![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান??? তাহলে নিজের কপালের মধ্যিখানে দুইটা কষায়া থাপরা মারেন।এক্ষুনি মারেন.......
গাড়ি আপনার নাই, হেটে যাওয়া অনেক দূর, রিক্সা ভাড়া শুনলে আপনার মানিব্যাগ এর চিপায় লুকিয়ে থাকা দুই চারটা দশ পাচ টাকার নোট ও হো হো করে হেসে উঠবে।
বার্গার পিজ্জা দামী জিনিস, রাস্তার ভেলপুরী ঝালমুড়ি পেটে সয় না, ফাস্ট ফুডে বসে ফুচকা খাওয়ার চেয়ে দুপুরের খাবারে এক প্লেট এক্সট্রা মুরগীর মাংস খাওয়া আপনার জন্য অধিক শাশ্রয়ী।
বাপে আপনার হাতে ক্রেডিট কার্ড তুলে দিবেনা, মানিব্যাগ থেকে কিংবা বাপের জমানো টাকা থেকে চুরি করা বিবেকে বাধে, প্রতিদিন বের হওয়ার সময় মায়ের কাছে হাত পেতে ঘ্যানর ঘ্যানর করা আপনার নিত্য নৈমত্তিক কাজ।
বাপের বিজনেসে জয়েন করার সামর্থ্য নাই, রিক্সা ভ্যান চালানো আপনার আত্মসম্মানে বাধে, চাকরী খুজার জন্য মামা চাচার খোজ করে কিংবা মেধা দিয়ে খেটেখুটে আপনাকে জীবিকা খুজতে হবে
......জি আপনি মধ্যবিত্ত। আপনি কপালপুড়া। আপনাকে সবাই লাত্থি মারবে, সব জায়গায় আপনি হোচট খাবেন।এটুকো চেস্টা করেন, আপনার পরবর্তী বংশধর যেন অন্তত মধ্যবিত্ত না হয়।
...আসলেই জগতের সব নিয়ম শুধু মধ্যবিত্তকেই নির্যাতন করার জন্যই তৈরী করা হইছে....
২| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮
মিডনাইট হর্স রাইডার বলেছেন: মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়াটাই অনেক বড় পাপ !! নিম্নশেণী আর উচ্চ শ্রেণীর চাপ তাদের প্রতিনিয়ত বয়ে যেতে হয় !! তাদের একটা স্বপ্ন পূরণ করতে গেলে দশটা স্বপ্ন হাতছাড়া হয়ে যায় !!
৩| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভাই আমি তো এইটা নিয়ে গতকাল একটা কবিতাই লিখে ফেলেছি, আমার ব্লগে গেলে পাবেন মধ্যবিত্ত শিরোনামে! আপনার এই লেখা টা আমার তাজা ঘা টা কে আরও .........
৪| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
জন্মই যেখানে আজন্ম পাপ !!!!
৫| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
মহানাজমুল বলেছেন: এই টানাপোড়েনের মাধুর্য্য বুঝলেন না ভাই? হুমায়ুন আহমেদ মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তদের নিয়ে বিস্তর লিখেছেন। 'শঙ্খনীল কারাগার' কিংবা 'আশাবরি' পড়তে পারেন। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েনও উপভোগ করতে শুরু করুন। না পারলে বিপ্লবের প্রস্তুতি নিতে থাকুন। বিপ্লব হয়ে গেলে আর কেউ উচ্চবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত অথবা আমার মত বিত্তহীন থাকবে না;চালু হবে প্রলিতারিয়েত তথা শোষিতদের শাসন।
৬| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
িনয়ামুল কারীম মানসুর বলেছেন: আমার মনে হয় জন্মেই পাপ করেছি। আত্বসম্মানবোধ, লজ্জায় কিছু বলতেও পারিনা কাওরে,সইতেও পারিনা ।
ধনী আর গরীব,এই দুইজাতই ছোটলোক ।
এদের লজ্জা আর আত্বসম্মানবোধ নেই ।
আমরা মধ্যবিত্ত হয়ে ঠেকে গেছি ।
৭| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৭
নীরব চিৎকার বলেছেন: "আমি ভালোই আছি।"- ভেবে যারা জীবনের প্রতিটি মুহুর্ত পার করে মধ্যবিত্ত হয়ে তারা হয়তো বিষয় গুলো এভাবে চিনতা করে না।
৮| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মধ্যবিত্তের শতেক দোষ।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯
রাজিব বলেছেন: আপনার সব কথাই ঠিক আছে। তারপরও মধ্যবিত্ত কষ্ট করে মন দিয়ে লেখা পড়া করে, চাকুরিতে পরিশ্রম করে, মন দিয়ে কাজ করে, একটু একটু করে উন্নতি করে। এমন মধ্যবিত্তও বোধহয় কম নয়।