![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শোকরিয়া তিনি দীর্ঘ্য ১৭ দিন পর আমাদের উপহার দিয়েছেন রেশমাকে। কথায় আছে মাত্র একটি সুখ হাজার দুঃখ,কষ্টকে ভুলিয়ে দেয়, রেশমা জীবিত আমাদের মাঝে ফিরে এসেই তাই প্রমাণ করলো,
রেশমা উদ্ধারের খরটি দেখে তাৎক্ষণিক গায়ের লোম খাঁড়া হয়ে যায় আর চোখে পানি চলে আসে, মহান আল্লাহ কত মহান, তিনি হাজার লাশের মাঝে আমাদের জন্য রেখেছেন এক অনন্য উপহার জীবন্ত রেশমাকে,
খরটি যখন দেখতেছি তখন খেয়াল করেনি কে , কোন সাংবাদিক বা কোন প্রতিবেদক কি বলতেছিল, কারণ আমার কাছে কে কি ভাবে সংবাদটি পরিবেশন করতেছে তা মূখ্য ছিলনা, আমার কাছে মূখ্য ছিল রেশমা উদ্ধারের ঘটনাটি।
রেশমা উদ্ধারের পর পর ব্লগে একাদিক পোষ্ট দেখলাম মুন্নি সাহাকে নিয়ে, তাৎক্ষণিক এই সর্ম্পকে কোন পোষ্টে কোন মন্তব্য করেনি, কারণ প্রতিবেদনটি আমি ভাল করে দেখিনি, পরে রেশমা উদ্ধারের মুন্নি সাহার প্রতিবেদনটি ভাল করে দেখলাম এবং মুন্নির কথা ও প্রশ্ন গুলো শুনলাম। পুরো প্রতিবেনটি দেখে অবাক হলাম আর হাসলাম, হায় কোথায় গেল আমাদের বিবেক?
রেশমা উদ্ধারের মুন্নি সাহার প্রতিবেদন দিয়ে যে ভাবে কুরুচি পূর্ণ ও অশালীন পোষ্ট কথাবার্ত উচ্চারণ করতেছে এক শ্রেণীর ব্লগাররা, তারা কোন সভ্য মানুষে হতে পারেনা।
তবে এটি সত্য যে রেশমা উদ্ধারের ঐ প্রতিবেদন মুন্নি সাহা এক সেনা জোয়ানকে যেভাবে প্রশ্ন করতেছিল, তা দেখে মনে হলো, যেন এক আদালতের বিচারক কোন ক্রিমিনালকে জেরা করতেছে। তার প্রশ্ন করার ভঙ্গী ও প্রশ্ন উচ্চারণের ষ্টাইল ছিল অনেকটা উকিলের জেরা করার মত। যা কিছুটা দৃষ্টি কটুর মনে হতে পারে কারো কারো।
কিন্তু মুন্নি সাহার প্রতিটি প্রশ্ন ছিল যুক্তি যুক্ত, নৈতিক, প্রযোজনীয়, যা দর্শকের কাছে বিষয়টি স্পষ্ট ও র্নিভুল ভাবে বুঝতে সহায়তা করেছিল। এখানে তিনি কোন অশ্লীন, অনৈতিক ও অপ্রাসঙ্গীক প্রশ্ন করেননি।
কিছু ব্লগারের মুন্নি বিষয়ক চুলকানির কারণ আসলে রেশমা উদ্ধারের প্রতিবেদনটি নয়, এখানে লুকিয়ে আছে অন্য একটি কারণ, কারণটি হলো এ,টি,এন, বাংলা ও এ,টি,এন, নিউজ সর্বদা উগ্রমৌলবাদী, র্ধম অন্ধ, জঙ্গীবাদ, অন্যায়, যুদ্ধ অপরাধী ও মানবতা বিরুধীরে বিরুদ্বে সোচ্চার ছিল এখনো আছে, বি,এন,পি জামাত পন্থী ব্লগারের কাছে সেই সাংবাদিক প্রিয় যে হবে মাহমুদুর রহমানের মত বদ্ধপাগল , উদ্ভট, উন্মাদ আর উৎশৃঙ্কল।
১১ ই মে, ২০১৩ রাত ৩:০১
লাতি বলেছেন: yeas. same as you.
১১ ই মে, ২০১৩ রাত ৩:০৫
লাতি বলেছেন: কথায় আছে একজন ভাল মানুষ অন্যকে ভাল মানুষ মনে করে।
আপনি আমাকে প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করেছেন আমি পেইড ব্লগার কি না।
আমি কোন ধরণের ব্লগার তা মুখ্য নয়।
আমর কথাগুলোর বিপরীতে যু্ক্তি দেন ,
২| ১১ ই মে, ২০১৩ রাত ৩:১৩
সসোনা বলেছেন: মাহমুদুর রহমানকে আপনার পাগল মনে হইতে পারে, আমার মনে হয়না।আপনি অন্য যে সম্মানে তাকে পূজিত করেছেন তাতে তিনি কিঞ্চিত গর্ব বোধও করিতে পরেন। কারন রাজাকারকে রাজাকার বলিলেই তারা সম্মানিত বোধ করেন। ইহাতে তাহাদের বিরত্বের কাহিনি অন্তর-নিহিত আছে। মাহমুদুর রহমানকে আপনি পাগোল বলেন ,এতই বুদ্ধিমান আপনি। আপনি যানেন না হয়ত শ্রেষ্ঠ গুজব রটনা কারী এবং ভুয়া খবর অতিব বাস্তব রূপ প্রদান করিবার কারনে তিনি এবং তার মুরিদেরা যৌথ ভাবে পুরস্কার পাইবার অপেক্ষায় রহিয়াছেন। কিন্তু পুরস্কারের নাম নির্ধারণ করিতে না পারায় তাহা অপেক্ষমান রহিয়াছে।আর মুন্নি সাহার মতো একজন রিপোর্টারের কথা কি আর বলিব। দিগন্ত টিভি দেখিয়াও ইহারাকিছু শেখেনাই! আপসোস এখনতো আর চান্সও পাইবে না।টিভির রিমোট তো মাহমুদুর রহমান লইয়া গিয়াছে।
৩| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:০৩
আবিদা০৬ বলেছেন: মুন্নি সাহাও একটা সাংবাদিক আপনিও একটা ব্লগার।
৪| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:১৭
হাসান কালবৈশাখী বলেছেন: ভাল লিখেছেন।
এটিও পড়ুন
Click This Link
৫| ১১ ই মে, ২০১৩ ভোর ৬:১৪
বিডি আইডল বলেছেন: ছাগল
৬| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:১০
অরুনোদয় বলেছেন: বেক্কল
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ রাত ২:৫৪
মেকগাইভার বলেছেন: পেইড ব্লগার?