নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

ছবির হাটের ছবি

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:১৯

গত মাসে ছবি'র হাটের ছবিয়ালরা সমসাময়িক কিছু ভাবনাকে উপজীব্য করে সপ্তাহ ব্যাপী একটি কর্মশালার আয়োজন করে ছিল। পরে কর্মশালার কাজ গুলো নিয়ে চারুকলার উল্টো দিকের ছবির হাটে তিন দিন ব্যাপী সেই সব স্থাপনা শিল্পের একটা উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করে। দেশের বাইরে থাকতে বন্ধু তুহিনের কাছে ছবির হাটের নাম শুনি প্রথম, এর পর এ সম্পর্কে কখনো কাগজে পড়েছি কখনো পড়েছি ব্লগে। ব্লগার মেযবাহ য়াযাদের সাথে বন্ধুত্বই হলো আমার এই ছবির হাট সুত্র ধরে!



আমি যখন দেশ ছাড়ি তখনকার ঢাকা শহর আর এখনকার ঢাকা শহরের মাঝে আসমান জমিন ফারাক! গ্রীন রোডের ছোট্ট কালভার্টটা পেরিয়ে এলিফেন্ট রোডের দিকে যাবার রাস্তাটা ছিল ছায়া শ্যমল কোকিল ডাকা। পাবলিক লাইব্রেরীর সাইকেল ষ্ট্যান্ডটায় ছিলনা কোন লোহার গরাদ। চারুকলার উল্টো দিকে পানির পাম্পের পাশ দিয়ে তারকাটা বেড়ার ভেতর ছিল মোল্লা চাচার চায়ের টং ঘর। এসবের কোন কিছুই আর এ শহরে এখন নেই।



প্রতিবার দেশে এলে শাহাবাগ এলাকায় এক বার দুই বারের বেশী ঢু'মারা হয়ে উঠত না। এবার কেমন করে যেন কি হয়ে গেল! এখন শাহাবাগ গেলে আবার ২২/২৪ বছর আগের মত মনে হয়। যদিও কোন কিছুই আর আগের মত নেই। ম্যানড্রেক্স কিংবা চরশ ত দূরের কথা, সিগারেট পর্য্যন্ত খাওয়া বাদ দিয়েছি। ছবির হাটের ছবিয়াল থেকে হাটের হাটুরে অনেকেই অবাক হয় বলে, আশ্চর্য্য মানুষ আপনে বিড়ি সিগারেট কিছুই খান না! আমি মনে মনে হাসি বলি না কিছুই। ব্যার্থ প্রেমের দিন গত হইছে সেই কবে। এখন আমি জীবন কে ভালোবাসি বড়ো। এক জীবনে যে জীবন ছবি তুলতে পারি নাই সেই জীবনের ছবি তুলব বলেইত এমন ফিরে আসা। বিড়ি সিগ্রেট ফোকার আর কোন সাধ নাই আমার।



১৯৮৬ সালে "প্রজন্ম" নামে একটা শর্ট ফিল্ম বানাতে যেয়ে ব্যার্থ হই। সেই ছবিতে মোল্লা চাচার চা'স্টলের একটা সিকোয়েন্স শুট করে ছিলাম, দূর্ভাগ্য বশত সেই টেপটি আমার খোয়া গেছে। সে দিন সন্ধ্যায় ছবির হাটে যখন ছবি তুলছিলাম দুই যুগ আগের কিছু অন্ধকার স্মৃতি মনে হয়ে গেল!



ছবির হাটের ছবি তুলতে যেয়ে মনে হলো ছেড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখাটা কত জরুরী। মানুষ জীবনে ব্যার্থ্য হয় বলেই বুঝি সে স্বার্থক হতে পারে। যে স্বপ্ন কখনো মানুষের কাছে খুব বেশী ধরা ছোঁয়ার বাইরে থাকে সেই স্বপ্ন এক দিন মানুষই কেবল সার্থক করতে পারে অবলিলায়।











"ছবির হাট : মুক্ত পরিসরে শিল্পকর্ম উপস্থাপন" ফরমেট : এইচ ডি। দৈর্ঘ্য : ২৪ মিনিট

এটি একটি মীরা মিডিয়া প্রযোজনা




* আমার গত পোষ্টে ছবির হাটের ওপর নির্মীত এই ছবিটির তিনটি ভিডিও পোষ্ট করে ছিলাম। আপলোড করবার সমস্যার কারনে ক্লিপ গুলো খুব লো রেজ্যুলেশনে কম্প্রেস করে ইউটিউবে দিয়ে ছিলাম। দেখতে ভালো লাগছিল না তাই আজ ভোর রাতে ছবিটির ফা্ইনাল কাট ভার্শনটি আবার অপ করে এই ব্লগটার সাথে জুড়ে দিলাম। সম্ভবত এ মাসের শেষ সাপ্তাহে ছবির হাটের মাসিক চলচ্চিত্র প্রদর্শনীতে প্ররিবেশ প্রেমী এই শিল্পীদের শিল্প কর্ম ও ভাবনা নিয়ে প্রামান্য চিত্র "ছবির হাট : মুক্ত পরিসরে শিল্পকর্ম উপস্থাপন" এর একটি প্রদর্শনী হবে। সাথে প্রকাশ পাবে এই শিল্প কর্মগুলো নিয়ে একটি প্রকাশনা।



পুনশ্চঃ হাতে সময় থাকলে এই ভিডিওটা দেখতে পারেন। না দেখলেও কোন লাভ/ ক্ষতি হবে না। দেশের বাইরের থেকে ব্লগাইলে নেটের স্পিডে সমস্যা না থাকলে ইচ্ছা হইলে দেখা যাইতে পারে। কয় দিন আগেও পোষ্ট করে ছিলাম আজ আবার আগেরটা মুছে দিয়ে ভিডিও গুলো ভালো রেজ্যুলেশনে গুছিয়ে রাখলাম। দেখতে হবে বলে কোন কথা নেই, নাথিং ইম্পর্টেন্ট এনিওয়ে।



শুভেচ্ছা সকলকে। শুভ ব্লগিং।



সাইফুল ওয়াদুদ হেলাল

[email protected]

ঢাকা, বাংলাদেশ

:P

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:২২

আল্লাহ রাখা বলেছেন: অসাধারণ

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৮

লাল দরজা বলেছেন: বলেন কি! :)

২| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১০:১৫

রন্টি চৌধুরী বলেছেন: দেখলাম।
ছবির হাটে গেছিলাম এবার দেশে গিয়ে।
বেশ স্বপ্নীল একটা জায়গা।

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৪

লাল দরজা বলেছেন: হুম।
দেশে আসছিলেন, একবার দেখা হইতে পারত। ভাল থাইকেন, শুভ কামনা।

৩| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১০:১৮

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনেরে এল্লাইগাই আমি বালা পাই... আইজকা একটা কতা কৈ ?
" আই লাভ ইউ ম্যান " - আমার প্রিয় রানা সিরিজের একটি বইয়ের নাম

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫২

লাল দরজা বলেছেন: মেসবাহ কি গে হইয়া গেলেন নাকি ম্যান, সন্দেহ হইতাছে! :-B

আপনে খুব মাইডিয়ার টাইপ লোক, আপ্নেরেও আমি ভালো পাই। চীয়ার্স ম্যান!!! :)

৪| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১০:১৮

মেসবাহ য়াযাদ বলেছেন: ছবির হাটে গিয়া আমার লগে দেখা করেন নাই ? আফসুস !!!! @ রন্টি

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৯

লাল দরজা বলেছেন: afsus!!!

৫| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:১৭

সাদী বলেছেন: ভালো জায়গা...।তবে আজকাল প্রচুর ভন্ড ঘুরাফেরা করতেসে...।

০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৭

লাল দরজা বলেছেন: ভালো জায়গা...।তবে! :-B

৬| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৯:১৪

আলী আরাফাত শান্ত বলেছেন: মনে রাখলাম বস পরে দেখুম!

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৫৫

লাল দরজা বলেছেন: :) কি অবস্থা শান্ত?

৭| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩১

একজন সৈকত বলেছেন:
"এখন আমি জীবন কে ভালোবাসি বড়ো। এক জীবনে যে জীবন ছবি তুলতে পারি নাই সেই জীবনের ছবি তুলব বলেইত এমন ফিরে আসা।"
কথাগুলো বেশ লাগলো... অনিন্দ্য ভালো থাকুন।

০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লাল দরজা বলেছেন: :) ধন্যবাদ।

১৯৯০ এর দিকে আমরা বন্ধুরা মিলে একটা সংগঠন করে ছিলাম অনিন্দ যাত্রিক নামে। সিএফএমবি রেডিও মন্ট্রিয়ল থেকে অনিন্দ্য যাত্রিক প্রতি শনিবার বিকেল সাতটায় অাধ ঘন্টার একটা বাংলা অনুষ্ঠান প্রচার করত। আজ পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে গেল আপনার লেখা এই 'অনিন্দ্য' শব্দটি দেখে।

আপনিও অনিন্দ্য ভালো থাকুন, শুভেচ্ছা।

৮| ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩১

অন্যরকম বলেছেন: আমার পিসিতে দেখুম না। আইটির পিসিতে স্পীড সেইরকম! সেইটাতে আপনার লিংকগুলা দেখূম! :)

কেমন আছেন লালু ভাই!!!!

০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৯

লাল দরজা বলেছেন: আমি ভালো আছি, আপনের কিরাম চলতেছে? :)

৯| ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৬

অন্যরকম বলেছেন: লাস্ট আড্ডায় যাইতে পারি নাই! :(
নেক্সট ইনশাল্লাহ.... :)

০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১১

লাল দরজা বলেছেন: হ, নেক্সটাইম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.