![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামীলীগ ক্ষমতায়, তায় রাষ্ট্রে সব দায়বদ্ধতা আর জবাব দিহিতা সব আওয়ামীলীগের, এটাই স্বাভাবিক, সফলতা আর ব্যার্থতা যেকোন দায়ীত্ব অভিবাবককে নিতে হয়,
অন্যদিকে ক্ষমতার বাইরে আছে বি,এন,পি, জনগন বা দেশের কাছে আপাতত বি,এন,পির কোন দায়বন্ধতা বা জবাব দিহিতা নেই, নেই কোন দায়ীত্ব, অনেকটা সব ঝমেলা আর সমস্য হতে মুক্ত বিরুধী দল বি,এন,পি। কারণ তারা সরকারী দল নয়, তায় নিয়ম তান্ত্রিক ভাবে তাদের উপর কোন রাষ্ট্রীয় দায়বন্ধতাও বর্তায় না,
দেশে যে কোন মুর্হুতে, যে কেউ উশৃঙ্খলতা আর বিশৃঙ্খলা যে করুক না কেন, তার দায়ীত্ব নিতে হবে রাষ্ট্রীয় অভিবাবককে , এটাই নিয়ম,
আর এই নিয়ম কে ভাল ভাবে কড়ায় গণ্ডায় কাজে লাগাতে চায় বি,এন,পি, যে দিকে পার, যে ভাবে পার জ্বালাও পোড়াও, ভাংচুর কর, ত্রাস সৃষ্টি করো, এই নীতি গ্রহণ করেছে বি,এন,পি। সংবিধান আইন, নীয়ম, সরকার কিছুই তোয়াক্কা করতেছেনা বি,এন,পি। বি্এন,পির ষ্টাইল দেখে মনে হয়, দেশটা বি,এন,পির নিজের বাব দাদার নিজস্ব সম্পত্তি, বি,এন,পি যেই ভাবে চায় সেই ভাবে চলতে হবে দেশ ও দেশের সব জনগণকে।
ধরে নিলাম বি,এন,পি উশৃঙ্খলা আর বিশৃঙ্খলা করে আওয়ামীলীগকে হারিয়ে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, কিন্তু তখন বি,এন,পি কি করবে?
বি,এন,পি কি পারবে তাদের বিজয় ধরে রাখতে?
বি,এন,পি যেই ভাবে বিনা ইস্যুতে বিশৃঙ্খলা আর ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চায়, আর আওয়ামীলীগ যদি বি,এন,পির খপ্পরে পড়ে হেরে যায় তখন কি আওযামীলীগ মুখে আঙ্গুল দিয়ে বাচ্চাদেরমত লালিপপ চুষবে? এই কথাটি বি,এন,পির গভীর ভাবে চিন্তা করা দরকার। মারাত্বক ঝুকি পূর্ণ আর রাজনৈতিক প্রতিদন্ধী মুর্হুতে রাষ্ট্র পরিচালনায় বি,এন,পি কত দুর্বল সেই চিত্র মানুষ ২০০১ হতে ২০০৬ সময়ের মধ্যে দেখেছে, যদিও সেই চিত্র বহুমানুষ ভুলে গেছে।
>প্রধান বিরুধী দলীয় নেত্রী ও সাবেক প্রধান মন্ত্রীর উপর মর্মান্তিক হামলা।
>সংসদ সদস্য হত্যা।
>প্রধান বিরুধী দলীয় শীর্ষ নেতাকে হত্যা।
>দেশে প্রচুর বোমা হমলা।
>হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যার্থতা।
>বাংলাদেশে ভুমি বিদেশীদের অন্ত্র পাচাররের নিরাপদ চ্যানেল হিসাবে ব্যাবহারে সুযোগ দান, যেমন ১০ ট্রাক অন্ত্র চালান ধরা পরা।
>মারাত্বক ভাবে জঙ্গীবাদের উত্তাণ।
>র্ধমীয় মৌলবাদ আর উগ্রবাদের সৃষ্টি।
এবার দেখার পালা আগামীতে ক্ষমতায় গেলে বি,এন,পি কি ভাবে রাষ্ট্র পরিচালনা করে ।
কিন্তু তার আগে বলতে হয়।
নিজে ঘরে বসে আরমে নির্জনে নিরভে বসে নিরপেক্ষ ভাবে নিজ নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আর নিজে নিজে তুলনা করুন। গত বি,এন,পি আমলের ২০০১ হতে ২০০৬ এর চিত্র, এবং বর্তমান আওয়ামীগের ২০০৯ হতে ২০১৩ চিত্র।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৩
জহুরুল০০৭ বলেছেন: বিএনপি জিতলে তো?
সরকার তার জনগণের জান মালের নিরাপত্তা দিতে বাধ্য। সেই নিরাপত্তা যদি বিএনপি বিঘ্নিত করে তবে সরকারের দায়িত্ব হচ্ছে যে কোন উপায়ে নিরাপত্তা ফিরিয়ে আনা। তাই বলে বিএনপির জ্বালাও পোড়াও এর জন্য সরকার দোষী নয়।
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৬
মুক্তি মূণ্ণা বলেছেন: আসলে ওরা আমাদের যে কি সেটা আজো বুঝতে পারিনি, তারা যদি আমাদের কেউ হতো দেশটাকে তারা এভাবে প্রকাশ্যে লুটে পুটে খেতে পারতনা। দেশের জন্য মায়া ও দরদ তাদের থাকত। কবে যে আমরা এ থেকে মুক্তি পাব জানিনা।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৩
দিশার বলেছেন: সেই বিজয় দিয়ে রাজাকার রক্ষা করবে বিএনপি .
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৪
দক্ষিনা বাতাস বলেছেন: আওয়ামী লীগ , বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র। কেউ কারো থেকে কোন অংশে কম নয়। তবে আমি মনে করি প্রতিটি শিক্ষিত মানুষের উচিত খারাপ কে খারাপ বলা । সে আপনি লীগ অথবা দলের অন্ধভক্ত হন না কেন !
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬
মহিদুল বেস্ট বলেছেন: কেই বা ভাল? যে যার মত রাজনীতি করে পেট ভরছে... আর নিজের নাম সেটে দিচ্ছে লেভেল হিসেবে!! পক্ষপাতদুষ্ট চিন্তা
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯
rafiq buet বলেছেন: বি এন পি জয়ী হবে মানে প্রমাণিত যুদ্ধাপরাধীরা গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবে।
৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫
সেমিবস বলেছেন: Click This Link
৯| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২
বিজন শররমা বলেছেন: এটি একটি বিশেষ দলের ভাড়াটে লোকদের লেখা ।
১০| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
কলাবাগান১ বলেছেন: " সেই বিজয় দিয়ে রাজাকার রক্ষা করবে বিএনপি ."
১১| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮
রাবার বলেছেন:
১২| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
মুলত জামাতের চাপেই বিএনপি সংলাপে বা নির্বাচনে আসছে না।
মঙ্গলবার ছেচড়ার মত নিষিদ্ধ জামাতের নেতাদের সাথে নিয়ে রাষ্ট্রপতির কাছে গেলেন
অবস্য এর আগেও ২০০৮এ বিএনপি নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনে যেতে চায়নি।
তখন জামাত নেতা মোজাহিদ খন্দকার দেলয়ার কে সাথে নিয়ে জেলে খালেদা জিয়ার সাথে দেখা করে নির্বাচনে রাজি করায়।
এবার জামাত-বিম্পি নিজের অস্তিত্ত টিকিয়ে রাখতে আওয়ামীলীগকে নির্বাচনের আগেই পরাস্ত করে জয় নিশ্চিত করা ছাড়া আলোচনা বা নর্মাল নির্বাচনে না যেতে বদ্ধ পরিকর।
১৩| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বিজন শররমা বলেছেন: এটি একটি বিশেষ দলের ভাড়াটে লোকদের লেখা । ১০০% সহ মত ।
১৪| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২০
জহিরুলহকবাপি বলেছেন: দিশার বলেছে@ সেই বিজয় দিয়ে রাজাকার রক্ষা করবে বিএনপি .
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৬
বেঈমান আমি. বলেছেন: আবাল গুলো এখন শুশিল গিরি করে।হে গড সেভ বাংলাদেশ ফ্রম ফাকিস্তানি বুল শিট।