নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমরা এমন কেন?

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

আমাদের দেশের মসজিদগুলোতে একটি ব্যাপার সবসময় লক্ষ করি। বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে মসজিদে নামাজ পড়তে আসে। সেই বাচ্চাদের দেখি ধমকিয়ে পিছনের কাতারে দেওয়া হয়। কিন্তু এটা কি ঠিক? পবিত্র কোরআন ও হাদিসের কোথাও কি উল্লেখ আছে যে, বাচ্চারা সামনের কাতারে দাঁড়াতে পারবেনা? ধনী গরীব বা বয়সের ব্যবধান মসজিদে দেখানো যাবেনা। মসজিদ হচ্ছে আল্লাহ্‌র ঘর। আর আল্লাহ্‌র ঘরে সবার সমান অধিকার। আপনি মসজিদে প্রবেশ করে যেখানে জায়গা খালি পাবেন, সেখানেই চুপিসারে বসে যাবেন। কাউকে পেছনে টেনে সামনে বসার চেষ্টা করবেননা। ধনী কিংবা গরীব, বয়সে বড় বা ছোট সে যেই হোকনা কেন। এটাই আমাদের নবীজির শিক্ষা। তাছাড়া বাচ্চাদের এভাবে ধমকালে বা পিছনে ঠেললেতো ওরা মসজিদে আসতে অনুৎসাহিত হবে। আরেকটি কথা অবশ্যই স্বরণ রাখবেন, আপনার কোন দুর্ব্যবহারের কারনে যদি কেউ মসজিদে আসতে অনুৎসাহিত হয়, তাহলে সেটার দায়ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে। সেটা ইহকালে হোক কিংবা পরকালে ....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৮

মেলবোর্ন বলেছেন: আর আমাদের নবীজির সময় বাচ্চারা তার কাছাকাছিই থাকতো , ওনার নাতী দের তো কোলে করেই রাখতেন , এমনিতেই বাচ্চাদের ইসলামী শিক্ষার প্রতি অনিহা বা বাবা মা শিখাতে সময় দেয়না তার উপর মসজিদে গিয়ে এমন ব্যব হার পেলে শিখবে কি করে, আর বাচ্চারা তো দুস্টমি করবেই সেটা মসজিদে হোক বা বাসা হোক তাদের না ধমকিয়ে বুঝিয়ে দিলে বা বললেই ওরা আরো উৎসাহ পায় ,

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১২

মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.