নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়া পড়ছি মামুজান

লাল সালু

লাল সালুর মজিদ রে চিনেন না! দেন ভাই বাক্সে কিছু দেন, ভহুত ফায়দা হইব!!

লাল সালু › বিস্তারিত পোস্টঃ

লালসালুর মজিদের পাদাবলী (ঘ্রাণাণ্দ্রিয়ের সমস্যা থাকলে তফাত যান)

০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:৩৩

কয়েকদিন আগে দেখিলাম কয়েকজন পাদ লইয়া ব্যপক আলুছানা করিতেছেন।



সমান ভাবে যিনি পাদেন তিনি সম্পাদক....সমান ভাবে যিনি লাদেন তিনি সম্লাদক..এই ধরনের আর কি।



আমারও মনে পাদ বিষয়ক একটা অবজার্বেশন আসিল। তো আসেন....কান খাড়া, নাক উচু কইরা।



এই ব্লগে বিভিন্ন আওয়াজের পাদাপাদি চলে। তো জনৈক ক্লীব পাদারুর পাদ সর্বদাই টপ রেটেড হয়। ভাব বুঝিয়া তিনি বিভিন্ন আওয়াজের পাদ উদগীরন করেন, আর বুদ্ধিপ্রতিবন্ধীরা দলে দলে তা নাসিকাকরন করিয়া বুঁদ হইয়া রেটিং করে।

হা হা হা।



পরিস্হিতি এমন দাড়াইয়াছে যে তিনি উদগীরনের আগেই রেটিং শুরু হইয়া যায়। যেমন, সম্প্রতি তিনি...কিসের জন্য কি যেখানে... ধরনের একটা পাদাবলী উদগীরনে উপগত হইতে না হইতেই আরব সাগরের পাড়ের জনৈক দার্শনিক কুল শিরোমনি ৫ দাগাইয়া বসিলেন। ক্লীব পাদারু ইহাতে যারপর নাই বিষ্নিত হইলে সাগর পাড়ের দার্শনিক বলিলেন আওয়াজ না পাইলেও আপনার মুভমেন্টেই বুঝিয়া লইয়াছি একখান জব্বর পাদ আসিতেছে, তাই আগেই ৫ দাগাইলাম। এইবার তারিয়া তারিয়া রুপ, রস, বর্ণ, গন্ধ উপভোগ করিব।



পাদটীকা: নিতান্ত রম্য পাদাবলী, নিখাদ আনন্দের উদ্দেশ্যে। কারও আওয়াজ কিংবা ঘ্রাণশক্তিকে খাট করার জন্য নয়।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-৩

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:৪৯

নৈয়ায়িক বলেছেন: হা হা হা

২| ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:০৩

লাল সালু বলেছেন: ৫ দিল কেডায়!

৩| ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩২

জেনারেল বলেছেন: আপনের জন্য ৫ প্যাগ পাদ

৪| ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:০১

লাল দরজা বলেছেন: ভাইরে ভাই, এমন চুকা (া)দে'র কথা ইহ জেন্দিগীতে আমি শুনি নাই শুনি নাই। LOL ম্যান হাসতে হাসতে গরাগরি যাইতে মন চাইতাছে...
লালে লাল হয়ে যাচ্ছি দাদু। ব্রাভো, ব্রাভো।

৫| ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৩

লাল সালু বলেছেন: @জেনারেল
প্যাগ খায়া মরুম নি! আমারে বরং কইল্কা দিয়েন।

৬| ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪১

সামী মিয়াদাদ বলেছেন: হে হে হে হে হে....আমিও হাসতে হাসতে ৫ দাগাইলাম....

৭| ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫

দ্বিধা বলেছেন: পাদলাম ।

৮| ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৫

আরিফুল হোসেন তুহিন বলেছেন: হা হা,আপনি যাকে উদ্দেশ্য করেছেন,বেচারি ,লেখে তো খারাপ না,
কিন্তু তার প্রতি অবজেকশনটা কোথায়?মানে ঐ ব্লগারের সমস্যাটা কি?

৯| ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১১

লাল সালু বলেছেন: তুহিন ভাই
খারাপ কই কইলাম...যারা না পইড়াই পিরীতে ৫ দাগায় হেগোরে নিয়া একটু মসকরা করলাম আর কি!

১০| ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬

লাল সালু বলেছেন: @তুহিন
আরেকখান কথা। আমি কাউরে উদ্দেশ্য কইরা কিছু কই নাই। তারপরও কুনও বেচারির সাথে মিল পাইলে হের বলগের পরথম দিককার দুইখান পাদাবলী পইড়া আহেন, বুঝবেন কেমনে কি।

১১| ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩

প্রশ্নোত্তর বলেছেন: হাসতে হাসতে **দ দিয়া দিছি...হা হা হা

১২| ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭

রাশেদ বলেছেন: হা হা! নিক ফ্যাক্টরি...

১৩| ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১০

প্রশ্নোত্তর বলেছেন: লাল সালুরে মাল শালু ডাকা যাইতে পারে...

১৪| ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১১

রাশেদ বলেছেন: আমি উনাকে আদর কইরা লালুদা ডাকুম!

১৫| ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯

`হাসান বলেছেন: হুম

১৬| ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৩

`হাসান বলেছেন: প্রমান দেখিতেছী এখন

১৭| ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৪

রাশেদ বলেছেন: দহাসান বলেছেন :
২০০৭-১১-০৯ ২০:৫৩:০৩

প্রমান দেখিতেছী এখন

সহমত।

১৮| ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৬

`হাসান বলেছেন: বইপাগল বলেছেন :
২০০৭-১১-০৯ ২০:৫৪:৪০
আপু ৫ দিয়ে গেলাম, পরে পড়বো, একটু লগ অফ করতে হবে এখন।


পরমান এইডা

১৯| ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৮

রাশেদ বলেছেন: আর খুব বেশি হইলে ১ ঘন্টা! তারপরেই ড়েটেড পুস্ট!! নিক ফ্যাক্টরি বইসাই থাকে...

২০| ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:০০

`হাসান বলেছেন: জনৈক ক্লিবের বলগে আমি ব্লকড, নাইলে এই পুষ্টখানা তার বলগে কমেন্ট আকারে দিতাম সেই সব ৫ দেওয়া পাবলিকগো দেখনের জইন্য

২১| ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:০১

রাশেদ বলেছেন: ভাবির ফটুক খান দিল না যে এইবার!! ঘটনা কি!!

২২| ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:০৪

`হাসান বলেছেন: কারে কৈলা রাশু ? বুজতার্লামনা

২৩| ১০ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩০

লাল সালু বলেছেন: লালা সালুর পাদাবলী যারা আস্বাদন করিলেন সকলকে ৫ ছিলিম।

২৪| ১০ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৬

ধুসর গোধূলি বলেছেন: পাদের পোস্ট!

২৫| ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৯

নরাধম বলেছেন: লালু, আন্নে ত জব্বর দিছেন। ৫ পাদাইলাম......

২৬| ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:১৫

মাথামোটা বলেছেন: ফাটাইছে শালা।

২৭| ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪০

সাইফুর বলেছেন: ৫ দিতে গিয়া ভুলে ১ দিছি..ছরি...
নেক্সট বার ৫ দিমু

২৮| ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৪৪

লাল সালু বলেছেন: পাদতে গিয়া ভুলে লাদ দিছ, কচ্ছু!
ভুলে না ভাইজান, প্রয়োজনে। তা টিস্যু আছিল নি লগে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.