নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

মুক্তি'র কিছু গান আর কিছু স্মৃতি কথা

০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫

এক সাগর রক্তের বিনিময়ে, বাংলাদেশের রক্তাক্ত অদ্ভুদয়ঃ



এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা কিংম্বা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এ অমর গান গুলো আমরা কে না শুনেছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এমন আরো কিছু গানের অমর স্রষ্টার নাম কবি গোবিন্দ হালদার। যাকে কখনো চোখে দেখিনি, শুধু কথা শুনেছি।



'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা'

এই গানটি মুক্তি সংগ্রামের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম গেয়ে ছিলেন শিল্পী স্বপ্না রায় পরে ১৯৭৩ সাল থেকে এ গানটি শিল্পী রেবেকা সুলতানার কন্ঠে গীত হয়। গানটি বিবিসি'র শ্রোতা জরিপে সর্বকালের সেরা পঞ্চম বাংলা গান হিসেবে নির্বাচিত।



'একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'

এ গানটিকে গাইবার জন্যই যেনো বীর বাঙালি সেদিন অস্ত্র হাতে লড়েছিল অমন! আপেল মাহমুদের কন্ঠের এই গান শুনলে আজো গায়ে অন্যরকম এক শিহরন অনুভূত হয়! এ গানটি নিজে সুরকরে সেদিন স্বাধীনবাংলা বেতারে গেয়েছিলেন শিল্পী আপেল মাহমুদ।



একাওরের সেই উতলা দিনে কবি গোবিন্দ হালদারের এই গান গুলো রচনার স্মৃতিকথা আমি শুনেছিলাম প্রথম কবি'র বন্ধু কামাল আহমেদ এর কাছ থেকে। আমার পিড়াপিড়ীতে ২০০২ সালে তিনি তার এই স্মৃতি কথা গুলো লিপিবদ্ধ করে ছিলেন একটি প্রকাশনার জন্য। ২০০৫ সালে ১৬ ডিসেম্বরে একটি টিভি অনুষ্ঠানের জন্য ও আমি একই প্রসঙ্গে গোবিন্দ হালদারের বন্ধু বর্ষিয়ান শিল্পী কামাল আহমেদ এর একটি স্বাক্ষাত্কার ধারন করেছিলাম। এই বিজয়ের মাসে ব্লগের বন্ধুদের উদ্দেশ্যে আমার কম্পিউটারের আর্কাইভ হতে সেই স্বাক্ষাত্কারের কিছু চুম্বক অংশ নিবেদন করা হলো।





এ সম্পর্কিত কামাল আহমেদে'র লেখা স্মৃতি কথা পড়ুন। আর এ বিজয়ের মাসে গোবিন্দ হালদারের লেখা মুক্তি'র অমর দুটি গান ডাউনলোড করে শুনুন,

একটি ফুলকে বাঁচাবো বলো যুদ্ধ করি

এক সাগর রক্তের বিনিময়ে...



* ছবিটি নেয়া হয়েছে ১৯৭১ এর ২০ ডিসেম্বর প্রকাশিত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ The Bloody Birth of Bangladesh 'বাংলাদেশের রক্তাক্ত অদ্ভুদয়' থেকে।



মন্তব্য ৩৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৪

নামিরা নাওয়ার বলেছেন: আমি আপনার লিখা পরে সত্যি খুবই ভাল লাগল, দারুন একটা পোস্ট

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭

রাশেদ বলেছেন: ধন্যবাদ লালুদাআআআ!

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬

স্বপ্নডানা বলেছেন: আমার কাছে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ গান "জয় বাংলা, বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধ রাতে নতুন সূর্য ওঠার এইতো সময়"।
ধন্যবাদ বিজয়ের শুভেচ্ছান্তে! ৫

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১

তপেশ্বর বলেছেন: ৫

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১

পাগলা বাবু বলেছেন: প্প্বৃপ্প্বগুপ্প্বজ্জপ্প্ব্মপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ব্য প্প্মম
প্প্ম্র

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০১

পাগলা বাবু বলেছেন: অসাধারন ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০১

প্রশ্নোত্তর বলেছেন: @লালুদা, ধন্যবাদ।

১৯৭১ এর ২০ জানুয়ারীতে নয় হবে ১৯৭১ এর ২০শে ডিসেম্বার

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬

লাল দরজা বলেছেন: @ প্রশ্নোত্তর, দাদু ধন্যবাদ আপনাকে। ভ্রম সংশোধন করা হইয়াছে

বাকী ভাই বেরাদরগন আপনাদের ধন্যবাদ। আশা করছি সময় করেই সকলকে ব্যাক্তিগত শুভেচ্ছা জানাবো।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৬

বিকেলবেলার সপ্ন বলেছেন: ধন্যবাদ ৫

১০| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৪

লাল দরজা বলেছেন: ধন্যবাদ।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৫

অমি রহমান পিয়াল বলেছেন: জন্মযুদ্ধে স্বাধীন বাংলা থেকে প্রচারিত প্রচুর গান আছে মনে হয়

১২| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৮

অমি রহমান পিয়াল বলেছেন: মানে আমি অনেকগুলা অরজিনাল তুলছিলাম

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৫২

লাল দরজা বলেছেন: ধন্যবাদ পিয়াল। জন্ম যুদ্ধের ঠিকানাটা কি সময় পেলে একটু দিয়েন দয়া করে।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০০

রাশেদ বলেছেন: িি.িলড়হসড়লঁফফযড়.ড়ৎম

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০০

রাশেদ বলেছেন: http://www.jonmojuddho.org

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০৩

লাল দরজা বলেছেন: নো ইষ্ট, নো ওয়েষ্ট
রাশু ইজ দ্যা বেষ্ট

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০৩

রাহা বলেছেন: ধন্যবাদ গানের লিংকের জন্য

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০৪

রাশেদ বলেছেন: (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ)

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০৬

লাল দরজা বলেছেন: রাশু এইটা কি চিহ্ন!

২০| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:১০

রাশেদ বলেছেন: নারুদা আমারে নিয়া পুস্টানোর পর থাইকা আমার লাইফ হেল! (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ)

২১| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:১৭

লাল দরজা বলেছেন:

২২| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:১৮

লাল দরজা বলেছেন: দিলাম কি আর দেখায় কি! :)

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:২৫

লাল দরজা বলেছেন: রাশেদ, রাহা, ফাহা, ধোনোরাজ পিল্লাই, দ্বিধা, অমি রহমান পিয়াল, বিষাক্ত মানুষ, বিকেলবেলার সপ্ন, মাহিরাহি, প্রশ্নোত্তর, পাগলা বাবু, তপেশ্বর, স্বপ্নডানা, ইকরাম, নামিরা নাওয়ার, সামী মিয়াদাদ, পুতুল, এই আমি মীরা, ৃৃমম, কালপুরুষ
ধন্যবাদ সবাইকে

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৩৪

রাশেদ বলেছেন: আম্মাআআ দিলে ঐটা দেখাবে।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৩৬

রাশেদ বলেছেন: এখন সব উল্টাপালটা দেখায়।

আম্মাআআ আর যাহ


কটমট আর মনখারাপ

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৫০

রুবেল শাহ বলেছেন: ৫

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:২৭

লাল দরজা বলেছেন: থ্যাংক্স রাশু খাইতে গেছিলাম এখন আবার আইলাম। ইশ্ রাশু ছাড়া এ ব্লগে ত এক'পা ও চলা যাবে না। কারন, রাশু সব জানে!!
আবারও বলেন, জোরতে বলেন

'নো ইষ্ট, নো ওয়েষ্ট
রাশু ইজ দ্যা বেষ্ট'

ধন্যবাদ রুবেল শাহ, ভিডিওটা কি দেখা গেল? কামাল আহমেদ এর একটা লেখার লিংক ও দিয়ে ছিলাম সময় সুযোগ হলে পড়বেন ভাই, শুভেচ্ছা।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪১

সুলতানা শিরীন সাজি বলেছেন: আহারে কতদিন পর কামাল ভাইকে দেখলাম.......নবু ভাবিকে দেখলেও ভালো লাগতো.......কত স্মৃতিময় দিন গেছে।কামাল ভাইকে জানাইছিস নাকি?উনি যে ব্লগে...।ভালো থাক।

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫৩

লাল দরজা বলেছেন: না জানাই নাই, সম্ভব হলে তুই ফোন করবি নাকি ওনাকে।
পুরানো সেই দিনের কথা বলবো কিরে হায়...
দুষ্কই লাগে!

৩০| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: ঠিক আছে ফোনে করবো কাল।উনি যে কত খুশি হবেন..।সে কথা নাহয় এখানে এসে লিখে বলে যাব তোকে.. এখন যাই।

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৯

লাল দরজা বলেছেন: ঠিক আছে। কামাল আহমেদ এর সন্মানে একটি ঠেলা দেয়া হইল

৩২| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭

রুধীণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ৫

৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১১

পুতুল বলেছেন: লালুদা, খুব যত্ন করে কাজটি করেছ। এত ভাল লাগল, কি করে বঝাব! তোমাকে একটা ফুল দিচ্ছি , এই নাও।

৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৫

পুতুল বলেছেন: লালুদা, গানের লিংক দুটো কাজ করছে না। ভিডিওটা দেখেছি।

৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:২৯

লাল দরজা বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ রুধীণ।

পুতুল গান শুনেত না পাওয়ার ত কথা নয়। আমি এই মাত্র দেখলাম লিংক ত ঠিক আছে ক্লিক করেলই তোপ্ল হেচ্ছ। কামাল আহেমদ এর লেখাটা কি পড়েত পেরে ছিলেন বা লিংকটা খুজে পেয়ে ছিলেন?

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৩

প্রশ্নোত্তর বলেছেন: আরে লিঙ্ক তো ঠিকই আচে!

৩৭| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪০

লাল দরজা বলেছেন: এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না।

৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৮

বিহঙ্গ বলেছেন: আপনাকে নতুন ভাবে জানা হলো।
অসাধারন লাল দরজা।৫

৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৬

লাল দরজা বলেছেন: ধন্যবাদ ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.