মুন বলেছেন: সুন্দর। গ্রামীণ একটা আমেজ আছে লেখায়। অনেক ভাললাগা রইলো।

২৬ শে মে, ২০১৩ রাত ১১:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই,,,,,,,,আমার শৈশব কেটেছে গ্রামে,,,,,,,,,তাই গ্রামের অনেক কিছুই তুলে ধরতে চাই লেখায়,,,,,,,কিন্তু যেরকমটি চাই তা পারি না,,,,,,,,,,

ভাল থাকবেন,,,,,,,,,,,,,,,,

৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


মন হারিয়ে গেল +++++++++

২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহ দে’য়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন নিরন্তর

৪| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার রচনাশৈলী। খুব ভালো লাগলো।

২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসান ভাই আপনার লেখা আরো বেশি সুন্দর,,,,,,এত সুন্দর করে উৎসাহ দিচ্ছেন যে আরো লিখতে অনুপ্রেরণা পাচ্ছি,,,,,,,,,,,,,,,
অনেক ভাল থাকেন ভাইয়া,,,,,,,,,,,
শুভকামনা নিরন্তর,,,,,,,,,,,,

৫| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর লেখা

২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাসুদ ভাই,,,,,,,,,,,,
অনেক অনেক শুভকামনা,,,,,,,,,,,

৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১:১৩

রেজোওয়ানা বলেছেন: Khub sundor lekha apu!

Suvecha. . .

২৭ শে মে, ২০১৩ রাত ১:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি,,,,,,,,,,,,,তোমার জন্য অনেক অনেক শুভকামনা ,,,,,,,,,,,,,,ভাল থাক সব সময়

৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন হয়েছে।
গ্রামে দাপিয়ে বেড়ানোর দিনের মতই সুন্দর লেখনি।

২৭ শে মে, ২০১৩ রাত ১:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ কবি । গ্রামকে তুলে ধরতে চাই পরবর্তী প্রজন্মের কাছে,,,,,,,,,,গ্রামে আমার শৈশব কেটেছে,,,,,,,,,,,,,,,তাই সুযোগ পেলেই একটু লিখি,,,,,,,,,,,,,,
অনেক শুভকামনা

৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
কদম ফুলে নষ্টালজিক হয়ে গেলাম...

২৭ শে মে, ২০১৩ রাত ১:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,ভাল থাকবেন সবসময়,,,,,,,,,,,

৯| ২৭ শে মে, ২০১৩ রাত ৩:১৫

শিপু ভাই বলেছেন:
ভাল লাগলো আপু!!!
+++++++++

সাঁতার কেটে রানী যখন
মাঝ পুকুরে আসে
সানী তখন অবাক হয়ে ভাবে
চাঁদ কেন পুকুর মাঝে ভাসে!

এই প্যারায় ছন্দ কেটে গেছে মনে হচ্ছে!!!

২৭ শে মে, ২০১৩ সকাল ৯:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া,,,,,,,,আমি ঠিক করে দিব প্যারাটা,,,,,
ভাল থাকবেন নিরন্তর

১০| ২৭ শে মে, ২০১৩ ভোর ৫:০৮

শোশমিতা বলেছেন: সুন্দর লেখা!
পড়ে অনেক অনেক ভালো লাগলো আপু +

২৭ শে মে, ২০১৩ সকাল ৯:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপুনি
ভাল থাকবেন সকাল , সন্ধা - রাত

১১| ২৭ শে মে, ২০১৩ ভোর ৫:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর লেখা

২৭ শে মে, ২০১৩ সকাল ৯:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখাটা ভাল লেগেছে জেনে ভাল লাগলো,,,,,,,,,,
ভাল থাকবেন সবসময়

১২| ২৭ শে মে, ২০১৩ ভোর ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: এমনি করেই ভাব হয়ে যায়
গোটা দিন-দশেক পরে
কত কথা হয় যে তাদের
বসে কদম ডালে!


কদম ডালে এ ই মুহুর্তে ফুলে ভরা । সুন্দর কবিতায় ভাল লাগা ।

২৭ শে মে, ২০১৩ সকাল ৯:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেমন আছেন সেলিম ভাই,,,,অনেকদিন পর কথা,,,,,আপনার লেখনীপাড়া হতে ঘুরে এসেছি,,,,দারুন লিখছেন,,
ভাল থাকবেন

১৩| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: মেঘগুলো বৃষ্টি হয়ে কন্যার ডাগর দুটি নয়নকে ভিজিয়ে দিচ্ছে- ভিজিয়ে দিচ্ছে বাঁশীওয়ালার চোখ আর বাঁশীকে।


মেঘগুলো বৃষ্টি হয়ে আরো অনেকেরই চোখ ভিজিয়েছে আপু । আপনার মায়া ভরা সুন্দর-সাবলিল লেখনি যে কারো চোখ ভেজাতে বাধ্য । আর কবিতাটি আমার কাছে এপিক লেগেছে ।

অনেক অনেক শুভকামনা আপুটার জন্য ।

২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর করে বলেছেন,,,ভাল না লেগে পারে ভাই !
অনেক ভাল থেক ভাইয়া,,,,,,,,,,অনেক ভাল

১৪| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম। আর ছড়াটা সেইরকম !
উৎসর্গকৃত মানুষটির জন্যও শুভকামনা রইলো

২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভাল লাগলো,,,,,,,,হুম সত্যি ভাল লাগলো।
কোথায় যে আছে আমার সেই দিদি! সে আমাকে ছোট বেলায় ভীষণ স্নেহ করতেন,,,,,,,,আমার এই এক চিলতে লেখার মধ্যে তারও এক চিলতে ইতিহাস আছে,,,,,,,,,,,হিন্দু/মুসলিম/খৃষ্টান ,,,,,,,,কেন এত ভেদাভেদ,,,,,,,,,,কেন এত দেয়াল !!!! কেন ইচ্ছে করলেই যে কোন ধর্মের কাউকেই আপন করে নেয়া যায় না,,,,,,,,কেন আপু !!

ভাল থেক নিরন্তর,,,,,,,,,,,,,,,

১৫| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

লাবনী আক্তার বলেছেন: ভাল লাগল গ্রামীন ভালোবাসা।

২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখাটা ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ লাবনী আপু
অনেক অনেক শুভকামনা রইল

১৬| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৩৫

রাইসুল নয়ন বলেছেন: আপনার পোষ্টের পথ ধরে অজান্তেই হাঁটলাম গ্রামের স্মৃতি মাখা খানিকটা পথ ।
পোস্টে ভালোলাগা রেখে গেলাম !

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।
ভাল থাকবেন নিরন্তর

১৭| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৪২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কি করে লিখেন অমন করে?


বেশ সুন্দর

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার অনুপ্রেরণাকে সাথী করলাম,,,,,,,,,,,,ভাল থাকুন নিরন্তর

১৮| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৫

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার একটা গ্রামীণ চিত্র ভেসে উঠল চোখের উপর , এ যেন লেখা দিয়ে ছবি আঁকা ।চমৎকার, স্নিগ্ধ ।

তার মনের আকাশে যে নীল কষ্টের মেঘ জমেছে! মেঘগুলো বৃষ্টি হয়ে কন্যার ডাগর দুটি নয়নকে ভিজিয়ে দিচ্ছে ...

বাইরে আকাশে মেঘ করেছে , কেন যেন নীল কষ্টের মেঘে ভিজতে ইচ্ছে করছে ।

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার মন্তব্যে এত সুন্দর কথা মালা সাজানো,,,,,,
নীল কষ্টের মেঘে ভিজবেন না,,,,,,,,এতে যে শুধুই কষ্টই বাড়ে,,,,,,,,,,,,।

অনেক ধন্যবাদ,,,,,,অনেক শুভকামনা

১৯| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৬

শাহেদ খান বলেছেন: প্রথম অংশে মধুর স্নিগ্ধতায় মুগ্ধ হলাম। প্রকৃতির মত সচ্ছল লেখা।
দ্বিতীয় অংশে 'বামুন বাড়ির রানী' আর 'ঢাকার পোলা সানী'র কাহিনী কাব্যে মজা পেলাম অনেক।
আর শেষ অংশে ব্যাথার তীব্রতাটাও খুব সুন্দর ফুটে উঠেছে, লায়লা'পু !

চমৎকার এবং ইউনিক একটা পোস্ট হয়েছে !

অনেক অনেক শুভকামনা আর প্রার্থনা। 8-|

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যা লিখতে চাই,,,,তা মনের মত হয় না,,,যাইহোক ভাই তোমার কথায় একটু সাহস পেলাম,,,,,,,,,,,।
ভাই আমি তো তোমার কবিতার একজন দারুন ভক্ত,,,তুমি কি তা জান,,,,,,!! একদিন অফিসে বসে গল্পেরছলেও তোমার কথা বলছিলাম,,,,,,,,এগিয়ে যাও ,,,,,,,,,,,,,,,

অনেক অনেক শুভকামনা,,,,,,,

২০| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব ভালো লাগলো আপি । +++++++++++

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তোমার লেখাও আমার ভীষণ ভাল লাগে আপু,,,,,,,আমি খুবই মনোযোগ দিয়ে পড়ি তোমার লেখা,,,,,,

শুভকামনা

২১| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৯

সোহাগ সকাল বলেছেন: দুপুরবেলায় নাইতে আসে
বামুন বাড়ির রানী!
কদম তলায় বংশী বাজায়
ঢাকার পোলা সানী! :)

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,,,,,ভাল থেক,,,,,,, B-) B-)

২২| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৫৭

শাহেদ খান বলেছেন: আপু, আমার লেখায় তোমার উৎসাহ সবসময় পেয়েছি ! তবে, আমার নিয়মিত লেখা হয় না। আমি পারি না।

এতটা আপন করে ভাইয়ের লেখা পড়ছো আর শুভকামনা জানাচ্ছো, লেখালেখি করে এর চেয়ে বেশি আর কী চাইতে পারি?

শুভেচ্ছা, সবসময়ের জন্যে।

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমিও ব্লগে অনিয়মিত,,,,,,সময় করে উঠতে পারি না,,,,,,
ভাইয়া আমার খুব ইচেছ ছিল তোমার সব দিকে পদচারণা পড়ুক,,,,গতকাল তোমার একটা ছবি নিয়ে পর্যালোচনামূলক একটি লেখা পড়লাম,,,,,,খুবই ভাল লাগলো,,,,,

নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন,,,কর্মজীবনকে আগে গুরুত্ব দিতে হবে,,,,,আর তার পাশাপাশি রাজনৈতিকভাবে নিরপেক্ষ লেখালেখি- নিজের মতাদর্শ যাই থাকুন না কেন,,,,,,সেটা যেন চাপিয়ে দে’য়া না হয়,,,,,,,,যা নিজের ভাল লাগার পাশাপাশি অন্যের উপকার করবে,,,,,,,,। আর তাই ব্লগে যে প্রতিদিন, প্রতিসপ্তাহ আসতেই হবে এমন নয়,,,,,,,,,। তবে আবার একেবারে হারিয়ে যাওয়াও কাম্য নয়,,,,,,,,,বা কাম্য হতে পারে না,,,,,,,,
দোয়া সব সময়,,,,,,,,

২৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

নিয়েল হিমু বলেছেন: কেউ যদি পুথি পাঠের মত করে পাঠ করে শোনাতো তাহলে আরো ভাল লাগত ।
অনেক ভাল লাগছে :)

অঃটঃ আপনাকে আজকেই প্রথম দেখলাম মনে হচ্ছে !! কিন্তু আপনার ব্লগিও বয়স তো ৪বছর । এত দিন দেখি নি কেন এত এত ভাল লেখা ?

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথমে আপনাকে কদম ফুল দিয়ে স্বাগত জানাই,,,,,,,,,

চাকুরীজনিত ব্যস্ততার কারনে ব্লগে অনিয়মিত,,,,,,কিন্ত একটু সময় পেলেই ব্লগ পাড়ায় ঢু মারতে ভুল হয় না ,,,,,,,,,,

আপনার গঠনমূলক লেখাও খুব ভাল লাগে,,,,,,,

ভাল থাকবেন সব সময়,,,,,,,

২৪| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫

s r jony বলেছেন:
চমৎকার লেখার হাত।
আমি এত দিন এই লেখা পড়ি নাই দেখে এখন নিজেই কস্ট পাচ্ছি।
যাই হোক আমার অনুশারিত লিস্টে আপনাকে নিলাম, আশা করি এইরূপ ভালমানের লেখা আর মিস হবে না।

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,,,,,,,,খুবই অনুপ্রাণিত বোধ করছি,,,,,,,,,

ভাল থাকেন
সুন্দর থাকেন
সুস্থ্য থাকেন
নিরাপদে থাকেন

২৫| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:০২

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ভাল লাগল :)

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য ১টা ধন্যবাদ আর ভাল বলার জন্য আরো একটা ধন্যবাদ,,,,,,,,,,,,,,,

শুভকামনা

২৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮

অদৃশ্য বলেছেন:




লিখাটি খুব ভালো লাগলো আমার... একটি নিস্তেজ সূর্যের হৃদজলকাঁপানো দিন ও নক্ষত্রহীন রাতের উপলব্ধিটা বেশ ভালোই হলো আমার...মাঝখান থেকে কাব্যটা আলাদা এক স্বাদ তৈরী করলো...

সুন্দর দৃশ্য তৈরী করা গেলো... আশাকরি আপনার আরো লিখা পড়বার সুযোগ হবে...


শুভকামনা...

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখাটি ভাল লেগেছে জেনে আমারও খুবই ভাল লাগলো।

ভাল থাকবেন সবসময়,,,,,,,,,

নিরন্তর শুভকামনা

২৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

আদম_ বলেছেন: সুন্দর লেখা

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ

ভাল থাকবেন নিরন্তর,,,,,,,,,,,

২৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪

শাহেদ খান বলেছেন: এবার সত্যি বড়বোনের মত কথা বললে, লায়লা'পু ! এমনটা আমিও চেষ্টা করি সবসময় - নিজের জানাটুকু শুধু শেয়ার করতে, কারও উপর প্রভাব ফেলতে নয়।

তোমার কথাগুলো কয়েকবার পড়লাম - কেয়ার অ্যান্ড প্রেয়ার... অনেক ভাল লাগা জানবে। 8-|

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুম,,বড় বোন বলে কথা !!

সব কিছুই পরিবর্তন হচ্ছে,,,সম্পর্কগুলো মেকি হয়ে যাচ্ছে/কোনটা আসল আর কোনটা নকল তা বোঝা যায় না,,,অফিস, আদালত, মিডিয়া, লেখনীপাড়া, বাক স্বাধীনতাসহ/নীতিনির্ধারনীসহ সব জায়গাতেই পক্ষপাতদুষ্টু হয়ে যাচ্ছে,,,,,,একটুখানি পা পিছলেই আলুর দম,,,,,,,,,,,,,,,,

সব স্থানেই ভাল থেক ভাই,,,,,,,,,এগিয়ে যাও মাটির প্রদীপ হাতে নিয়ে,,,,,,,,এই মাটির প্রদীপই তোমাকে পথ দেখিয়ে আসল গন্তব্যে পৌছে দিবে,,,,,,,,,,,,,যা তোমার লক্ষ্য,,,,,,,,,,,,,,

অনেক অনেক শুভকামনা সব সময়

২৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:০৯

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু :) ভালো লাগল খুব :)

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভীষণ ভাল লাগছে,,,,,,,,,,ভাল থাকবেন সব সময়,,,,,,,,,,,,,,,,,,

৩০| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৬

হানিফ রাশেদীন বলেছেন: গদ্য আমাকে টানে নি। কবিতা অসাধারণ, এর সরলতা আমাকে বেশ মুগ্ধ করেছে।

''পুরবেলায় নাইতে আসে
বামুন বাড়ির রানী!
কদম তলায় বংশী বাজায়
ঢাকার পোলা সানী!''

``ঢাকার পোলা সানী!'' এখানে এসে আমি হোঁচট খেলেও এবং কবিতাটি স্থুলতায় নিমজ্জিত হবে ভাবলেও। একটু-আধটু বাদে এটি অসাধারণতম সুন্দর একটি কবিতা। এর উপস্থাপনার সহজতার জন্য আমার আরো অনেক ভালো লেগেছে।

কদম গাছ, বংশী এর সাথে রাধা-কৃষ্ণের বিষয়-আশয় আছে; এবং সেই প্রেমর প্রতিফলনই এখানে বলা য়ায়। রাধা-কৃষ্ণের নাম না আনলেও অন্য নাম আনা যায়। সানী-রানী এসে কবিতাটিকে স্থৃল করে দিয়েছে। যেমন_

''বামুন বাড়ির রানী! / ঢাকার পোলা সানী'' এবং এরকম যত লাইনে সানী-রানী আছে শুধু নামটাই খাপছাড়া। নাম ছাড়া অবশ্য ''ঢাকার পোলা'' এটুকও খাপছাড়া। এছাড়া_

''পাঁচ-ছয় দিন গেলে''_এটি অংক নয় যে...। শুধু লাইনটা উঠিয়ে দিলেও হয়। অথবা অন্যভাবে ভাবা য়ায়।

ভালো লাগা থেকেই এমন করে বলা। সমালোচনা করার জন্য সমালোচনা করি নি।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি সব সময় সমালোচনাকে স্বাগত জানাই। এবারও তার ব্যতিক্রম হবে না,,,,,,,,,,,আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এই সরল গদ্য আর পদ্যের ভিতর একটা নির্ভেজাল সত্য লুকিয়ে আছে,,,,,,,প্রেম তো আর জাত পাত মানে না, হিন্দু মুসলমান মানে না,,,,,,,,,,,,এটা সত্য ঘটনাকে আমি হালকার উপর তুলে ধরেছি। তাদের আসল নাম না দিয়ে শুধুমাত্র ধর্মভিত্তিক নাম ব্যবহার করেছি মাত্র। আমার সাহস কোথায় তাদের প্রেমকে অস্বীকার করি। যে মুসলিম ছেলেটি তার নানী বাড়ি কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিল তার সাথেই ৫/৬ দিন পর ভাব হয়ে যায় একজন হিন্দু বালিকার,,,,,,,,,,,,,,। সেই বালিকাতো আমার শ্রদ্ধেয় দিদি,,,,,,,,,,,যাকে আমি এখনো ভালবাসি। একটু খেয়াল করলে দেখবেন আমি তাকেই কবিতাটি উৎসর্গ করেছি,,,,,,,,,,,,,,,,,,,,

ভাল থাকুন নিরন্তর

৩১| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫৩

অপ্‌সরা বলেছেন: রাশেদীন ভাইয়ার মত আমারও মনে সানী আর রাণীর খটকা লাগলেও আর সবাখানে এত এত ভালোলাগা আপুনি।


অনেক অনেক সুন্দর ভালোলাগাময় একটা লেখা!

অনেক অনেক ভালো থাকো আপুনি।:)

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অপ্সরা আপুনি তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য,,,,,,,,,,,,,

তোমার মনে যে খটকা লেগেছে তার @ হানিফ রাশেদীন ভাইয়ের মন্তব্যের জবাবে দে'য়া আছে,,,,,,,,,,

ভাল থেক আপুনি,,,,,,,,,,,,,,,

৩২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমরা হিন্দু মুসলমান একই এলাকায় মিলে মিলেই বড় হয়েছি,,,,,,,আমরা এক ধর্মের লোক অন্য ধর্মকে কোন সময়ই আঘাত করি নাই/দেই নাই। বিভিন্ন পার্বন/উৎসবে আমরা একে অপরের বাড়িতে বেড়াতে যেতাম। আমার বান্ধবীরাও বেশির ভাগ হিন্দু। ভাই, মা, বাবা ছাড়াও যার অবদান আমার এই পজিশনে আসতে সেতো আমার প্রিয় শিক্ষক,,,তিনিও কিন্তু হিন্দু। তিনিই আমাদের শিখিয়েছেন সবাইকে শ্রদ্ধা করতে,,,,,ধর্মের চেয়ে মানবতা বড়।
মনে পড়ে আমরা চাঁদা তুলে স্বরস্বতী পূজা আর মিলাদ করতাম স্কুলে,,,,,,,। আমাদের এলাকার হিন্দু মুসলমান মিলে সকলের বাড়ি হতে ধান আর টাকা তুলে কালি পূজা করতো,,,,,,,,,,,,।
আমাদের বাড়িতেও কোন উৎসব হলে হিন্দুদের জন্য আলাদা খাবার রান্না করা হতো,,,আর সেই খাবার রান্না করতো হিন্দুদের মধ্যে হতে কেউ,,,,,,,,,,,। ঠিক উল্টোটা আবার হিন্দুরা আমাদের জন্যও করতো।

আমি খুবই মিস করি পাড়ার হিন্দু দাদা,দিদি, মাসী, মেসো, মামা, কাকা, কাকীদের যেমনটি মিস করি মুসলীম আত্মীয় আর পাড়া পড়সিকে।

এখনো মনে হলে ছোট বেলায় হারিয়ে যাই,,,,,মনে পড়ে সবাইকে,,,,,,,,,।

এই লেখার মধ্যে শুধুমাত্র শুধুমাত্র একটি সত্য প্রেমকে ফুটিয়ে তোলা হয়েছে,,,,,,,,,,যে প্রেম পূর্ণতা পায়নি,,,,,,,,,গ্রামের কেউ কেউ জানার পরপরই আমার সেই দিদির বিয়ে দিয়ে দেয়,,,,,,,,,,,,,। এখানে শুধুমাত্র ধর্ম বাধা হয়ে দাড়িয়েছিল,,,,,,,,,,। কিন্তু এই সমাজে বাস করতে হলেতো সামাজিক রীতিনীতিকে সম্মান করতেই হবে,,,,,,,,,,,আর তাইতো তারা মেনে নিয়েছিল,,,,,,,,,কিন্তু মনে নেয় নাই। জানিনা হয়তো এই সময়ে হলে তারা কি করতেন !!!!!!

সকলকেই শ্রদ্ধা

৩৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০৫

রাতুল_শাহ বলেছেন: ধূর আপু গুগল ভাইয়ার কাছে একটা কদম ফুলের ছবিও পান নাই।

আমি ধার দিলাম, পরে শোধ করে দিয়েন

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বিশ্বাস কর ভাই,,,এই কদমের ছবিইতো আমার কাছে ছিল না,,,,,,,,,ওহ্ দারুন,,,,,,,

তোমাকেও কদম ফুলের সুভেচ্ছা,,,,,,,,,

কেমন আছো ভাই,,,,,,!!! ব্লগে একটু অনিয়মিত হবার কারনে অনেক দিন হলো দেখি না,,,,,,,,

ভাল থেক
সুন্দর থেক
সুস্থ থেক
নিরাপদে থেক,,,,,,,,,,,,,,,,,,,

৩৪| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ......। :)

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ মনিরা আপু,
ভাল থাকবেন

৩৫| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:০৭

সকাল রয় বলেছেন:










সুন্দর সৃষ্টি

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য । ভাল থাকবেন নিরন্তর

৩৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রামীণ পটভূমির চমৎকার চিত্রন । +++++

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন

৩৭| ৩০ শে মে, ২০১৩ ভোর ৬:২৫

রোজেল০০৭ বলেছেন: বর্ষায় কদম ফুলের শুভেচ্ছা।

লেখনী ও বর্ণনা সাহিত্য রসে ভরপুর।

ভালো লাগলো।

৩০ শে মে, ২০১৩ সকাল ১০:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য এবং সেই সাথে একটু হলেও ভাল লাগার জন্য।

অনেক অনেক শুভকামনা,,,,,,,, ভাল থাকবেন

৩৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব ভাল্লাগসে লিখাটা ||

৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
ভাল থাকুন সব সময়,,,,,,,,,,,,,,,,,,

৩৯| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:২০

ইনকগনিটো বলেছেন: খুব সুন্দর কল্পচিত্র এঁকেছেন আপনি।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একটু চেষ্টা করেছিলাম ভাই,,,,,,কিন্তু যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি হয় নাই
উৎসাহ দে’য়ার জন্য আন্তরিক সাধুবাদ জানাচ্ছি,,,,,,,,

শুভকামনা সব সময়

৪০| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩২

যুবায়ের বলেছেন: গ্রামের পঠভূমির চমৎকার চিত্রায়ন....
শুভকামনা রইলো..

৩১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ যুবায়ের ভাই।
অনেক অনেক শুভকামনা সব সময়

৪১| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৪২

ফালতু বালক বলেছেন: অতি অসাধারণ, ভালো লাগলো আপু।

৩১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ

ভাল থাকবেন সব সময়

৪২| ৩১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৭

আরজু পনি বলেছেন:

কদম ফুল, কতো ভালোবাসার, কতো আপন, কতো মায়ার একটা ফুল!
ভালো লাগা রইল।।

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কদম ফুল খুবই সাধারণ একটি ফুল,,,কিন্তু যদি সেখানে ভালবাসার ছোঁয়া থাকে তবে তা হয়ে যায় অসাধারণ,,,,,,অতি আপন,,,অতি মায়াময় বন্ধনে জড়ানো একটা ফুল,,,,,,,,,,,,,

আপনার মন্তব্য পড়ে ভীষণ ভীষণ ভাল লাগলো
শুভকামনা সব সময়,,,,,,,,,,,,

৪৩| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঘাসফুল বলেছেন: এবার কিছু গাছ লাগাবো ভাবছিলাম, কদম গাছও থাকবে একটা :)


৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গুড আইডিয়া,,,,গাছ লাগান,,,,,,,,,কদম গাছ,,,আর সাথে যদি একটা বকুল লাগান তো মন্দ হয় না,,,,,,,,,,,,,,,,

শুভকামনা রইল,,,,,,,,,

৪৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ৩:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: লিখার গ্রামীণ আমেজটা ভাল লাগল ।
লিখাটা পড়ার সময় গ্রামের ছবি চোখে ভাসছিল ।

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গ্রামের অরিজিনাল বিষয়গুলো এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে,,,,,,,গ্রামের মানুষগুলোও এখন মিডিয়ার কারণে অনেকটাই মেকী হয়ে যাচ্ছে,,,,,,শহরের ছেলেমেয়েরা গ্রামীন কালচার সম্পর্কে তেমন জানে না,,,,তাই আমি একটু হলেও ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি মাত্র,,,,,,,,,,,

পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ

ভাল থাকবেন নিরন্তর,,,,,,,,,,

৪৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:৩১

ভিয়েনাস বলেছেন: একটা সময় গেছে যখন কদম গাছে উঠে কে কয়টা কদমফুল পেড়ে আনতে পারে তার প্রতিযোগীতা করেছি.... আপনার লেখা পড়ে সেই সব দিন গুলির কথা মনে পড়ে গেল। একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা আপনাকে :)

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব ভাল লাগলো যে আপনি আমার ব্লগ পাড়ায় বেড়াতে এসেছেন,,,,,,,,,,, আপনাকেও একমুঠো বৃষ্টি আর একগুচ্ছ কদম ফুল দিলাম,,,,,,,,,,,,,,,,ভাল থাকেন,,,,,,,,,,,,,,,

৪৬| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৫

জাতির নানি বলেছেন: পুষ্ট মনে ধরেছে নাতীন

++++++++++++

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নানি আমার পোস্ট পছন্দ করেছে,,,,,,,ওহ্ ,,,,,,,,আমার মনটাই ভাল হয়ে গেল,,,,,,,

অনেক অনেক শুভকামনা,,,,,,,,সকাল - সন্ধা - সাঝে

৪৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখা
অনেক অনুভুতি
এল আষাঢ়
বৃষ্টি স্নাতে নেই কোন ক্ষতি

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই আষাঢ়ে আপনাকে জানাই কদম ফুলের শুভেচছ।
ভাল থাকবেন নিরন্তর,,,,,,,,,,,,

৪৮| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

মাহমুদা সোনিয়া বলেছেন: সত্যিই চমৎকার!! :)

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি তোমাকে,,,,,,,,,,,
অনেক ভাল থেক,,,,,,,,
নিরন্তর শুভকামনা

৪৯| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩

শায়মা বলেছেন: নাই নাই নাই তো


আে লেখা নাই তো আপুনি!!!

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি,,,,,,,,,, একটু ফ্রি হলেই আবার লিখব,,,,,,,,,
অনেক শুভকামনা,,,,,,,,,,,

৫০| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২

শাহরিয়ার রিয়াদ বলেছেন:

এমনি করেই ভাব হয়ে যায়
পাঁচ-ছয় দিন গেলে
কত কথা হয় যে তাদের
বসে কদম ডালে!



কদম ফুল আর সানীর কাহিনী শুনে জলের গান 'বকুল ফুল' মনে পড়ে গেল।

যার সনে যার ভালবাসা, সে'ই তো মজা লুটে লো।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ঠিকই বলেছেন,,,,,,,,যার সাথে যার ভালবাসা,,,,,,,,,
ভাল থাকবেন নিরন্তর

৫১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাংশ পড়ে জসীম উদ্‌দীনের কবিতার স্বাদ পেলাম। ভালো লাগলো আপু।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ,,,,,,,,
শুভকামনা সব সময়,,,,,,,,,,,,

৫২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

যাযাবর৮১ বলেছেন:

তব লিখায় আহা জেগেছে আশা :)
খুঁজে পাক লিখায় প্রাণের ভাষা :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর দেখা। আশা করি ভাল আছেন। আপনার মত কবে যে এমন ছন্দময় করে লিখতে পারবো !!! আপনার লেখাগুলো আমার ভাল লাগে,,,,,,,,,,,,,,,,,,,,,ভাল থাকবেন সব সময়

৫৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

সরকার পল্লব বলেছেন: অসাধারণ লেখা। খুব ভাল লাগলো।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ভাল থাকুন

৫৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৪

খেয়া ঘাট বলেছেন: চমৎকার লিখা। অনেকদিন পর আসলেন মনে হয়।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অফিসিয়াল কাজে এত ব্যাস্ত থাকতে হয়যে প্রাণ ভরে লিখার সময় পাই না।
ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ,,,,,,,,,,,,,,,শুভকামনা সব সময়

৫৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

অস্পিসাস প্রেইস বলেছেন: শুভকামনা................

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও শুভকামনা। ভাল থাকবেন নিরন্তর

৫৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

ইষ্টিকুটুম বলেছেন: দিদিকে নিয়ে কথামালা বেশ ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা

৫৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

লেখোয়াড় বলেছেন:
আপা কেমন আছেন?
অনেকদিন নতুন লেখা পোস্ট করছেন না।

আপনাকে আর আপনার লেখাকে মিস করি।
লিখুন শীঘ্রই।

ভাল থাকুন এই শুভকামনা।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্যাস্ততার কারণে লিখতে পারছি না,,,,,,,,,তবে শিঘ্রই লিখবো,,,,,,,,অনেক অনেক শুভকামনা,,,,,,,ভাল থাকুন,,,,,,,,,

৫৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯

তুহিন সরকার বলেছেন: কদম ফুলে ভালবাসা এ যেন এক বালবাসার কাব্যগাঁথা।

ধন্যবাদ।
ভাল থাকুন অবিরত, শুভকামনা সতত।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তুহিন,,ভাই আমার পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন নিরন্তর,,,,,,,,,,,

৫৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: অতি যত্নের রত্ন কথা
লাগল বেশ ভাল
কথা ও কবিতা
জ্বালল মনে আলো

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ

৬০| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

শাবা বলেছেন: চমৎকার লেখা, ভাল লাগলো।
কে আপনার মঞ্জুদি? তাঁর পরিচয় জানতে পারলে খুশি হবো।
আবার ব্লগে ফিরে এসেছি, আমন্ত্রণ রইলো।

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার ব্লগ পাড়ায় আসার জন্য আন্তরিক ধন্যবাদ। মঞ্জুদি আমার ক্লাসে সিনিয়র দিদি,,,,,,,,,যে দিদি একজন মুসলিম ছেলেকে ভালবাসতেন,,,,,কিন্তু ধর্ম এতে বাধা দেয় ,,,,পরে জোর করে এক হিন্দু পরিরারের ছেলের সাথে তার বিয়ে হয়,,দুর্ভাগ্যবসত তার সেই ঘরও করা হয়নি,,,বেশ কয়েক বছর পর তার আবার বিয়ে হয়,,,এখন তিনি ইন্ডিয়ায় আছেন,,,,,,,,এই দিদি আমাকে ভীষণ ভালবাসতেন,,,,,,,,,তিনি এখন ইন্ডিয়ার কোথায় আছেন জানি না,,,,,,তবে যেখানেই থাক,,তিনি ভাল থাকুন,,,,,,,,,,,

ভাল থাকেন সব সময়

৬১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: nice!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ,,,,,,ভাল থাকেন নিরন্তর

৬২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৫

রাসেলহাসান বলেছেন: চমৎকার!! নিরন্তর শুভ কামনা।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্ট পড়ার জন্য

৬৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪

কষ্ট - ১ বলেছেন: অসম্ভব সুন্দর । ভীষণ ভাল লাগলো

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা রইল

৬৪| ২৫ শে জুন, ২০১৪ রাত ৮:৪৭

নেহাজাহান বলেছেন: khub bhalo laglo.....apnar bhabona gulo! chomotkar!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.