নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষা বিষয়ে জ্ঞান সামান্যই। ভাষাবিদ নিকটা দখল করে রাখলাম, নিকের খাতিরে হলেও ভাষাটাকে সামান্য জানার চেষ্টা করবো।

ভাষাবিদ

ভাষার সাথে ভাষাবিদও পরিবর্তিত হয়।

ভাষাবিদ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন সূচনা

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬

আধুনিক যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা সবাই যুক্ত হই বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের নিজস্ব ব্লগ সাইট থাকে, আবার ব্লগ সাইট তৈরির ঝামেলা এড়াতে বা/এবং সবার সাথে সংযুক্ত থাকতে যুক্ত হই সামহোয়্যারইন ব্লগের মতো প্লাটফর্মে। সবগুলোতেই যোগাযোগের প্রধান মাধ্যম লেখা। প্রতিদিনই আমরা কিছু না কিছু লিখি। সেগুলোতে অনিচ্ছাকৃত অনেক রকম ভুল থাকে। থাকাটাই স্বাভাবিক। তবে সেটা যেন যথাসম্ভব কম হয় সেদিকে মোটামুটি সবাই দৃষ্টি দেই। কিন্তু অনেক সময় অজ্ঞতার কারণে এবং সামান্য আলসেমির কারণে এমন কিছু ভুল করি যা দৃষ্টিকটু। ব্যাকরণের সাধারণ নিয়মগুলো আমরা দৈনন্দিন নির্ভরযোগ্য উৎস, যেমনঃ পাঠ্যবই, সংবাদপত্র ইত্যাদি পড়েই শিখতে পারি, ব্যাকরণ পড়তে হয় না। ব্যবহারিক জীবনে আমরা এমন কিছু ভুল করি যা অন্যদের হাসির খোরাক হয়। তাই সামান্য একটু সচেতন হলেই আমরা অন্যদের কাছে নিজেকে হাসির পাত্র হওয়া থেকে রক্ষা করতে পারি।

আমি পুরাতন ব্লগারদেরই একজন। ভাষা বিষয়ে আমার জ্ঞান খুব বেশি নয়। তবু যতটা জানি তা লেখার চেষ্টা করবো। আগের নিক থেকে এই বিষয়ে লেখা যেত। তবে তারচেয়ে এই উদ্দেশ্যে সম্পূর্ণ নতুন নিক থেকে কার্যক্রম পরিচালনা করাই আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ যেহেতু একজনের একাধিক নিক সমর্থন করে তাই আমার এ সিদ্ধান্ত।

আমি ব্লগের বিভিন্ন পোস্ট পর্যবেক্ষণ করবো। যে ভুলগুলো অতি সাধারণ, সেগুলো নিয়ে লেখার চেষ্টা করবো। আমি কারো নাম উল্লেখ করবো না। ভুলগুলো ধরিয়ে দেয়া এবং সেগুলো শুধরে দেয়াই আমার একমাত্র উদ্দেশ্য।

লেখালেখি করতে গিয়ে সবাই ভুল করে। আমিও করবো। আমার ভুলগুলোও সবাই ধরিয়ে দেবেন, আমি এমনটাই প্রত্যাশা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.