নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

কোনরকম ডাটা ক্যাবল ছাড়াই আপনার মোবাইল থেকে ইন্টারনেট কানেক্ট করুন কম্পিউটার বা ল্যাপটপে

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

আসসালামুয়ালাইকুম, ঈদ মোবারক বন্ধুরা। কেমন এনজয় করছেন ঈদের ছুটি ? অনেক দিন হল আপনাদের কোন টিপস দিতে পারছিনা। আসলে একটি টিপস যতোটা অল্পসময়ে আপনারা পড়ে ফেলেন, ততোটা অল্প সময়ে কিন্তু আমি লিখতে পারিনা। পুরো বিষয়টা গুছিয়ে শেষ করতে বেশ কিছুটা সময় লেগে যায়। আর প্রবাসের এই ব্যস্ততার মধ্যে সেই সময়টা বের করা অনেক সময় সম্ভব হয়ে ওঠেনা। তাই মাঝে মধ্যে একটা গ্যাপের মধ্যে পড়ে যায়। যাক এসব কথা। আজ আমি আপনাদের জন্য একটা সফটওয়্যার নিয়ে এসেছি। খুবই কাজের। তাহলে কথা না বাড়িয়ে চলুন মুল প্রসঙ্গে চলে যায় ---

আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ইউজ করি তাঁরা ইচ্ছে করলেই নিজের মোবাইলের ইন্টারনেট থেকে অন্য মোবাইলে অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটারে কানেক্ট নিতে পারি। মানে ইন্টারনেট কানেক্ট থাকবে একটি মোবাইলে আর ব্যবহার করবেন একাধিক মোবাইল, ট্যাব, ট্যাবলেট, ফ্যাবলেট, ল্যাপটপ কিংবা কম্পিউটারে। কোন প্রকার ডাটা ক্যাবলের ঝামেলা ছাড়াই। অর্থাৎ আপনার এন্ড্রয়েড মোবাইলটাকে ওয়াই ফাই জোন বানিয়ে ফেলতে পারবেন। কি মজার ব্যাপার তাইনা ? তাহলে আর দেরি না করে নিচের দেওয়া লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তার আগে ব্যবহারের নিয়মটা জেনে নিন।

সফটওয়্যারটির নাম - Portable Wi-Fi hotspot (ফ্রী)

সাইজ - মাত্র 77.48 KB

ডাউনলোড করে ইন্সটল করুন।

তারপর সফটওয়্যারটি ওপেন করুন।

Set Up WiFi hotspot অপশনে যান।

WiFi network name (SSID) অপশনে আপনার মনের মতো কোন নাম ব্যবহার করতে পারেন।

Passward Setting অপশনে গিয়ে আপনার ওয়াই ফাই জোনটি পাসওয়ার্ড লক করে দিতে পারেন। তাতে করে অন্য কেউ আপনার ওয়াই ফাই ব্যবহার করতে পারবেনা।

ডাউনলোড লিংক >

Click This Link



যদি আমার লিংক ছাড়া মোবাইল থেকে সরাসরি ডাউনলোড করতে চান তাহলে আপনার মোবাইলের Play Store থেকেও ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে লিখবেন- Portable Wi-Fi hotspot

মনে রাখবেন এই নামে প্লে স্টোরে আরও অনেক সফটওয়্যার আছে। তাই সফটওয়্যারটির প্রতিষ্ঠানের নাম খেয়াল রাখবেন।

প্রতিষ্ঠানের নাম- Core Techonology

তারপরও যদি কোন সমস্যা হয় কমেন্ট করবেন। আমি সমাধান দিতে চেষ্টা করবো। আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই।-আল্লাহ হাফেজ-

[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

এম ই জাভেদ বলেছেন: কাজের পোস্ট প্রিয়তে নিলাম। কিন্তু ভাই আমার স্যামসাং এন্ড্রয়েদ মোবাইলে নেট কানেকশন পেতে সমস্যা হচ্ছে। সরিষার ভূত তাড়াব কিভাবে ?

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

মিজান আব্দুর রশিদ বলেছেন: সমস্যাটা কি রকম একটু ভেঙ্গে বললে বুজতে পারতাম। ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

রিমন রনবীর বলেছেন: এই এপ্লিকেশন ইনস্টল করাটা একদম ফাউ। এন্ড্রয়েডে বিল্টইন ওয়াইফাই হটস্পট বানানোর সুবিধা আছে,শুধুশুধু এপ্লিকেশন ইনস্টল করার কোন দরকারই নেই। Settings >> Wireless and Networks >> more >> USB tethering & Portable hotspot.

মজাটা হল, আমি এন্ড্রয়েড হটস্পট দিয়েই কানেক্টেড আছি এখন। :)

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

মিজান আব্দুর রশিদ বলেছেন: বিল্টইন যে করা আছে সেটা আমিও জানি। কিন্তু সেইজন্য তো আপনাকে বার বার সিটিং অপশনে গিয়ে চালু করতে হবে। আর আমি যেটা দিলাম, সেটা আপনার হোম স্ক্রিনে Widgets আকারে থাকবে। শুধুমাত্র আপনার আঙুলের একটা স্পর্শে অন/অফ হবে। আশা করছি আপনাকে বুজাতে পেরেছি। ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

ফাল্গুনী আলম বলেছেন: মূল্যবান পোষ্ট।

কিন্তু ভাই, এটা কি জাভা চালিত স্মার্টফোনে কাজ করবে?
কিংবা স্মার্টফোনের জন্য এধরণের কোন অ্যাপস আছে?

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

মিজান আব্দুর রশিদ বলেছেন: না এটা শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য। ধন্যবাদ আপনাকে।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

েবনিটগ বলেছেন: +++++

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.