নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক খালেদা জিয়ার কিছু হাস্যকার বক্তব্য, বি,এন,পির আন্দোলন লেজেগোবরে ।

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

সরকার বিরুধী আন্দোলন করতে গিয়ে বি,এন,পির একে বারে লেজেগোবরে অবস্থা, নিজেরাই বুঝতে পারতেছেনা কি করবে বা কি করা উচিত।



আসুন দেখাযাক খালেদা জিয়ার সরকার বিরুধী আন্দোলনের কিছু বক্তব্যে অংশ।



১) প্রথমে বলেছিলেন ২৫ শে অক্টোবর হতে এই সরকার অবৈধ, কয়েক দিন পর আবার বলেছিলেন ২৭ শে অক্টোবর হতে এই সরকার অবৈধ।

প্রশ্ন- সরকার অবৈধ হলে বিরুধী নেত্রী কি বৈধ?



২) ১৯৯৬ ও ২০০১ এর তত্ত্ববধায়ক সরকার হতে উপদেষ্টাদের নিয়ে নতুন নির্বাচন কালীন তত্ত্ববধায়ক সরকার গঠিত হোক। ১৮ জনের মাঝে ৪ জন মারা গেছে, ২ জন গুরুতর অসুস্থ, ইউনুস সাহেবে তিনি নিজে নিজে নিজের নিরপেক্ষতা হারিয়েছেন, খালেদা করা আইন অনুসারে ৭০ বছরের উপরে উপদেষ্টা হতে পারবে না, ঐ ১৯৯৬ ও ২০০১ এর বেশীর ভাগ উপদষ্টা এখন ৭০ এর উর্ধ্বে, ...................ও রে ও রে মজা , লে হালুয়া মজা করি ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

রাহুল বলেছেন: খালেদার চারপাশে এখন কিছু বলদ আছে যাগো মাথায় গোবর ছাড়া কিছু নাই তাই এমণ লেজে গোবরে অবস্থা। :) :D B-) ;)

২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:০০

হাসিব০৭ বলেছেন: খালেদা তো মূর্খ মানুষ কিন্তু হাসিনার দ্বারা কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমার তো মনে হয় শিয়ালের কাছে মুরগী বড়গা দেয়ার মত অবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.