![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
অনেক দিন ধরেই নির্বাচন নিয়ে কিছু একটা লিখবো বলে ভাবছিলাম। কিন্তু সকাল সন্ধ্যা ডিউটি করে এসে আবার রান্নাবান্নায় হাত লাগাতে হয়। অবশেষে গোসল শেষে খাওয়া দাওয়ার পর ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দেয়। তারপর ল্যাপটপে বসার মতো আগ্রহটা আর থাকেনা। তারপরও পরিশ্রান্ত দেহ মন নিয়ে লিখতে বসলাম। বিবেকের তাড়নায়, মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই আজকের লেখা। সে যাই হোক ভুমিকা ছেড়ে এবার মুল প্রসঙ্গে আসি। আমাদের জাতীয় নির্বাচন খুব বেশী দূরে নয়, খুবই সন্নিকটে। আর এই নির্বাচন কালীন সময়টায় কিন্তু পুরো দেশটাতেই উৎসবের একটা আমেজ থাকে। এটা অবশ্য খুবই ভাল দিক। তবে নির্বাচন কালীন সময়টায় কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত। দীর্ঘ ৫ টা বছর অপেক্ষার পর এই নির্বাচনটা আমাদের সামনে উপস্থিত হয়। অর্থাৎ কিছুটা সময়ের জন্য হলেও আমরা সাধারন জনগন বিশেষ ক্ষমতার অধিকারী হয়। হ্যাঁ বিশেষ ক্ষমতা। শব্দটা এই জন্য ব্যবহার করলাম যে, আমাদের দ্বারায় আগামী ৫ বছরের জন্য বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। তাই এই ইলেকশন সিজনটায় আমাদের সন্তুষ্টির জন্যও প্রার্থীরাও যার পর নাই উঠে পরে লেগে যায়। আপন করে বুকে টেনে নেই। নানারকম আশা-প্রত্যাশার বেড়াজালে আমাদের আটকে ফেলে। প্রয়োজনে গোত্র ভেদে বড় বড় আর্থিক লেনদেনও হয়ে থাকে। তাই বলছিলাম- আপনার একটা ভুল সিদ্ধান্তের কারনে সামনে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। আমাদের একটা ভোট কিন্তু শুধুমাত্র মুল্যবান নয়্, বলা যায় মহা মুল্যবান। তাই বলব আপনার বিবেককে অর্থের কাছে বিক্রি করে দেবেননা। প্রার্থীদের মুখ থেকে নানারকম গল্প পুরনের স্বপ্নে বিভোর হয়ে মারাত্মক কোন ভুল সিদ্ধান্তে যেন উপনিত না হন। আমাদের একটা ভুলের কারনে কিন্তু আমাদের প্রিয় এই দেশটা একটা যন্ত্রনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। যার ভয়ানক পরিনতি কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে। তাই অনুরোধ সবার প্রতি- বিশেষ কোন দলের প্রতি অন্ধ ভক্ত হয়ে ভাল-মন্দ বিচার বিবেচনা না করে যেন ভোট না দেই। ব্যক্তি বিবেচনায় ভোট দিন। আপনার এলাকা থেকে যিনি প্রার্থী, তার শিক্ষাগত যোগ্যতা, তার চরিত্র, সাধারন মানুষের সাথে তার আচরন কেমন ? অর্থাৎ মিশুক প্রকৃতির কিনা, কতটুকু সৎ ? অতীতের কোন দুর্নীতির রেকর্ড আছে কিনা এবং সবচেয়ে বড় কথা এলাকার প্রতি তার মনের টান কতটুকু ইত্যাদি ইত্যাদি বিচার বিশ্লেষণ করে নিশ্চিত হয়ে তবেই তাকে ভোট দিন। আমাদের শ্লোগান হোক- “মার্কা বা দল নয়, ব্যক্তিই হোক বিবেচ্য বিষয়”।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪
মিজান আব্দুর রশিদ বলেছেন: এ থেকে উত্তরণের উপায় একটায়, মানুষকে সচেতন করে তোলা। লাল নোটটা ক্ষণিকের, কিন্তু ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার সফলতা সাড়া জীবনের।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৬
মিজভী বাপ্পা বলেছেন: এই কথা বাঙ্গালী কে বুঝাবে কে? লাল নোট একটা পেলে সব লাগে নৌকা আর ধানের শীষের পিছনে!!!কয়েক পার্টি লাঙ্গল নিয়া হাল চাষ করে আর কিছু রাজাকার পার্টি বসে বসে তামাসা দেখে