নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল ৩২৭

সাধারণ একজন মানুষ।

হ য ব র ল ৩২৭ › বিস্তারিত পোস্টঃ

ইমরান খানরে আমি ‘ভাল’ মনে করতাম ! /:)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

ইনি পাকিস্তানের একজন সাবেক নামী-দামী খেলোয়াড়। বর্তমানে রাজনীতিবিদ। বাংলাদেশ ইস্যুতে যেভাবে কথা বলত তাতে মনে করতাম যে ,নাহ, আর সবার ভিড়ে অন্তত একজন ভাল মানুষ আছে পাকিস্তানে। যে কিনা ৭১ সালে বাংলাদেশে পাকিস্তান শাসকগোষ্ঠীর ভূমিকার কারণে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিৎ বলে মনে করেন। কিন্তু নাহ, উনি শেষ পর্যন্ত নিজের আসল চেহারাটা দেখালেন। কাদের মোল্লা ইস্যুতে। " কাদের মোল্লা নিষ্পাপ ছিলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা " বলে আমাদের বুঝায়ে দিলেন যে আসলে উনি আর দশটা পাকিস্তানির মতই। কোনও পার্থক্য নাই। কুকুরের লেজ যে কোনোদিন সোজা হয়না এ সত্যটি আরেকবার প্রমাণ করে ছাড়লেন। একইরকম আরেকজন আছেন। উনি হলেন হামিদ মীর। সাংবাদিক। উনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

আসলে পাকিস্তানী গোটা জাতির মধ্যেই ভেজাল। যাকে একটু ভাল মনে করি একটু ঘাঁটলে দেখা যায় যে আসলে তিনিও একই গোয়ালের গরু। একজন সাদা আরেকজন কালো। একটা অফ-টপিক ব্যাপার এখানে বলা যায়, পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসির হত্যাকাণ্ড নিয়ে। সালমান তাসিরকে মারার পর যাকে গ্রেপ্তার করেছিলো পুলিশ, তার মুক্তির দাবিতে যেভাবে আন্দোলন করে সাধারণ মানুষ এবং তার মুক্তির পর যেভাবে তাকে রীতিমত ফুলে ফুলে বরন করে নেয় তারা তাতে প্রমানিত হয় কতটা অসুস্থ জাতি তারা।

ইমরান খান , হামিদ মীরদের ক্ষেত্রেও এই অসুস্থতার কোনও ব্যাত্যায় ঘটেনি।





মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

হেডস্যার বলেছেন:
ফাকিস্তানীরা জাত হারামি।
বাঞ্চোত।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

হ য ব র ল ৩২৭ বলেছেন: পাকিস্তানীরা এমনই।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

কাফের বলেছেন: সব দেশেই ভালো খারাপ দুই ধরনের মানুষই আছে
কিন্তু ফাকিস্থানে শুওর ছাড়া কোনো ভালো মানুষ আছে এইটা আমি বিশ্বাস করি না!


১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

হ য ব র ল ৩২৭ বলেছেন: বিশ্বাস না করাটাই স্বাভাবিক।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

রাজীব দে সরকার বলেছেন:
কাফের বলেছেন: সব দেশেই ভালো খারাপ দুই ধরনের মানুষই আছে
কিন্তু ফাকিস্থানে শুওর ছাড়া কোনো ভালো মানুষ আছে এইটা আমি বিশ্বাস করি না!

সহমত

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

হ য ব র ল ৩২৭ বলেছেন: বিশ্বাস না করাটাই স্বাভাবিক।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

হাসান মাহবুব বলেছেন: ফাকিস্তানী শুয়োরেরা দেখেন এই ইস্যুতে সবাই একমত। শুয়োরের থেকেও কিছু শেখার আছে!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

হ য ব র ল ৩২৭ বলেছেন: আসলেও শেখার আছে। আমরাও যদি এরকম আমাদের নিজেদের স্বার্থে , আমাদের জাতীয় স্বার্থে এক থাকতে পারতাম ! আমাদের ভীষণ বড় একটা সমস্যা আছে এখানে। আমাদের মধ্যে সেরকম একতাবদ্ধতা নেই বলেই আমাদের মেরুদণ্ডের জোর কম । নাহলে এইসব যুদ্ধপরাধিদের আমরা বঙ্গোপসাগরে ভাসায়ে দিতে পারতাম, বিদেশী দালালশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম সহজেই। কিন্তু............বলে আর লাভ নেই ভাই। :((

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
আমিও ভাবতাম /:)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

হ য ব র ল ৩২৭ বলেছেন: /:)

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

বাঁশ আর বাঁশ বলেছেন: চাগু কান।।।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

এই আমি সেই আমি বলেছেন: ইমরানকে ধিক্কার কিন্তু যখন এই দেশেরই একজন নেত্রী এভাবে যুদ্বাঅপরাধীদের পক্ষ নেয় তার বেলায় ?

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

হ য ব র ল ৩২৭ বলেছেন: দেশের প্রতি দেশের মানুষের প্রতি যদি ন্যুনতম ভালবাসা থাকতো আনুগত্য থাকতো সর্বোপরি যদি ন্যুনতম বিবেকবোধ থাকতো তাহলে তিনি এরকম করতে পারতেন না । পাকিস্তানকে তিনি অন্তর থেকে ভালবাসেন, ভালবাসেন পাকিস্তান-পন্থিদেরও। তাই যার প্রতি তার সেরকম দরদ যেরকম ভালবাসা তিনি ঠিক সেরকম কাজই করেছেন। এর নিন্দা জানানোর ভাষা নেই। বেজন্মা একেই বলে।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

প্রবাসী পাঠক বলেছেন: ফাকিস্তানিদের ভাল জানার কোন কারণই নেই ভাই , দিন শেষে তারা সবাই একই ফারমের শুয়োর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.