নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল ৩২৭

সাধারণ একজন মানুষ।

হ য ব র ল ৩২৭ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ, এসিড নিক্ষেপের ??

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

হ্যাঁ, কথাটা সাম্প্রতিক ঘটনাগুলোর আবর্তেই মাথায় উঁকি দিচ্ছিল। ধর্ষণের মত ভয়াবহ অপরাধের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিৎ, এতে কোন দ্বিমত নেই। কিন্তু মেয়েদের ওপর এসিড নিক্ষেপের মত ভয়ঙ্কর জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড কেন নয়? একটি মেয়ে এসিড নিক্ষেপের যে যন্ত্রণা সারাজীবন সহ্য করে বেরায় সেটা তো ধর্ষণের চেয়ে কোন অংশে কম নয়, বরং অনেক বেশী। আমার তো এও মনে হয় যে এসিড নিক্ষেপকারীর জন্য মৃত্যুদণ্ডও কম শাস্তি হয়ে যায়। এর শাস্তিও ধর্ষণকারীর শাস্তির চেয়ে অনেক বেশী হওয়া উচিৎ।

দিল্লির গন-ধর্ষণের ঘটনা আমাদের নিজেদের দেশের অবস্থার দিকে চোখ দিতে অনেকটাই আগ্রহী করেছে। এসিড নিক্ষেপকারীর ব্যাপারে ব্যবস্থা নিতেও কি সেরকম কিছু দরকার আছে? নাকি সেরকম কোন কিছু ভয়াবহ ঘটতে দিতে হবে আর তারপর আমাদের এসিড নিক্ষেপের ব্যাপারে সরব হতে হবে? X(X(X(X(X(

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ এ বিষয়ে লেখার জন্য


দৃষ্টিপাত


বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সান্তনু অাহেমদ বলেছেন: সকল প্রকার ধর্ষণমুক্ত পৃথিবী চাই।

সবার আগে চোখের আর মনের ধর্ষণের বিচার করতে হবে।

শুভ কামনা।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মাজহারুল হুসাইন বলেছেন: যৌতুকের কথাও আমরা ভুলে গিয়েছি ।কত নারী নির্যাতিত হয়, মারা যায় এর কারণে ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.