নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

বিবিসি বাংলা অনুষ্ঠান সম্পর্কে তথ্য

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:১৭

সমসাময়িক ঘটনাবলী নিয়ে সাজানো প্রতিটি অধিবেশনেই শুনতে পাবেন সর্বশেষ বিশ্বসংবাদ, প্রতিবেদন, সাক্ষাৎকার ও বিশ্লেষণ। এছাড়া প্রতিটি আয়োজনেই থাকে খেলার খবর। আর প্রভাতী ও প্রত্যুষায় থাকে ঢাকা ও কলকাতার সংবাদপত্র পর্যালোচনা ।



ম্যাগাজিন অনুষ্ঠানগুলো আমরা সাজিয়েছি পুরো সপ্তাহ জুড়ে।



সাপ্তাহিক আয়োজন :



শনিবার: খেলাধূলার খবরের সাপ্তাহিক আয়োজন, মাঠে ময়দানে (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়)



রবিবার: ইতিহাসের সাক্ষী (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়)



সোমবার: প্রীতিভাজনেষু (বৃহস্পতিবার রাতে প্রচারিত অনুষ্ঠানের পুনঃপ্রচার হয় প্রভাতীতে) : লাইভ ফোন ইন (পরিক্রমা)



মঙ্গলবার: বিজ্ঞানের আসর (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়)



বুধবার: এ সপ্তাহের সাক্ষাৎকার, উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়)



বৃহস্পতিবার: প্রামাণ্য ফীচার (শোনা যায় প্রত্যুষায়) শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান, প্রীতিভাজনেষু (শোনা যায় পরিক্রমায়)



শুক্রবার: বিবিসির সাথে গানগল্প (শোনা যায় প্রভাতী ও পরিক্রমায়) প্রামাণ্য ধারাবাহিক (বৃহস্পতিবার প্রত্যুষায় প্রচারিত অনুষ্ঠানের পুনঃপ্রচার হয় প্রবাহ অনুষ্ঠানে)



শনিবার : লাইভ ফোন ইন (প্রচারিত হয় প্রবাহ অনুষ্ঠানে)



সর্বশেষ বিশ্ব সংবাদ শুনুন (প্রতিদিন ০০৩০, ০১৩০, ১৩৩০ এবং ১৬৩০ জিএমটিতে আপডেট করা হয়।)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

ইয়ার শরীফ বলেছেন: বিজ্ঞানের আসর, মাঠে ময়দানে, ইতিহাসের সাক্ষী, এই সব ভাল লাগে। গান গল্প একদম ভাল লাগেনা।
ইতিহাসের সাক্ষী এর মত আরও কিছু ফিচার জগ হলে ভাল লাগত

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৩৭

মিজান আব্দুর রশিদ বলেছেন: বিবিসি খবরের নির্ভর যোগ্যতাও অনেক বেশী, কি বলেন ?

২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:০১

লোপা এসহক বলেছেন:
বিবিসি বাংলার সংবাদ ভিত্তিক অনুষ্ঠানগুলো ভালই।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৭

মিজান আব্দুর রশিদ বলেছেন: আমি নিয়মিত শুনি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.