নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

কষ্ট মিশে শূন্যে- ( পর্ব-১)

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫

চারিদিকে ঘন কুয়াশারা একজোট হয়ে দেয়াল তৈরি করে রেখেছে। এক হাত দূরে কি আছে তা কষ্ট করে দেখতে হয়। কুয়াশা, হিমেল হাওয়া আর ঠান্ডা সব যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এমনই এক কঠিনতম সময়ে একজন সুদর্শন যুবক ধীরলয়ে হাতে হাত ঘষতে ঘষতে চায়ের টং ঘরের দিকে এগিয়ে আসে। যুবকের ব্যাক ব্রাশ করা চুলগুলোতেও যেন কুয়াশারা ভর করেছে। যুবক চুলগুলোতে আলতোভাবে দুই হাতের আঙ্গুল দিয়ে বিলি কাটে। দোকানদারকে বলে ’মাম্মা আদা দিয়া জব্বর মজা কইরা এক কাপ চা দাওতো ‘-- দোকানদার যত্ন করে চা বানায়, চায়ের কাপ যুবকের হাতে তুলে দেয় । চায়ের কাপ হতে ধোঁয়া কুন্ডলী পাকিয়ে কুয়াশা ভেদ করে আকাশে মিশে। যুবক চায়ের কাপে চুমুক দেয়। কানে ভেসে আসে বোনের আকুতি “ ভাইয়া আমি আর স্কুলে যামু না, ঐ পাড়ার বুলেট আমার পেছনে লাইগা থাকে, খারাপ কথা কয়, বাবাকে বইলা বাসা পরিবর্তন কর” - যুবকের চোয়াল শক্ত হয়, একটা কিছু করতেই হইবো, বাসা পরিবর্তন করুম না, আগে চেয়ারম্যান এবং প্রয়োজনে ইউএনওকে জানামু, কিছু একটা সুরাহা করুমই করুম। ওহ্ ওদিকে সামনেই এমবিএ পরীক্ষা। চোখে ভাসে নীলার মায়াভরা মুখ, নীলা আমার সাথে দেখা করতে আসবে-আমার নীলার সাথে দেখা হবে-নীলা আপার কথা ভাবতেই মনের ভেতর কেন যেন একটা ভালো লাগার আলোড়ন তৈরি হয়। দোকানদারকে বলে ’মাম্মা ৫টা সিগারেট দাওতো’। দোকানদার যুবকের হাতে ৫টা সিগারেট দেয়। সে লাইটার দিয়ে সিগারেট ধরায়- একটার পর একটা করে মোট ৫টা সিগারেট পর পর টেনে যায়।
:
যুবক হাত ঘড়ির দিকে তাকায়- মনে মনে বলে “এখনো তিন ঘন্টা পরে নীলা আসবে। আগে ছাত্র পড়ায়ে নীলার সাথে দেখা করবো”। দোকানদারকে বলে মাম্মা এক প্যাকেট সিগারেট দাও, এগুলা পরে খামু। আর মাত্র একটা এখন খাওনের জন্য দাও। দরদের মাখানো কন্ঠে বলে মাম্মা তোমার দোকানের সিগারেটে মজার যাদু আছে। খুব টানে-মনে টানে। দোকানদার পরম মমতায় যুবকের হাতে সিগারেট একটা আস্ত সিগারেটের প্যাকেট তুলে দেয়, আর একটা খোলা সিগারেট তুলে দেয়। আর বলে ’মামা এত বেশি সিগ্রেট খাইয়েন না, এটা খুব বেশি খাওয়া শরীলের জইন্যে ভালা না’ - যুবকের ঠোটে আত্মবিশ্বাসের হাসি - মুখে রসিকতার সুরে বলে ‘আরে দূর মাম্মা, সিগারেট খাওয়া কমাইয়া দিলে তোমার দোকানের বেচাইতো বন্ধ হইয়া যাইবো। যুবক আবারো লাইটার দিয়ে সিগারেট ধরায়। সিগারেটের ধোঁয়া কুয়াশাতে মিশায় - এগিয়ে চলে আপন ঢংয়ে। দোকানদার বলে ‘মামা চা আর সিগ্রেটের দাম দিয়া গেলেন না’-। যুবক পেছন ফিরে বাঁকা হাসি দেয় -’ভাংটি নাইরে মাম্মা, বাকির খাতায় লেইখ্যা রাখ, মইরা গেলে বাপের কাছ থিকা নিয়া নিও’। দোকানদার হাসতে হাসতে বলে ’কাইল আবার আইসো মামা। আদা-এলাচ-লং দিয়া খুউব জব্বর কইরা চা বানাইয়া দিমু’--। দুই ঠোট ফাঁকা করে আকাশের দিকে মুখ করে যুবক ধোয়া ছুড়ে দেয় শুন্যে--ধোয়ার কুন্ডলীকে পাশ কাটিয়ে যুবক মিশে যায় কুয়াশার মিছিলে !!!
:
-- চলবে--
:
নোট: গল্পে কোন ইতিবাচক পরাপর্শ থাকলে সাদরে গ্রহণ করা হবে।
:
লায়লা
২২ জানুয়ারী,২০২৪

মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

কালো যাদুকর বলেছেন: প্রশ্ন, দাম না দেয়া সত্ব্যেও দোকানি যুবকের প্রতি কেন দয়ালু। উত্তর দেবেন না, দেখি কি হয়। চলুক। ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক আছে ভাই-- উত্তর দিব না। কিছু কিছু উত্তর না দেয়াই উচিত। গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১

আহমেদ জী এস বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা,



কুয়াশার মিছিল থেকে বেরিয়ে দেখি যুবকটি আর কতোদূর যায়!

ভালোই লিখেছেন।

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা রইলো নিরন্তর।

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: দেখা যাক সামনে কি হয়।

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই।
শুভকামনা রইলো।

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন?
বেশ কয়েক মাস পর পোস্ট দিলেন।

কষ্ট মিশে শুন্যে-.......... আপনার বানানটি ঠিক করে দিন।

যুবকের নাম জানার অপেক্ষায় থাকলাম।

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বিজন দা ! ভালো আছি। আপনি ভালো আছেন দাদা !
জী দাদা ! বানানটা ঠিক করে দিয়েছি --- শূন্যে ---
হুমম যুবকের নাম ? অপেক্ষায় থাকা ভাল দাদা।
শুভাকামনা রইলো নিরন্তর।

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন নাকি?

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তবতাইতো বিভিন্ন সময়ে গল্পে উঠে আসে। আর তাইতো গল্পগুলোর চরিত্রগুলোও বাস্তবতার কষাঘাতেই রোল প্লে করতে থাকে।
গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: চলুক

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই। শুভকামনা নিরন্তর।

৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার আপু। চলুক তাহলে...

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদা। কোন পরামর্শ থাকলে বইলেন। এ্যাড করে দিব।
শুভকামনা রইলো নিরন্তর।

৮| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পড়তে ভালোই লাগছিল, থামলেন কেনো?

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই ! আরো পর্ব আছে ---
গল্পটি ভালো লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা রইলো ভাই।

৯| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: রাজীব ভাই ! আপনার মন্তব্যের উত্তর দিব না-- এটা ভাবলেন কি করে। কেউ কোন মন্তব্য করলে বা প্রশ্ন করলে বা জানতে চাইলে তার উত্তর দেয়াটা একটা সৌজন্যন্নতার মধ্যে পড়ে। আর তা কমিউনিকেশনের একটা বড় মাধ্যমও বটে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো।

১০| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

প্রামানিক বলেছেন: ভালো হয়েছে। লিখতে থাকুন

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ।
মহান আল্লাহ আপনাকে সব সময় সুস্থ্য রাখুন।

১১| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

এম ডি মুসা বলেছেন: শীতকালে মন গরম করার মত একটা বাস্তব সময় উপযোগি গল্প তবে উপস্থাপন আমার কাছে ভালোই লাগছে বাকি টা পড়ার অপেক্ষা

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মুসা ভাই ! গল্পটা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।

১২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পে ভালো লাগা। সাথে আছি।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুজন ভাই ! গল্পটি আপনার কাছে ভাল লেগেছে জেনে উৎসাহিত হলাম। পরের পর্ব অতি তারাতারিই নিয়ে আসবো ---
শুভকামনা রইলো নিরন্তর।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পর্ব পড়লাম। বেশ লাগলো+
পোস্টে লাইক। তবে বড্ড ছোট লেগেছে। পরের পর্বে যাই এখন।
আপনি গঠনমূলক পরামর্শের কথা বলেছেন। গল্পে অঙ্ক সংখ্যা কথায় লেখা যা্য় কিনা ভাবতে অনুরোধ রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গল্পের প্রথম পর্ব পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইলো দাদা।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো আপু

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! গল্পের শুরুটা পড়ার জন্য অনেক খুশি হলাম। ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.