![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা আছে যাকে মানুষ ভালবাসেন, তার শরীরের ভোজ্য কেও ভালবাসে, আবার যাকে ভালবাসেনা তার শরীর থেকে সোনা ঝড়লেও তাকে ভালবাসেনা, টিক এই উক্তিরটি যে চিরন্তন সত্য তা প্রমাণ করলেন বদরুদ্দোজা ও মাহী। তারা পিতা পুত্র দুই জনেই ছিলেন বি,এন,পি অন্যতম নেতা, পিতা বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বি,এন,পির প্রতিষ্টতা ও স্থায়ী কমিঠির সদস্য ও পুত্র ছিলেন বি,এন,পির অন্যতম নেতা, বদরুদ্দোজা ২০০১ সালে বি,এন,পি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি হন আর মাহী ২০০১ নির্বাচনে বি,এন,পির ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন।
এখন দেখাযাক বি,এন,পি হতে এই পিতা পুত্র কি পেয়েছে।
২০০১ সালে বদরুদ্দোজা একজন সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, বি,এন,পি তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলন কিন্তু কোন রকম নিদিষ্ট অভিযোগ ছাড়াই বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি হতে পদত্যাগ করাতে বাধ্য করান। বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হোক বা না হোক তাতে আওয়ামীলীগের বা কারো কিছু আসে যায় না। কিন্তু প্রশ্ন হলো একজন মহামান্য রাষ্ট্রপতিকে তার মেয়াদ শেষ হবার আনেক আগেই একই ভাবে ছুড়ে ফেলার মানে কি? এক জন নির্বাচিত সম্মানিত রাষ্ট্রপতিকে কি বি,এন,পি এই ভাবে সম্মান করেন? পচন্দ না হলে রাষ্ট্রপতিকে গলাধাক্কা দিবেন? একজন মহামান্য রাষ্ট্রপতিকে এই ছুড়ে ফেলে দেবার মত ঘটনা খুবই দুঃখ জনক। অথচ ১৯৯৬ সালে যখন আওয়ামীলীগ ক্ষমতায় যান তখন সম্পূর্ণ নিরপেক্ষ ও আওয়ামীলীগ পরিবারের কেউ নয় ( সাহাবুদ্দীন আহম্মদ)কে রাষ্ট্রপতি বানিয়েছিল। কিন্তু বর্তমানে সেই বদরুদ্দোজা চৌধুরী কথায় কথায় আওয়ামীলীগের বিরুদ্ধে নানা রকম উষ্কানী মুলক কথা বলেন। এখন বদরুদ্দোজা চৌধুরীর কাছে বি,এন,পি ভাল, তিনি ভুলে গেছেন রাষ্ট্রপতির চেয়ার হতে কি ভাবে গলা ধাক্কা দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল, শুধু তায় নয় তিনি ঢাকায় একবার একটি মিছিল বের করলে তার উপর বি,এন,পি কর্মীরা মারাত্বক ভাবে হামলা চালায়। ঢাকায় তার বাসভবনে আগুন দেন বি,এন,পি। মাহী বি চৌধুরী তার তার স্ত্রী লোপা এক সাথে মিলে তখন বিটিবিতে একটি অনুষ্টান করতেন, তাদের স্বামী স্ত্রীকে ঐ অনুষ্টান করতে দেওয়া হয়নি এবং বের করে দেওয়া হয় বিটিবি হতে। বন্ধ হয়ে যায় সেই জনপ্রিয় অনুষ্টানটি।
এবার আসায়াক পিতা পুত্রের কিছু নীতি নৈতিকতার দৃশ্য।
মহী ও তার স্ত্রী লোপা কোন অভিনয় শিল্পী বা চলচিত্র বা নাটকের নায়ক নায়িকা ছিলেন না। কিন্তু ইন্টারনেটে তারা স্বামী স্ত্রী দুই জনের যে ভাবে আপত্তিকর ছবি ছড়িয়ে আছে সেটা নিশ্চয় সবাই দেখেছেন, যাক এটা তার নিজস্ব ব্যাক্তিগত ব্যাপার, সে নিজেই ইসলামকে কতটুকু মান্য করে স্বামী স্ত্রীর ছবিগুলো দেখলে সহজে বুঝা যায়, অথচ এই মাহি এখন হেফাজতের পক্ষ নিয়ে আওয়ামীলীগে বিরুদ্ধে কথা বলেন, ভিবিন্ন টিভি টকশোতে দেখা যায় এই মাহী অন্যদের নাস্তিক সম্ভাষণ করে বক্তব্য ও কথাবার্তা বলতে। মাহির এই অবস্থা দেখে মনে হয় চোরের মুখে র্ধমের কথা শুনার মত।
বদরুদ্দোজা ভুলে গেছেন তার শরীরের উপর বি,এন,পি কর্মীদের মোটর সাইকেল তুলে দেবার কথা, ভুলে গেছেন তার নিজ বাসায় বি,এন,পি কর্মীদের আগুন দেবার কথা, ভুলে গেছেন কি ভাবে তাকে রাষ্ট্রপতির বাস ভবন হতে বের করেদিয়েছিল বি,এন,পি। তারপর তার কাছে বি,্এন,পি ভাল আর আওয়ামীলীগ খারাপ, বর্তমান সরকারের এত উন্নয় তার চোখে পড়েনা, যোগ দিয়েছে সেই নিজে গলা ধাক্কা খাওয়া বি,এন,পির সাথে, এই হলো পিতা পুত্রের বিকল্পধারা রাজনৈতিক নীতি নৈতিকতা।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
আহলান বলেছেন: ভাইরে সবাই মৌসুমি পাখি ....
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪
অগ্নি সারথি বলেছেন: হেডস্যার বলেছেন:
বেহায়া।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: রাজনিতিবিদদের লজ্জা শরম বলতেই নাই । শুধু তারা দুই জন কেন দেশের সব রাজনিতিবিদদের অবস্থা দেখেন !!
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
bangal manus বলেছেন: মারহাবা মারহাবা ।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
খইকাঁটা বলেছেন: বেহায়া না কে?
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
আঁধার রাত বলেছেন: আপনার গলার দামী ডায়মেন্ডের নেকলেসটা বাথরুমের কমডে পড়ে গেলে তা খুজতে ফুলের বাগানে গেলে লাভ নাই, নেকলেসটা পাইতে হলে কমডেই খুজতে হবে। ফুলের বাগানে খুজলে ও জিনিস পাওয়া যাবে না।
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯
হুদাই আল-খুচাই বলেছেন: জানে যে আলাদা খারাইলে কিছু করতে পারবে না। তাই চিন্তা করতেছে যদি ক্ষেতে আবার ধান লাগানো যায় তাহলে মন্দ হয় না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯
হেডস্যার বলেছেন:
বেহায়া।