নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একজন মানুষ, ঠিক আপনার মতই, , , , ,

লাজুকছেলে

লাজুকছেলে › বিস্তারিত পোস্টঃ

আসলে H.S.C পরিক্ষা বাতিল হইল কেন???

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০১

জে.এস.সি, পি.এস.সি বা এইচ.এস.সি এর প্রশ্ন বাজারে ছেড়ে দিয়ে যদি ভাবা হয় দেশের শিক্ষা ব্যাবস্থা এগিয়ে গেছে, তবে মাস্টার্স পাশ রিকশাওয়ালা পেতে বাংলাদেশে কে আর বেশিদিন অপেক্ষা করতে হবেনা।



হয়ত কোন এক সময় সার্টিফিকেট দেখে রিক্সা ভাড়া ঠিক করতে হইতে পারে। একটা কাল্পনিক কথোপকথন চিন্তা করা যাক , , ,



----ও মামা ধানমন্ডি যাবেন???? ভাড়া কত??? এক কাজ করেন, আপনার সার্টিফিকেট গুলা দেখান তো, এরপর ঠিক করুম আপনার ভাড়া কত হতে পারে।



----মামা, এই নেন সার্টিফিকেট। মাগার কিঞ্চিৎ ঝামেলা আছে, এইচ.এস.সি তে বাংলা সেকেন্ড পার্ট এ আমার এ+ নাই, ঐ পরীক্ষার আগের রাইতে প্রশ্ন পাইতে লেট হইয়া গেছিল তো তাই।



---- আপনার তো দেখি এস.এস.সি-তেও গোল্ডেন প্লাস-ও নাই, না মামা আপনার রিক্সায় যামুনা। দেখিও কোন বোর্ড স্ট্যান্ড করা রিকশাওয়ালা পাই কিনা!!!



----মামা, ৩ দিন ঘরে ভাত নাই। আমার রিক্সায় উঠেন। আমার পোলাডার কালকে পরীক্ষা, আজকে সারাদিন রিক্সা চালায়া রাইতে প্রশ্ন কিনতে যাইতে হইব।



---------আল্লাহ যেন আমাদের কোনদিন এরকম বাংলাদেশ না দেখায়।



#খবরে_প্রকাশঃ ঢাকা শিক্ষা বোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭

sania বলেছেন: এরকম ঘটার সম্ভাবিলিটি আছে ...

২| ১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৫

পথহারা নাবিক বলেছেন: সেইদিন ফেবুত দেখলাম রাজ :| :| শাহী বিশ্ব বিদ্যালয়ের এক ছাত্র ঢাকায় রিক্সা চালায়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.