![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে গরু মেরে জুতো দান অথবা জুতো মেরে গরু দান যাই বলুন এই বাংলা প্রবাদটির বাস্তব চিত্র দেখালেন বি,এন,পি। সারাদিন মানুষ খূন করলাম তো কি হয়েছে? সন্ধ্যায় একটি গায়েবী জানাজা নামে নাটক করে সব খূন জায়েজ করে নিব।
আরে ভন্ডমী নাটক না করে সাহস ও হিম্মত থাকলে নিহতদের পাশে দাড়ান, আর্থিক সাহায্য দেন, উর্পাজনক্ষম নিহতদের পরিবারের সংসার যাতে চলতে পারে তাদের আর্থিক সহায়তা দেন,
ভন্ডমীর আর নিলজ্জতার একটি সীমা রেখা তাকা দারকার, নিজেরাই মানুষ জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়ে মেরে জানাজা পড়ার লোক দেখানো নাটক মঞ্চস্থ করলেন,
এটা কি সত্তি সত্তি জানাজা নাকি ভন্ডমীকরলে?
একদিকে জীবন্ত মানুষ পুড়ে মেরে পাপের বোঝা কাধে নিয়েছেন, অন্যদিকে সেই নিহত ব্যাক্তিদের জন্য লোক দেখানো ভন্ড জানাজা পড়ে আরোপাপ কাধেঁ নিলেন।
বি,এন,পি জামাত শিবির আর রাজাকার সম্প্রদায়কে একটি কথা বলতে চায়,
ভুলে যাবেন না, আল্লাহ খুব বেশী দুরে নয়, এই সব জীবন্ত মানুষকে আগুনে পুড়ে মারার পাপ হতে রেহায় পাবে না, এই রকম নির্মম ভাবে মানুষ হত্যার পাপের দায় অবশ্যই নিতে হবে, দরকার শুধু সময়ের। ১৯৭১ সালেও এই নিজামী, মুজাহিদ, সাঈদী, কাদের মোল্লা যেমন রেহায় পায়নি ৪০ পছর পরও।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
লাতি বলেছেন: বেশী না একটু আগুনে চেকা দেওয়া উচিত তাকে, অন্তত বুঝতে পাতো আগুনে পুড়ে জীবন্ত মানুষ গুলো কষ্ট ।
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
আখিলিস বলেছেন: সবকয়টারে একটা গাড়ির ভেতর ঢুকায়ে পেট্রোল দিয়ে আগুন ধরায়ে দেয়া উচিৎ, বুঝবে কেমন লাগে । এই অমানুষগুলাকে আজ কে শুধু অভিশাপ দেই ।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: ঠিক।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
এই আমি সেই আমি বলেছেন: এরা কয়দিন পর পর গায়েবানা জানাজা পরে । হেফাজতের জন্য গায়েবানা জানাজা পরে বলল হাজার হাজার মানুষ মরেছে । বদ চৌধুরী গামছা কাদেরও ঐ দিন কাঁদছিল ।
বিএনপি এখন জাতীয়তা বাদী গায়েবানা দল ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
রসায়ন বলেছেন: বিএনপি নেতা রিজভীকে জ্বালিয়ে দেয়া উচিত