নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

পতাকা

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

”ধুত্তুরি বালো লাগে না, মা ক্যান যে আমার নাম রাজু রাখলো তা ভাইবা পাই না। ইস্ আমার নামটা বিজয়,,,হুম,,,স্বাধীন রাখলে খুব বালো হইতো। মা কইছে আমার জন্ম নাকি ডিসেম্বর মাসে হইছিল।’ তার চোখে মুখে খুশীর ঝিলিক দিয়ে যায়। রাজু মিরপুর রোড ধরে ধীর পায়ে হাটছে আর মাঝে মাঝে ভাবনার সাগরে বিলিন হয়ে যাচ্ছে। হাতে ধরা পতাকার লাঠি। পিঠে রয়েছে আরো একটা ব্যাগ। তাতে আরো পতাকা আছে। কেউ কেউ এসে তার নিকট হতে পতাকা নিচ্ছে। খুশীমনে পতাকা বিক্রি করছে।

এবার রাজু ডান হাত দিয়ে চুলগুলো পিছনের দিকে ঠেলে দেয়। পিঠের পতাকার ব্যাগটা আবার ঠিক করে নেয়। ’মুক্তিযুদ্ধের সময় বাবার বয়স নাকি ১৪ বছর আছিল। বাবা নাকি পাকহানাদার আর রাজাকারগো খবর মুক্তিযোদ্ধাগো কইয়া দিত। আর মুক্তিযোদ্ধারা আচ্ছামতো রাজাকার আর পাকীদের প্যাদানী দিত। একবার পাকহানাদাররা ২জন মুক্তিযোদ্ধাকে ধইরা নিয়া গেল । বাবা দৌড়াইয়া অন্য মুক্তিযোদ্ধাগো খবর কইল। আর হক্কলে আইসা ঢিস,,,ইসসসসস, গুরুরুরুমমম কইরা সব কটা পাকী মাইর‌্যা সাফ কইরা দিল। ঐসময় নাকি ৫ জন মুক্তিযোদ্ধা মইর‌্যা গেল। আহারে রে। আমার বাবার পায়ে একটা গুলি আইসা লাগছিল। বাবা গড়াইতে গড়াইতে ঝোপের আড়ালে পইড়্যা আছিল। তা না হইলে কিযে হইতো। বাবারেও মাইর‌্যা ফ্যালাইতো। কত কষ্টেযে বাবা ঐহান থিকা উইঠ্যা আইছিল। সেই থিকা বাবা আর আগের মত হাটতে পারত না। ইসসিরে আমি যদি ঐ সময় বড় থাকতাম,,, সব কটা রাজাকার আর পাকীদের মাইর‌্যা সাফ কইর‌্যা ফালাইতাম। এহন বাবার মত আমার বয়স ১৪ বছর।,,,’ এমন সময় একজন স্কুল ছাত্র আসে, বলে ’একটা পতাকা দেন’। রাজু পতাকা দেয়। রাজুর কথামত সে দাম দেয়। রাজু ভাবতে থাকে ’আমি যদি আবার স্কুলে যাইতে পারতাম, কত্ত কিছু শিখতে পারতাম। বাবা মইরা গেল, আর পড়তে পারলাম না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে’। কাঁধে রাখা গামছা দিয়ে চোখ মুছে। ঘুরে দাঁড়িয়ে স্কুল ছাত্রটিকে ডাক দেয়,’ ও ভাই হুনেন’। ছাত্রটি রাজুর কাছে আসে, বলে ,’ কি বলেন?’ রাজু তার হাতে পতাকার টাকাটা তুলে দেয় এবং বলে,’ এই ট্যাহাটা রাইখা দেন। ট্যাহা লাগবো না। ছাত্রটি বলে,’ টাকাটা আপনি রাখেন।’ রাজু বলে,’ অনেক পতাকা বেছুম, এইট্যা আমি আপনারে এমনিই দিলাম।’ ছাত্রটি খুশী হয়। সে ব্যাগ খুলে পাঁচটি লজেন্স দেয়। বলে,’ এইট্যা আপনি খাবেন।’

রাজু একটা লজেন্স মুখে দিয়ে হাটতে থাকে। ’গ্রামে যখন থাকতাম, কত্ত মজা করছি, একবার ১৬ই ডিসেম্বরে ইসকুলে কত্ত গান, নাটক, খেলা হইল। সবাইরে একটা কইরা পতাকা দিছিল। আমি ৩টি খেলায় প্ররথম হইছিলাম। তহন ৪র্থ শ্রেণীতে পড়তাম। সেইদিন বাড়ি ফিরনের সময় আমি, ফুলকি আর করিম সরিষা খ্যাত দিয়া পতাকা হাতে দৌড়াইতেছিলাম। চারদিকে সরিষা ফুলের গন্ধ, অহ্ কিযে আনন্দ। এমন সময় কান্নার আওয়াজে আমরা পিছন ফির‌্যা তাকাইলাম। দেহি ফুলকি খ্যাতের আইলের উপরে বইসা কানতেছে। সামুকে পা কাইট্যা রক্ত পড়তেছিল। আমি কইছিলাম, একটুখানি কাটছে তাই কানতোছোস, হাটতে পারতোসোছ না। ঐ দেখলি না নাটকে দেহাইলো, কত্ত জায়গায় গুলি লাগলো, তারপরও যুদ্ধ করতেছে।’ আড়ংএর সামনে দিয়ে যাওয়ার সময় আবার ডাক পড়লো, ’এই পতাকা দাও তো’। একটা পতাকা বেচতে যেয়ে রাজুর ২৫টি পতাকা বেচা হয়ে গেল। ওর মনটা খুবই খুশি হয়ে গেল। মনে মনে বলল,’ ঐ স্কুল ছাত্র মনে হয় দোয়া করেছে। সে এইবার দোকান থেকে একটা সিংগারা খেল, সেভেন আপএর দিকে তার নজর গেল। খুব লোভ হলো একটা সেভেন আপ খেতে। রাজু ভাবলো, নাহ্ ওইডা খাইলে ট্যাহা কইম্যা যাইবো। আবার সে হাটতে শুরু করলো। ’ক্লাস ফাইভে ৬ মাস পড়ছিলাম। বাবা অসুস্থ হইলে মার সংসার চালাইতে খুব কষ্ট হইতেছিল। ৬ ভাইবোন। আমিইতো হক্কলের ছোড। দুইভাই বড়, বিয়া কইরা শ্বশুর বাড়ী থাহে। তাগো ছোটখাট মুদির দোহান আছে। আমগো খোঁজ খবর নেয় না। তারা ইচ্ছা করলে আমারে পড়াইতে পারতো। থাইকগ্যা কি আর কিরা। ২ বোইনের বিয়া হইছে। একজনের অবস্থা একটু ভালই। ঐদুলাভাই রাজাকারগো পক্ষে কথা কয়। কয়,’আমরা পাক আমলেই ভাল আছিলাম’। আসলে ওডা একটা শয়তান। এইজন্যই ঐ বাড়ীতে যাই না।’ রাজু পতাকার লাঠি বাম ঘাড় হতে ডান ঘাড়ে নেয়। ’ বাবা মইরা যাওনের পর থিকা মা কত্ত কষ্ট করলো। ভাইরা আগাইয়া আইলো না। আমারে কাম করনের লাইগা শহরে একটা হোটেলে পাঠাইলো। ইস কি যে কষ্ট করছি সেইহানে। ঠিকমত খাইবার দিত না। কতায় কতায় মারতো। পরে ঐহান থিকা এক কাঠমিস্রি তার দোকানে নিয়া আসে। সে অনেক ভাল। অবসর সময়ে আমি অন্য কাজও করতে পারি। মা কইছে ’টাকা জমাইতে হইবো। ছোড বোনটারে বিয়া দিতে হইবো। আর কয়, সব সময়ই সৎ থাকবি। সৎ চিন্তা করবি। কামে ফাঁকি দিবি না।’ আমিতো তাই করি। আমারে একদিন ফরকান কত্ত অনুরোধ কইরা কইছিল, এক ছিলিম গাঁজা খাওনের জন্যি, তাও খাই নাই।,,,, এমন সময় একটা ডাক আসে,,, একটা পতাকা দাও। রাজু পতাকা দেয়। টাকাটা পকেটে রাখে। রাস্তার ধারে বসে পতাকাগুলো ঠিক করে নেয়। একজন ৪০/৪৫ বয়সী লোক রাজুকে বলে এই ছ্যামড়া, অন্য কাম করতে পারোস না।’ রাজু হাসে আর বলে, এইড্যাও তো খুব ভাল কাম। দেশের কাম করা হইতেছে। লোকটি বলে তোর চাপায় দেহি জো-র আছে। কানের কাছে মুখ নিয়া চুপি চুপি বলে তুইতো ঢাকা শহরের অলি গলিতে ঘুরতাছোস, তোর কাছে কয়েকটা প্যাকেট দিমু, তুই শুধু ঠিক জায়গায় পাঠাইয়া দিবি, কারো কাছেই কবি না, কামডা পারবি তো? ভাইবা দেখ, তোরে ম্যালা টাকা দিমু।’ রাজুর মুখটা কালো হয়ে যায়। বলে, আমি পারুম না। এইডাতো খারাপ কাম। লোকটি বলে,’তুমি খুব ভালা কাম করতাছো? পত্তাকা বেইচা কি করবি, বড়লোক হবি?’ বাবার কথাগুলো মনে পড়ে রাজুর। বাবা একদিন কইছিলেন,’ পতাকার দিকে চাইলে দেশের কথা মনে করবি। এই পতাকারে সম্মান করা মানে দেশরে সম্মান করা। দেশের সাথে বেইমানী করবি না।’ রাজু বলে পত্তাকা বলবেন না, বলেন পতাকা। এইড্যা জাতীয় পতাকা। সম্মান কইর‌্যা কথা কন।’ লোকটি বলে ইসরে আমার পত্তাকা, সম্মান কইর‌্যা কথা কওয়া লাগবো।’ রাজুর রাগ নিয়ন্ত্রন করতে পারে না। সে এক দলা থুথু লোকটির গায়ে ছুঁড়ে দেয়। লোকটি রাজুকে কিল থাপ্পড় মারে। রাজু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে সে লোকটি দিকে তাকায়। রাজুর মনে হয় এই লোকটি পাকী অথবা রাজাকার। সমস্ত শক্তি দিয়ে উঠে লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। দুচোখ তার জ্বলছে। লোকটির সামনে গদাম করে একটা লাথি মারে। লোকটি উহ্ করে উঠে। এবার উত্তম মধ্যম দিতে থাকে। লোকটিও অনেক জোরে আক্রমন করে। রাজুর গাঁয়েও এখন অনেক শক্তি জমা হয়েছে। আরো জোরে জোরে লাগাতে থাকে। এক সময়ে আবার সে সামনে গদাম করে লাথি মারে। লোকটি এবার পড়ে যায়। সে আবার উঠে রাজুর চোয়ালে জোরে একটা কিল লাগিয়ে জোড়ে দৌড় লাগায়। রাজুর মাথাটা ঘুরে যায়। সে মাটিতে বসে পড়ে। সামনের দিকে তাকিয়ে লোকটির দৌড় দেখতে থাকে। মুখ দিয়ে বের হয় ’শালা রাজাকার’। পতাকাগুলো এদিক ওদিক পড়ে ছিল। সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেয়। একটা পতাকা রাজু পরম মমতায় বুকে আকড়ে ধরে। চোখ দিয়ে তখন গড়িয়ে পড়ছে আনন্দ ঝর্ণাধারা।

মন্তব্য ৭৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

পুংটা বলেছেন: রাজু নামডা বাল। মিনা কার্তুনে ছুড ভাইডার নাম “রাজু”

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: :-B :-B =p~

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

শেরজা তপন বলেছেন: দারুন লিখেছেন আপা। মোহিত হয়ে পড়লাম।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই,,,,,,বিজয় দিবসের শুভেচ্ছা,,,,,,,,,ভাল থাকেন সব সময়

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লিখেছেন। বিজয় দিবসের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া,,,,,,,,আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ বিজয় দিবস। ভাল্লাগছে আপু।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া পোস্টটি পড়ে বলেছো ভাল লেগেছে,,,,,,,,,একারনে আমারও ভীষণ ভাল লেগেছে,,,,,,,,,,,,,,,,বিজয় দিবসের শুভেচ্ছা,,,,,,,,,,,,,,

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

সায়েম মুন বলেছেন: সুন্দর। খুব ভাল লাগলো পতাকার গল্প। শুভেচ্ছা রইলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই,,,,,,,,,,, আপনাকেও শুভেচ্ছা,,,,,,,,ভাল থাকবেন নিরন্তর

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

শায়মা বলেছেন: মুগ্ধতা!!!

আপুনি কেমন আছো???

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল আছি আপুনি,,,,,,,,তুমিও ভাল থাক নিরন্তর

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৯

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন, বড়দিনের শুভেচ্ছা!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা,,,,,,,,,ভাল থাকুন, সুস্থ্য থাকুন,,,,আর সেইসাথে নিরাপদে থাকুন

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

মোঃ ইসহাক খান বলেছেন: বর্ণনার ভঙ্গীটি বেশ প্রাঞ্জল, প্রাণবন্ত।

শুভেচ্ছা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি আপনার ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো,,,,,,,ভাল থাকবেন নিরন্তর

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভেচ্ছা রইল,,,,,,,,,,,,,অনেক অনেক শুভকামনা,,,,,,,,,

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর আপু

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া,,,,,,,,,,,,ভাল থাকবেন নিরন্তর

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকেন নিরন্তর

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

সকাল রয় বলেছেন:
যুগল চরিত্র না থাকলে গল্প গুলো বেোধ হয় জমে না। আঞ্চলিক ভাষার ব্যবহার গল্পটাকে দারুন চমক দিয়েছে। আরেকটু ঘষামাজা করলে একটি সার্থক ছোটগল্প হিসেবে রুপ পাবে।

অনেক ভালো লাগলো।

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ,,,,,,,,এমন উৎসাহ পেলে লিখতেই ইচ্ছে করে,,,,,,,,ভাল থাকবেন

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

সংগ্রামী বালক বলেছেন: অনেক দেরীতে হলেও গল্পটি পড়ে ভালোই লাগলো।নব বর্ষের শুভেচ্ছা রইলো।

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ,,,,,,আমার ভাল লাগলো যে আপনি পোস্টটি পড়েছেন,,,,,,,,,,,নিরন্তর শুভকামনা

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক সুন্দর হয়েছে :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো,,,,,,,,,আপনিও ভাল থাকবেন

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো,,,,,,,,,আপনিও ভাল থাকবেন

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

এক্স রে বলেছেন: ভালো লাগা রেখে গেলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,,,,,,,,,শুভকামনা রইল

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন তো।
ভালো লেগেছে অনেক :)

(অ ট : ফেবুতে আপুনিকে মাঝে মাঝে দেখি আমার প্রোফাইলে আসেন, ভালো লাগে অনেক।একবার ভাবি ইনবক্সে নক দেই কিন্তু পরে আর দেইনা, ভয় লগে #:-S :|| )

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার জন্য নতুন বছরের শুভেচ্ছা,,,,,,,,,পোস্টটি ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো,,,,,,,,,,,
আমি আপনাকে ফেবুতে রিকুয়েস্ট পাঠাবো,,,,,,,,,,,,ভাল থাকেন

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০

শাহেদ খান বলেছেন: লায়লা'পু, দারুণ লেখা। একটানে পড়ে গেলাম, আমার অনেক ভাল লাগল।

প্রার্থনা আর শুভকামনা, সবসময়ের জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মত করে এত সুন্দর আর সাবলীল লিখতে পারি না,,,,,,,,,,তারপরও ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো,,,,,,,,,,,,,,,,আপনার জন্য অনেক অনেক শুভকামনা,,,,,,,,,,,

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

ইখতামিন বলেছেন:
গল্পটা সুন্দর হয়েছে। আঞ্চলিকতার ব্যবহারও দারুণ।
নববর্ষের শুভেচ্ছা রইল

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি ইচ্ছে করেই গল্পে আঞ্চলিক ভাষা ব্যবহার করি,,,,,,,,,,আঞ্চলিক ভাষা বেঁচে থাক,,,,,,,,,,,,নতুন বছরের শুভেচ্ছা,,,,,,,,,,,ভাল থাকেন

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

দীপান্বিতা বলেছেন: সুন্দর ...... নতুন বছরের শুভেচ্ছা :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দিদি আশা করি ভাল আছেন,,,,,,,,,,আপনার লেখাগুলো অসাধারণ,,,,,,,,,,,আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা,,,,,,,,ভাল থাকবেন নিরন্তর

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

বেলা শেষে বলেছেন: Assalamualikum, befor compliment- i have to study your all writing- not only one or two. It Looks like you are a good writer, good qualitty , good decoreted, good Styling writer- with sensibility.I know you are a " Long time" Bloger. Thenk you very much for good writing- Salam & Respect to all of you.!

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হ্যা আমি অনেক দিন ধরে ব্লগে আছি,,,,,,,,,,,,কিন্ত লেখার সময় ঐভাবে পাই না,,,,,,,,,,,,,।
আপনার অনুপ্রেরণা আমাকে উৎসাহ জোগাবে আরো লিখতে,,,,,,,,,,

ভাল থাকুন নিরন্তর

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! ভালো লিখেছেন। আমি এত পড়ে এসে পড়লাম। বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেরিতে হলেও আমার ব্লগ পাড়ায় আপনি এসেছেন ,,,,আমার ভীষণ ভাল লাগছে,,,,,,,,,,,,,।

আপনার প্রতিটি লেখা দারুন ,,,,,,,

ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

রহস্যময়ী কন্যা বলেছেন: আমি আপনার সাথে অনেক আগে থেকেই এড আছি আপু,
এক টুকরো মেঘ :P

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২০

আমিই মিসিরআলি বলেছেন: ব্লগের + বাটন কাজ করছে না অনেকদিন হল /:)

তবুও +++++++++++++++

ভালো থাকবেন এবং শুভকামনা জানবেন :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুম !!! এত্তগুলো প্লাস পয়ে আমি ভীষণ ভীষণ খুশি,,,,,,,,,,,, =p~ =p~

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

ভুলে ভরা জিবন বলেছেন: ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে যুক্তিহীন বিতর্কে‌র অবসান
Click This Link

মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপলক্ষে খুশি প্রকাশ করা ফরয-ওয়াজিব।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ,,,,,,,,,ভাল থাকুন

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

সুরঞ্জনা বলেছেন:

বাহ!!!




















১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ,,,,,,,ভাল থাক সব সময়

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ভাল লাগলো আপু ।
নিরন্তর শুভকামনা

১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তিরিক ধন্যবাদ,,,,,,,,,,আপনার জন্য অনেক অনেক শুভকামনা

২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি কী হারায়ে গেলেন?




ধন্যবাদ। ভাল থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হারিয়ে যাইনি,,,,,,,,,,,সময়ের বড়ই অভাব,,,,,,চাকুরীজনিত ব্যাস্ততা,,,
ভাল থাকবেন, সুস্থ থাকবেন

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

মেহেরুন বলেছেন: Click This Link

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু বেড়িয়ে আসলাম,,আপনার দেয়া লিংক হতে,,,,,,,আমি হতবাক হয়ে গিয়েছি,,,,,,,,,,।
যাইহোক আপনার জন্য শুভকামনা

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

দীপান্বিতা বলেছেন: :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দিদি আশা করি তুমি ভাল আছ,,,,,,,,,তোমার জন্য শুভকামনা

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

রাসেলহাসান বলেছেন: ভালো লাগলো। সুন্দর লিখেছেন।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাসেন হাসান ভাই,,,,,,,,,,শুভকামনা

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

অদৃশ্য বলেছেন:





দারুন লিখা...


শুভকামনা...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,,,,,,,,,ভাল থাকবেন

৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই,,,,,,,,,নিরন্তর শুভকামনা

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: অসাধারণ লাগলো। সবচেয়ে ভাল লাগলো একটা দৃশ্য কল্পনা করে। তিনটি শিশু সরিষা ক্ষেতের মধ্যে দিয়ে পতাকা নিয়ে দৌড়ে যাচ্ছে। এক কথায় চমত্‍কার :-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। শুভকামনা নিরন্তর

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৫

মিজানুর রহমান মিলন বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু । বালো লাগলো ।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লেগেছে জেনে খুব ভালো লাগছে,,,,,,,,,,ভাল থাকবেন

৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

স্বপ্নিল পথিক বলেছেন: চমৎকার... স্বাধীনতার প্রতিচ্ছবি
ভাল লাগল।
:)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ,,,,,,,,,,,, ভাল থাকবেন নিরন্তর,,,,,,,,,,,,,,,,,

৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

আফ্রি আয়েশা বলেছেন:
দারুণ লিখেছো আপু । দেশের প্রতি ভালোবাসা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছো :)

নতুন পোস্ট কই আপু ?

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপুনি। অফিসের কাজে ব্যাস্ত সময় পার করছি,,,,,,,,, লিখা নিয়ে গভীরভাবে ভাবার সময় পাচ্ছি না,,,,,,,,লিখবো অবশ্যই

৩৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩

কষ্ট - ১ বলেছেন: দেশের প্রতি ভালবাসা ফুটে উঠেছে এই গল্পের মধ্যে দিয়ে-------দারুন

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাললাগার জন্য আন্তরিক শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.