নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

রক্তে ভেজা মানবতা

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৩

ফিলিস্তিনের বাতাসে এখন বারুদের তীব্র গন্ধ
চারিদিক হতে ভয়ংকর রুপে রাহু করেছে গ্রাস
জীবন বাঁচাতে ছুটছে মানুষ সাথে নিয়ে ত্রাস
বোমা দেয়াল হয়ে ঘিরে ধরে তীব্র বিস্ফোরণে
তীব্র আর্ত-চিৎকারে মানুষ মরছে প্রতি ক্ষণে।

বোমার চোরাবালিতে আটকে পড়েছে মানবতা
শিশুর রক্তে লংঘিত হচ্ছে অধিকার
মায়ের রক্তে-বাবার রক্তে সন্তানের আহাজারি
আজ আকাশে ভয়ংকর রক্ত মেঘের ছড়াছড়ি।

হানাদার বাহিনী পাল্লা দিয়ে ধ্বংস করছে বাসস্থান
হাসপাতাল গুড়িয়ে দিয়ে বাবার কোলে তুলে দিচ্ছে সন্তানের লাশ
মানবতায় রক্ত ভিজিয়ে শত্রুরা করে উল্লাস।

উপর হতে বোম পড়ছে, ট্যাংকের গর্জনে প্রতিধ্বনিত হচ্ছে জনপদ
"বাঁচাও আমাদের" শিশুর আবেদনে বাড়ায় দীর্ঘশ্বাস
প্রতি মিনিটে মানুষ মারছে-এ কি তবে পরিহাস!

বোমের আঘাতে মানুষের দেহ হচ্ছে ছিন্ন- ভিন্ন
মধ্যপ্রাচ্য তখন গভীর ঘুমে আচ্ছন্ন
কে ধরিবে হাল, কে উড়াবে পাল, কে হাকিবে হেইয়ো
জাগো বিশ্ব, কণ্ঠে তোল প্রতিবাদ
মানুষ বাঁচানোর মিছিলে হও আগুয়ান।

লায়লা, ২৯ অক্টোবর,২০২৩

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৩

কালো যাদুকর বলেছেন: আমার পরিচিত একজনের বন্ধুকে তিনদিন ধরে কোন খোজ পাচ্ছে না। ডাইনে বায়ে অনেক মানুষের পরিচিত জন মারা যাচ্ছে।

বারুদের গন্ধে
আর মানুষের পোড়া মাংসের গন্ধে
নরক হয়ে গেছে
ঐ শহর।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যা হচ্ছে তা কোন ক্রমেই যুদ্ধ নয়-এটা আসলে একটা গণহত্যা। ইসরাইল সরকার হত্যা করছে লক্ষ লক্ষ তাজা প্রাণ। গাজা শহর যেন মৃত্যুকূপে পরিণত হচ্ছে। পশ্চিমা বিশ্ব ইসরাইলের জন্য মায়াকান্না করছে।

প্রিয় ব্লগার ! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

২| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০২

মিরোরডডল বলেছেন:




প্রতিটা মুহূর্ত এরকম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কাটানো কি ভয়াবহ!!!!!

আমরা নিউজে দেখেই অসুস্থ হয়ে যাই, এতো খারাপ লাগে!
নিতে পারিনা।

আর ওখানে মানুষগুলোর কেমন করে যাচ্ছে জীবন!

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! নিউজে দেখে আমার প্রতিটি মূহুর্ত খুবই কষ্টে কাটছে। এদিকে অফিসে কাজেও যেন ভালভাবে মন বসাতে পারছি না। যারা এই চরম বাস্তবের সাথে মোকাবেলা করছে-তা একমাত্র তারাই জানে !
ইসরাইল মানুষ মারার জন্য মরিয়া হয়ে গিয়েছে -এযে গণহত্যা ! বিশ্বের সকল দেশ হতে প্রতিবাদের ঝড় না তুললে পরিণতি আরো খারাপের দিকে যাবে।

আপনার জন্য শুভকামনা রইলো আপুনি।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৪

মিরোরডডল বলেছেন:




আকটে পড়েছে মানবতা

শব্দটা এখানে আটকে হবে, তাই না আপু?

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি ! এত্ত এত্ত ধন্যবাদ। শব্দটা ঠিক করে দিয়েছি।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:১২

দি এমপেরর বলেছেন: কী অবস্থা সেখানে সেটা আমরা বিভিন্ন খবর দেখে সামান্য আঁচ করতে পারি। আসল অবস্থা পুরোটা সামনে আসছে না। অবরুদ্ধ শহরের বাসিন্দাদের দিন আর রাত কেমন কাটছে আমরা শুধু অনুমান করতে পারি।
দমবন্ধ অবস্থা কাকে বলে সেটা ওখানকার বাসিন্দারা ছাড়া আর কেউ বলতে পারবে না। এই অসহায় মানুষগুলোর দূরবস্থা দেখে হৃদয় দুমড়ে-মুচড়ে যাবে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে নেই। শুধু দখলদার ইসরায়েলের কাছে এসব কোনো বিষয়ই নয়।

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দিন দিন অবস্থা ভয়ানক হতে আরো ভয়াবহ রূপ নিচ্ছে। আমার কাছেও তাই মনে হচ্ছে যে পুরো খবর আমরা জানতে পারছি না। শিশুদেরকে ঢালাওভাবে মারছে। তবে বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান প্রজন্ম দেখছে, জানছে যে ইসরাইল নামক রাষ্ট্র মানুষ মারার কারিগর। তারাও অনেকে গণ হত্য বন্ধ করার জন্য এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে মিছিল করছে।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ রাজীব নুর ভাই। সেইসাথে শুভকামনা নিরন্তর।

৬| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

বিজন রয় বলেছেন: আপা অনেক দিন পর আপনার ব্লগবাড়িতে এলাম।
ভাল আছেন নিশ্চয়ই।

ভাল কবিতায় প্লাস দিয়ে গেলাম।

শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দাদা ! আমি ব্লগে এসে আপনাকে হারিকেন দিয়ে খুঁজেছি। যাক আপনি আমার ব্লগে এসেছেন। ভালো লাগলো---
অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: অসহায়, নির্যাতিত, মজলুম ফিলিস্তিনিদের জন্য কবিতা লিখে তাদের প্রতি সহমহর্মিতা প্রদর্শন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। মানবতার উপর বোমাবাজি করে যে বীভৎস পরিস্থি্তির সৃষ্টি করেছে ইসরায়েলিরা, আজ হোক, কাল হোক এর জন্য তাদের মূল্য দিতে হবে। তাদের বিবেকের কাছেই তারা একদিন জবাবদিহি করবে, বিবেক তাদেরকে দংশন করে যাবে আমৃত্যু।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল ভাই।
আপনার পুরো মন্তব্যটাই একটা ছোটখাট পোস্ট হয়ে গিয়েছে। সময় কাউকেই ছাড় দেয় না। সময়ের থাবা বড়ই কঠিন। মানুষ হত্যার বিভৎস্য খেলায় মেতে উঠেছে ইসরাইল। তাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে। ” আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না।”
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইলো নিরন্তর।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

বাকপ্রবাস বলেছেন: কোন ভাষা দিয়ে নিভবে ফিলিস্তিনের আগুণ জানিনা, সহসা এই আগুণ নেভানোর পক্ষে নেই ইজারাইল ও তার মিত্ররা, তারা সেখানে অনন্ত আগুণ জালাতে ইচ্ছুক। জানিনা এর শেষ কবে।
কবিতায় ফুটে উঠেছে ফিলিস্তিনের আহাজারি।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আসলেও ফিলিস্তিনে কবে শেষ হবে এই মরণ যজ্ঞ- বিশ্বের মোড়লেরা সমস্যাটিকে জিইয়ে রেখেছে এবং জিইয়ে রাখতে চাইছে। তারা নির্বিচারে মানুষ হত্যার উৎসবে নেমেছে। কি ভয়ংকর !!!

৯| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

এম ডি মুসা বলেছেন: ফিলিস্তিন কি আসলেই মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে মুসলমানদের এখনো পিছিয়ে থাকার কারণ তারা মুখের বড়াই এবং অহেতুক কথা দিয়ে তারা বড় বড় হয়ে আছে, তো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কঠিন করতে হবে, আয়রন রোমের মত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশ হতে ধ্বংস করার জন্য যে কোন রকেট বিমানকে এরকম ব্যবস্থা করতে হবে। যদি তারা না পারে এ যুগে যুগে মুসলমানেরা মার খেতেই থাকবে। কিন্তু কথা হচ্ছে এটা না যে তারা কেন পারে না তাদেরকে বিজ্ঞানী নেই? আরেকটা কথা হচ্ছে আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজেরা নিজেদেরকে সাহায্য করে না তাদেরকে আমি সাহায্য করি না। শালা বোঝেন এরা নিজেরা যদি শক্ত না আল্লাহ তাদেরকে সাহায্য করবে

১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন যে সকল মুসলিম রাষ্ট্র আছে তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত সময় পার করছে। সম্পদ আহরণ করার জন্য পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে রাজনৈতিক মারপ্যাচে ফেলে দিচ্ছে। পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে দাবা খেলার বোর্ড হিসেবে ব্যবহার করছে-যেখানে মধ্যপ্রাচ্যের শাসকরা হলো দাবার গুটি। পশ্চিমারা মধ্যপ্রাচ্যের শাসকদের মধ্যে ঐক্য ভেঙ্গে দিয়েছে--এখানেই পশ্চিমারা সাকসেস। ইরাক-ইরান প্রায় ৮ বছর যুদ্ধ করেছে--- কুয়েত এবং ইরাকের ক্ষেত্রেও একই অবস্থা। অর্থনৈতিক ভিতটার মাজা ভেঙ্গে দিয়েছে। ফিলিস্তিন নিয়ে অনেক বছর ধরেই একই ঘটনা ঘটছে। প্রায় ২০ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরাইল। কত মানুষকে যে ইসরাইলের শাসকগোষ্টি হত্যা করেছে তার হিসাব নেই। গাঁজার প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। অথচ পশ্চিমারা চুপ-- এই ইসরাইলকে পশ্চিমারা পাহাড়াদার হিসেবে রেখেছে--- এখনো মুসলিম রাষ্ট্রগুলো জেগে উঠছে না-- আর কবে হুশ হবে -- আর করে নিজেরা একজোট হয়ে প্রতিবাদী ঝড় তুলবে---তারা শুধু দেখছে গাজাকে ধ্বংস করে দিচ্ছে---
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইলো-------

১০| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬

এম ডি মুসা বলেছেন: আয়রন ডোম তৈরি করে সক্ষমতা বৃদ্ধি করা উচিত

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রকল্প আয়রন ডোম (Iron Dome) মত একটি আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করা উচিত। তাছড়াও নৌপথের যে কোন আক্রমন প্রতিরোধের জন্যও চাই শক্তিশালি প্রযুক্তি। কিন্তু করবেটা কে ! সবাই আছে ধান্দায়--একটা জটিল অবস্থার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রসমুহ পার করছে--
শুভকামনা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.